দাখিল ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

দাখিল পরীক্ষার ফরম পূরণের অব্যয়িত বোর্ড ও কেন্দ্র ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা। মাদ্রাসা বোর্ড ফরমফিলাপের যত টাকা ফেরত দিচ্ছে তার হিসাব জানুন।

২০২১ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের যত টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফরম পূরণের অব্যয়িত বোর্ড ও কেন্দ্র ফি এর টাকা ফেরত দিচ্ছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাখিলের ফরম পূরণের আংশিক টাকা ফেরতের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ৪ নভেম্বর ২০২১ খ্রি. তারিখে বোর্ড কর্তৃক টাকা ফেরতের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবারে সংক্ষিপ্ত পরিসরে দাখিল পরীক্ষা অনুষ্ঠানের কারণে পরীক্ষার্থীদের ফরম পূরণের আংশিক টাকা ফেরত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ৫৩৩ তম সভায়, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের ফরমফিলাপের টাকা ফেরতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ড সাধারণ বোর্ডের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরতের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

দাখিল পরীক্ষা ২০২১ এর ফরমফিলাপের টাকা ফেরতের হিসাব

দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীরা যেসব বিষয়ে ফরমফিলাপ করেছে অথচ পরীক্ষা হবে না, সেসব পত্র প্রতি (তত্ত্বীয়) ৩০ টাকা হিসাবে টাকা ফেরত পাবেন।

ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে (আইসিটি ব্যতিত) বোর্ডের আদায়কৃত ফি হতে ২০ টাকা ফেরত পাওয়া যাবে। আইসিটি বিষয়ের ক্ষেত্রে ব্যবহারিক বোর্ড ফি ৩০ টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা। আর চতুর্থ বিষয়ের ব্যবহারিক থাকলে বোর্ড ফি ৩০ টাকা ফেরত পাওয়া যাবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা কেন্দ্র ফি বাবদ ১০০ টাকা ফেরত পাবেন। আইসিটি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক আদায়কৃত ২৫ টাকা এবং চতুর্থ বিষয়ে আদায়কৃত ১০ টাকা ফেরত দিবে।

আর যেসব পরীক্ষার্থীরা ফরমপূরণ করেছে অথচ পরীক্ষা দিতে হবে না, তারা কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৪০০ টাকা ফেরত পাবেন।

আইসিটি বিষয়ে আরো ২০ টাকা ও প্রতিষ্ঠান কর্তৃক আদায় করা চতুর্থ বিষয়ের ব্যবহারিকের ১০ টাকা ফেরত পাবেন।

দাখিল পরীক্ষার্থীদের টাকা ফেরতে নির্ভুল হিসাব পাওয়া যাবে মাদ্রাসা বোর্ডের নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে। এখান থেকে আপনারা নিজের ফেরত পাওয়া টাকা হিসাব পাবেন।

আরো পড়ুন: মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রুটিন ২০২১ (দাখিল স্তর ৬ষ্ঠ-১০ম শ্রেণি)

দাখিল পরীক্ষা ২০২১ ফরম-ফিলাপের টাকা ফেরতের হিসাব

২০২১ সালে অনুষ্ঠিতব্য দাখিল ফরম পূরণের টাকা ফেরতের তথ্যের জন্য উপরোক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন। কোন বিষয়ে না বুঝতে পারলে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

আরো দেখুন:

দাখিল পরীক্ষার মানবন্টন (নম্বর বন্টন) নির্দেশিকা ২০২১

২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

“দাখিল ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন