Home » কারিগরি বোর্ড ভোকেশনাল ফরম ফিলাপ (এসএসসি-দাখিল) ২০২২

কারিগরি বোর্ড ভোকেশনাল ফরম ফিলাপ (এসএসসি-দাখিল) ২০২২

ভোকেশনাল ফরম ফিলাপ (এসএসসি-দাখিল) ২০২২

২০২২ সালের কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার ফরম ফিলাপ ১৩-২২ এপ্রিল পর্যন্ত। ভোকেশনাল পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি ও ফি এর হার সম্পর্কে জানুন।

কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার ফরম ফিলাপ ১৩-২২ এপ্রিল ২০২২

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু হয়েছে। বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ২৭ মার্চ তারিখে ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষার ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আঃ রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ভোকেশনালের ফরম পূরণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল, চলবে ২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

এসএসসি ফরম ফিলাপ ২০২২: SSC eFF Form Fill up 2022

দাখিল ফরম ফিলাপ ২০২২: Dakhil eFF Form Fill-up 2022

কারিগরি বোর্ড ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি

১. অনলাইনে TC, PC নম্বর Entry ০৩/০৪/২০২২ খ্রি. হতে ০৭/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

২. অনলাইনে ফরম ফিলাপ করা যাবে ১৩/০৪/২০২২ খ্রি. হতে ২২/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

৩. বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৩/০৪/২০২২ খ্রি. হতে ২৫/০৪/২০২২ খ্রি. তারিখ  পর্যন্ত।

৪. সোনালী সেবার মাধ্যমেফরম ফিলাপ ফি জমা ২৬/০৪/২০২২ খ্রি. হতে ২৮/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত সময়সূচি নিচের বিজ্ঞপ্তি হতে দেখুন।

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার বোর্ড ফি এর হার

ভোকেশনাল এসএসসি-দাখিল নিয়মিত পরীক্ষার্থীদের নিকট হতে পরীক্ষার ফি, নন্বরপত্র ফি, বাস্তব প্রশিক্ষণ ফি ও সনদপত্র ফি বাবদ মোট (৪০০+৬০+৭০+১০০) = ৬৩০.০০ (ছয়শত ত্রিশ টাকা) হারে  বোর্ডে জমা দিতে হবে।

অনিয়মিত পরীক্ষার্থীদের নিকট থেকে পরীক্ষার ফি ও নম্বরপত্র ফি বাবদ (৪০০+৬০)= ৪৬০.০০ (চারশত ষাট) টাকা হারে বোর্ড ফি জমা দিতে হবে।

নিয়মিত পরীক্ষার্থী বলতে যাদের সেশন ২০২০ তাদের বুঝাবে এবং অনিয়মিত পরীক্ষার্থী বলতে সেশন ২০২০ এর পূর্বের সেশন
বুঝাবে।

২০২১ সালের শিক্ষার্থী প্রতি ১০০.০০ হারে মোট টাকা, ২০২২ সালের ফরম পূরণের মোট টাকা হতে বিয়োগ করে অবশিষ্ট
টাকা সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে। ফরম পূরণের ফি এর বিবরণীতে (Summary List) সমন্বয় করা হবে।

নিচের বিজ্ঞপ্তি হতে পরীক্ষার্থী প্রতি খাতওয়ারি ফরম ফিলাপের ফি এর হার দেখুন।

২০২২ সালের এসএসসি-দাখিল পরীক্ষার সময় ও মানবন্টন (নম্বর বন্টন)

কারিগরি বোর্ডের ফরম পূরণ বিজ্ঞপ্তিতে ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার নম্বরবণ্টন প্রকাশ করা হয়েছে।

ক. ০২ ঘন্টার পরীক্ষা ১.৩০ ঘন্টা এবং ০৩ ঘন্টার পরীক্ষা ০২ ঘন্টা সময়ে অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ প্রশ্নপত্রে উল্লেখিত সময়ে পরীক্ষা
হবে।

খ. প্রশ্নপত্রে উল্লেখিত পূর্ণমানের যে কোন বিভাগ মিলিয়ে ৫০% (অর্ধেক) নম্বরের উত্তর প্রদান করতে হবে। তবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের সবগুলো (ক, খ, গ, ঘ) অংশের উত্তর ধারাবাহিক ভাবে দিতে হবে।

কারিগরি বোর্ড ভোকেশনাল ফরম ফিলাপ (এসএসসি-দাখিল) বিজ্ঞপ্তি ২০২২

এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম ফিলাপ করা আগে এর বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সকল নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোকেশনাল ফরম ফিলাপ (এসএসসি-দাখিল) বিজ্ঞপ্তি ২০২২

এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার বোর্ড ফি এর হার 2022

২০২২ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার ফরম ফিলাপ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি-দাখিল ভোকেশনালের কোন কোন বিষয়ের পরীক্ষা হবে?

ভোকেশনাল ছুটির তালিকা ২০২২ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 Comments

  1. আমি কারিগরি ফরমপিলাপ করতে পারি নাই। আমার মত অনেক ছাএ কারিগরি ফরমপিলাপ করতে পারে নাই। আমরা চাই কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হোক।আমি কর্তৃপক্ষ কাছে অনুরোধ জানাই।

    1. কারিগরি ফরম ফিলাপের সময় ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  2. আমি স্কুলে গিয়ে জিজ্ঞেস করে ছিলাম। কিন্তু স্যার বলেছেন কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হয়নি।আপনি বলছেন ১৭ মে পযন্ত বাড়ানো হয়েছে। তাহলে আমি ফরমপিলাপ করতে পারি নাই কেন।

  3. আমি কারিগরি ফরমপিলাপ করতে পারি নাই। পারিবারিক ও আর্থিক সমস্যার জন্য । আমি সময় মত ফরমপিলাপ করতে পারি নাই। আমার মত অনেক ছাএ কারিগরি ফরমপিলাপ করতে পারে নাই। আমরা চাই কারিগরি ফরমপিলাপ মেয়াদ বাড়ানো হোক।