কারিগরি জুন এমপিও ২০২৩: শিক্ষক-কর্মচারীদের বেতন চেক হস্তান্তর

কারিগরি জুন এমপিও ২০২৩: এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরির জুনের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১৭ জুলাই তারিখ পর্যন্ত।

কারিগরি জুন মাসের এমপিও ২০২৩: শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক হস্তান্তর

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন/২০১৩ খ্রিঃ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমার বেতনের সর্বমোট ১২(বার)টি চেক ১১/০৭/২০২৩খ্রিঃ তারিখে হস্তান্তর করা হয়েছে।

কারিগরি অধিদপ্তর সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক নোটিশে, জুন মাসের চেক ছাড়ের খবর নিশ্চিত করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ জুন মাসের বেতন ভাতা আগামী ১৭/০৭/২০২৩খ্রিঃ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।

আরো জানুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখুন

এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান]

নিচের অনুচ্ছেদে যুক্ত নোটিশে কারিগরির জুন মাসের বেতন-ভাতার স্মারক নাম্বার আছে। প্রয়োজনে লিখে রাখুন।

কারিগরি জুন এমপিও নোটিশ ২০২৩

কারিগরির শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিও শিট ২০২৩

কারিগরির শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিও শিটের কপি অনলাইনে পাওয়া যাবে। নিচের ঠিকানা হতে এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।

কারিগরির জুনের এমপিও শিটের কপি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা উত্তোলনে কোন সমস্যা হলে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক হস্তান্তর

কারিগরি ছুটির তালিকা ২০২৩ (বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন