সংশোধিত মাদ্রাসার ছুটির তালিকা, ক্লাস চলবে ২১ মার্চ পর্যন্ত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সংশোধিত মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন প্রকাশিত ছুটির তালিকা অনুসারে মাদ্রাসায় ক্লাস চলবে ৭ মার্চ থেকে ২১ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৫ মার্চ ২০২৪ খ্রি. তারিখে, মাদ্রাসার সংশোধিত ছুটির তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে পূর্বের ছুটির তালিকায় থাকা ৭ থেকে ২১ মার্চ তারিখের ছুটি বাতিল করা হয়েছে। এসব দিনে মাদ্রাসায় ক্লাস চলবে বলে জানানো হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাসিনা আক্তার মাদ্রাসার ছুটির সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছেন।

সংশোধিত মাদ্রাসার ছুটির তালিকার প্রজ্ঞাপন ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ী/ দাখিল/আলিম/ ফাজিল / কামিল মাদ্রাসা সমূহের জন্য ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে আগামী ০৭ মার্চ ২০২৪ তারিখ হতে ২১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত মোট ১৫ (পনেরো) দিন শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।”

আরো দেখুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৪ pdf [সরকারি বেসরকারি মাদ্রাসা]

সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৪ pdf

স্কুল ছুটির তালিকা ২০২৪ (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন