Home » সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: ভর্তি রেজাল্ট ২৮ নভেম্বর

সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: ভর্তি রেজাল্ট ২৮ নভেম্বর

স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন ফরম পূরণের তারিখ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে স্কুলের ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে ১৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, সরকারি বেসরকারি স্কুলের ভর্তি লটারির রেজাল্ট ২৮ নভেম্বর তারিখ সকাল ১১টার সময় প্রকাশ করা হবে। ভর্তি রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনগুলো পড়ুন।

সরকারি স্কুলের ভর্তি ফলাফল ২০২৪ (gsa.teletalk.com.bd)

বেসরকারি স্কুলে ভর্তি লটারি ফলাফল ২০২৪ দেখার নিয়ম

সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: ভর্তি রেজাল্ট প্রকাশ ২৮ নভেম্বর ২০২৩ তারিখে

২০২৪ শিক্ষাবর্ষের দেশের সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তির প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

১৭ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে, ভর্তির আবেদনের সময়সূচি, আবেদন ফি ও আবেদনের নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেশের সকল সরকারি স্কুল, জেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদন ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। বর্ধিত সময়ে আবেদন গ্রহণ চলবে ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. পর্যন্ত।

বরাবরের মত এবারও অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণ সম্পন্ন হলে, অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হবে।

বরাবরের মত এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। কেবলমাত্র ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। স্কুলে ভর্তি ফরম পাওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন।

সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আরো জানুন:

সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৩ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)

সরকারি স্কুলের ভর্তি ফলাফল ২০২৪ (gsa.teletalk.com.bd)

২০২৪ শিক্ষাবর্ষের স্কুল ভর্তি আবেদন ফরম পূরণের নিয়ম

২০২৪ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ২৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত (বর্ধিত সময়) ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ করা যাবে।

সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক প্রতিষ্ঠানের তালিকা পাবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।

ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে, দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

অনলাইনে স্কুল ভর্তি আবেদনের ঠিকানা-

https://gsa.teletalk.com.bd

উপরোক্ত ঠিকানায় দিয়ে সরকারি বিদ্যালয়ের ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একইভাবে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য একই ওয়েবসাইটে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি বাবদ ১১০/= টাকা। টেলিটক মোবাইলের এসএমএস-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এই ফি দিয়ে সর্বোচ্চ ৫টি  প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।

সরকারি স্কুলের ভর্তি আবেদন গ্রহণের পর ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্বাবধানে এই লটারি প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে বই উৎসবের মধ্য দিয়ে ভর্তিকৃত নুতন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

২০২৪ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৩ pdf

স্কুলের ৬ষ্ঠ-৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন ২০২৩

মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 Comments

  1. প্রধান শিক্ষক বলেছেন:

    পাসওয়ার্ড

    1. জান্নাতুল ফেরদৌস মিতু বলেছেন:

      আর কোনো ফরম কি পাওয়া যাবে না

  2. Jahangir kabir বলেছেন:

    একজন কি একইসাথে দুই জেলায়/বিভাগীয় শহরে আবেদন করতে পারবে।

    1. বিষয়টি আমাদের জানা নেই। আপনি আবেদন করে দেখতে পারেন।

  3. Mahmudul Hasan বলেছেন:

    6 ডিসেম্বরের পরে কি আবেদনের টাকা জমা দেওয়া যাবে?

    1. ভর্তি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু বরা হয়নি।

  4. John Doe বলেছেন:

    লটারি তে ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে আমার ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে। স্কুলে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?

    1. শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  5. ইসরাত জাহান পুর্ণতা বলেছেন:

    আবেদন করতে কি কি লাগবে?

    1. ছবি ও কিছু তথ্য লাগবে।

  6. রিটন চন্দ্র সরকার বলেছেন:

    কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। স্কুলে ২টি শিফ্ট রয়েছে। একটি স্কুলে একটি আবেদনের মাধ্যমে ২টি শিফট পছন্দ দেয়া যাবে কী?

    1. দেওয়া যাবে। কিন্তু সেটা দুই প্রতিষ্ঠান হিসাবে ধরবে।

  7. সাইফুল ইসলাম বলেছেন:

    সরকারি স্কুলে ৮ম শ্রেনীতে ভর্তির জন্য কোন স্কুলে কয়টা আসন খালী আছে কিবাবে দেখবো।

    1. এটা বোধ হয় আবেদনের সময় দেখা যায়।

  8. জেসমিন বলেছেন:

    আমার বাচ্চা বয়স ৩০শে অক্টোবর ৬ বছরে পড়বে ও কি লটারি পাবে

  9. HM Shahin বলেছেন:

    যারা এখনও আবেদন করার সুযোগ পায়নি, তারা কি আবার আবেদনের সুযোগ পাবে?

    1. আবার সময় বাড়ানো হলে আবেদন করা যেতে পারে।

  10. জান্নাতুল ফেরদৌস মিতু বলেছেন:

    এখন কি আর কোনো ফরম পাওয়া যাবে না ? দুইটা ফরম প্রয়োজন

    1. অনলাইনে আবেদনের সময় শেষ হয়েছে।