স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: মাধ্যমিক স্কুলের আবেদন ফরম পূরণ শুরু
স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্কুলের ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে। আবেদন ফি ১১০/= টাকা।
সরকারি-বেসরকারি স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: ভর্তির আবেদন ফরম পূরণ ১৬ নভেম্বর-৬ ডিসেম্বর পর্যন্ত
এক নজরে...
২০২৩ শিক্ষাবর্ষের দেশের সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তির প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১৪ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে, ভর্তির আবেদনের সময়সূচি, আবেদন ফি ও আবেদনের নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশের সকল মাধ্যমিক সরকারি স্কুল, জেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদন ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
বরাবরের মত এবারও অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণ সম্পন্ন হলে, অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হবে।
বরাবরের মত এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। কেবলমাত্র ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। স্কুলে ভর্তি ফরম পাওয়া যাবে না।
আরো জানুন:
সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২২: ১ম-৯ম শ্রেণির ভর্তির সময়সূচি
সরকারি স্কুলে ভর্তির বয়স ২০২৩ (১ম-৯ম শ্রেণির ভর্তির বয়সসীমা)
২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন ফরম পূরণ নিয়ম
২০২৩ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ করা যাবে।
অনলাইনে স্কুল ভর্তি আবেদনের ঠিকানা-
https://gsa.teletalk.com.bd
উপরোক্ত ঠিকানায় দিয়ে সরকারি বিদ্যালয়ের ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একইভাবে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য একই ওয়েবসাইটে ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি বাবদ ১১০/= টাকা, টেলিটক মোবাইলের এসএমএস-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এই ফি দিয়ে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
সরকারি স্কুলের ভর্তি আবেদন গ্রহণের পর ১০ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আর বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের ভর্তি লটারির রেজাল্ট ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৮ ডিসেম্বর তারিখের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
নিচের বিজ্ঞপ্তি থেকে সরকারি স্কুলের ভর্তি সম্পর্কে বিস্তারিত জানুন।
আরে বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিতে দেখুন ভর্তির বিস্তারিত তথ্য
২০২৩ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
বেসরকারি স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ (৬ষ্ঠ-৯ম শ্রেণি): আবেদনের সময়সূচি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি ও ছক ২০২২
তথ্যসূত্র-
পাসওয়ার্ড
একজন কি একইসাথে দুই জেলায়/বিভাগীয় শহরে আবেদন করতে পারবে।
বিষয়টি আমাদের জানা নেই। আপনি আবেদন করে দেখতে পারেন।
6 ডিসেম্বরের পরে কি আবেদনের টাকা জমা দেওয়া যাবে?
ভর্তি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু বরা হয়নি।
লটারি তে ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে আমার ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে। স্কুলে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।