২০২৩ সালের সকল সরকারি-বেসরকারি ব্যাংক ছুটির তালিকা (pdf) প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বছরের যেসব দিনে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা বন্ধ থাকবে তার ক্যালেন্ডার সংগ্রহ করুন।
২০২৩ সালের ব্যাংক ছুটির তালিকা PDF (সরকারি-বেসরকারি তফসিলি ব্যাংক বন্ধের দিন)
২০২৩ সালের দেশের সকল সরকারি-বেসরকারি তফসিলি বাণিজ্যিক ব্যাংকে ছুটির তালিকার পিডিএফ কপি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bb.org.bd), ১৩ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে ব্যাংক ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
ব্যাংকের পরিচালক (ডিওএস) মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত ব্যাংকের ছুটি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে, ব্যাংক ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি ছুটির তালিকার সাথে মিল রেখে, ২ দিন ব্যাংক হলিডে যুক্ত করে মোট ২৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। ২০২৩ সালের সরকারি ছুটি মোট ২২ দিন। এর সাথে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে মিলে দেশের সকল ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে।
বিঃ দ্রঃ- ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি ১৫ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে কার্যকর হচ্ছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বলবৎ থাকবে। ব্যাংকের লেনদেনের সময়সূচি সম্পর্কে জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
ব্যাংক ছুটির ক্যালেন্ডার ২০২৩ (সকল বাণিজ্যিক ব্যাংক বন্ধের তালিকা)
বাংলাদেশ ব্যাংকের জারিকৃত ছুটির নির্দেশনা অনুসারে, যে সব দিনে দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে তার তালিকা নিচের অনুচ্ছেদে দেখুন। আজকের দিনে ব্যাংক বন্ধ কি না তা জেনে নিন।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস।
৮ মার্চ শবে বরাত।
১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস।
১৪ এপ্রিল বাংলা নববর্ষ।
১৯ এপ্রিল শবে কদর।
২১ এপ্রিল জুমাতুল বিদা।
২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর।
১ মে মহান মে দিবস।
৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।
২৮-৩০ জুন ঈদুল আজহা।
১ জুলাই ব্যাংক হলিডে।
২৯ জুলাই আশুরা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী,
২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.)।
২৪ অক্টোবর দূর্গাপূজা (বিজয়া দশমী)।
১৬ ডিসেম্বর বিজয় দিবস।
২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন)।
৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
উপরোক্ত দিবস ও তারিখে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ এসব দিনগুলোতে কোনো ব্যাংক লেনদেন হবে না।
তবে ধর্মীয় ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ার কারণে এগুলো পরিবর্তন হতে পারে।
নিচের অনুচ্ছেদে ব্যাংকের ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বাংক ছুটির তালিকার অনুলিপি যুক্ত করা হয়েছে। প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করে রাখুন।
উপরের অনুচ্ছেদে যুক্ত ব্যাংকে ছুটির তালিকা দেখতে কোন অসুবিধা হলে এর মূল কপি পাওয়া যাবে নিচের লিংক থেকে।
Bangladesh Bank Holiday List PDF Download Link 2023
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংক বন্ধের অরিজিনাল ক্যালেন্ডার সংগ্রহ করতে নিচের লিংকটি ব্রাউজ করুন।
https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/nov132022dosl36.pdf
২০২৩ সালের ব্যাংক ছুটির তালিকা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf
তথ্যসূত্র-