দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (Dakhil Syllabus 2023)
২০২৩ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, বিষয় কাঠামো ও প্রশ্নের নম্বর বণ্টন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সাথে ৯ম-১০ম শ্রেণির বিষয় কাঠামো ও পরিমার্জিত প্রশ্নের মানবণ্টন প্রকাশ করা হয়েছে।
২০২৩ সালের মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, বিষয়ভিত্তিক প্রশ্ন পত্রের ধারা ও নম্বরবণ্টন
মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ২০২৩ সালের দাখিল পরীক্ষার সিলেবাস (পাঠ্যসূচি), প্রতিটি বিষয়ের প্রশ্ন পত্রের ধারা ও নম্বরবণ্টন প্রকাশ করা হয়েছে।
দাখিল পরীক্ষার সিলেবাসের সাথে ৯ম-১০ম শ্রেণির মাদ্রাসার অভ্যন্তরীন পরীক্ষার বিষয় কাঠামো ও মানবণ্টন প্রকাশ করা হয়।
৭ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে, বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা স্বাক্ষরিত সিলেবাসের কপি বোর্ড ওয়েবসাইটে আপলোড করা হয়।
তবে ১২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের দাখিল পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, দাখিল সমমান পরীক্ষা আগামী বছর এপ্রিলে মাসে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের স্কুলের দাখিল, এসএসসি সমমান পরীক্ষার্থীদের ক্লাস চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
একই বছরের আলিম পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আলিম সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে।
পিডিএফ ফরম্যাটে প্রকাশিত দাখিলের সংক্ষিপ্ত সিলেবাসের কপি, মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট (bmeb.gov.bd) থেকে সহজে সংগ্রহ করা যাবে।
এছাড়া নিচের অনুচ্ছেদ থেকে দাখিলের সিলেবাসের পিডিএফ অথবা সহজে মোবাইলে দেখার ইমেজ ভার্সনের কপি সংগ্রহ করা যাবে।
আরো জানুন:
দাখিল ফরম ফিলাপ ২০২২: Dakhil eFF Form Fill-up 2022
Alim Syllabus 2023: আলিম পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন ২০২৩
Dakhil Short Syllabus pdf 2023: মাদ্রাসা বোর্ড দাখিলের সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩
লক্ষ্য করুন: ২০২৩ সালের দাখিল পরীক্ষা, ২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
তাই বর্তমান বছরের দাখিলের সিলেবাস সংগ্রহ করলে আগামী বছরের সিলেবাসের সকল বিষয়বস্তু পাওয়া যাবে।
মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত দাখিল শর্ট সিলেবাসের অরজিনাল কপি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
(এখানে সকল বিভাগ/বিষয়ের সিলেবাসের কপি আছে। ১১০ মেগাবাইটের বৃহৎ ফাইল তাই কম্পিউটারের ব্রাউজারে সিলেবাস সংগ্রহের চেষ্টা করুন)।
উপরের লিংকের সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে, দাখিলের পিডিএফ সিলেবাস কপি সংগ্রহ করুন এখান থেকে। (অরিজিনাল ফাইল থেকে কম মেগাবাইটের সিলেবাস ফাইল করা করা হয়েছে)।
২০২৩ সালের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ইবতেদায়ী সিলেবাস ২০২২ (১ম-৫ম শ্রেণি ও শিক্ষা সমাপনী পরীক্ষা)
২০২২ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস (৬ষ্ঠ-৮ম শ্রেণির নম্বর বণ্টন)
তথ্যসূত্র-
ভাই মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে যওয়া যায়। তারপর ইমেজ ভারৃসনে ক্লিক করলে আসে কিন্তু ডাউনলোডের অপশন পাচ্ছি না।
পিডিএফ ফাইল দেখতে মোবাইল ব্রাউজার ক্রোম এর আপডেট ভার্সন ব্যবহার করুন। ইমেজ ভার্সন সংগ্রহের ক্ষেত্রে সেখানে ডাউনলোড আইকন আছে। সেটাতে ক্লিক করুন। এক্ষেত্র অভিজ্ঞ কারো সাহায্য নিন। ধন্যবাদ।
তাহলে মূল কথা হচ্ছে ২০২২ এর পরিক্ষার্থীরা যেই সিলেবাসে পরিক্ষা দিবে আমরাও (দাখিল২৩) একি সিলেবাসে পরিক্ষা দিবো তাই না ?
হ্যাঁ, এমনটাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
২০২৩ এসএসসি পরীক্ষার সিলেবাস পাচ্ছি না কেন এখনো মাদ্রাসা বোর্ড এর টা
এই প্রতিবেদনে মাদ্রাসা বোর্ডের ২০২২ সালের দাখিল পরীক্ষা সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া হয়েছে। ২০২২ সালের সিলেবাসে ২০২৩ সালের দাখিল পরীক্ষা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
Yes
2023 সালের দশম শ্রেণীর সর্ট সিলেবাস ডাউনলোডের লিংক পাচ্ছি না।
এই প্রতিবেদনে দাখিলের সর্ট সিলেবাসের লিংক দেওয়া আছে।
দাখিল সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ খুব দরকার।
দাখিল ২০২৩ এর সিলেবাসের সংগ্রহের লিংক এই প্রতিবেদনে সংযুক্ত আছে।
২০২৩ সংক্ষিপ্ত সিলেবাস দাখিল দরকার
এই প্রতিবেদনে দাখিলের ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে।