HSC (Vocational) Exam Form Fill-up 2021: এইচএসসি (ভোক) ফরম-ফিলাপ

Technical Board HSC (Vocational) Exam Form Fill-up 2021: কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এইচএসসি (ভোকেশনাল) ফরম-ফিলাপ বিজ্ঞপ্তি দেখুন।

Technical Education Board HSC (Vocational) Exam Form Fill-up Notice 2021

কারিগরি শিক্ষা বোর্ড এর অধিন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি সমমান ভোকেশনাল পরীক্ষার ফরমপূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরি বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌ. মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসি(ভোকেশনাল) ফরমফিলাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bteb.gov.bd), ফরম-পূরণের বিজ্ঞপ্তি ১২/০৮/২০২১ খ্রি. তারিখে প্রকাশিত হয়। এরপর ১৪ সেপ্টেম্বর, ফরমফিলাপের সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, ২০২১ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি (ভোক) শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফরমপূরণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এখানে পরীক্ষার ফরম পূরণের ফি এর হার, অনলাইনে প্রেরণের পদ্ধতি ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

এইচএসসি (ভোকেশনাল) ফরমপূরণ এর সময় বর্ধিত করা হয়েছে

বর্ধিত সময় অনুযায়ী প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানো যাবে ১৬/০৯/২০২১ থেকে ২২/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত

এসএমএস প্রাপ্তির পর ফি পরিশোধ করা যাবে ২৬/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

বর্ধিত সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন বিজ্ঞপ্তি হতে।

এইচএসসি (ভোকেশনাল) ২০২১ ফরমপূরণ সময় বর্ধিতকরণ নোটিশ

পরীক্ষার সময়সূচী (রুটিন) ও কেন্দ্রের চুড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আরো জানুন: Alim Exam Form Fill-up 2021 | আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১

কারিগরি বোর্ড এইচএসসি (ভোকেশনাল) ফরম-ফিলাপ এর ফি এর হার

দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি বাবদ ১০৬৫/= (এক হাজার পয়ষট্টি টাকা) প্রদান করতে হবে।

একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য ৯৬৫/= (নয় শত পয়ষট্টি টাকা) পরিশোধ করতে হবে।

ফরম পূরণের খাতওয়ারি ফি এর হার সম্পর্কে, বিজ্ঞপ্তির ২ নম্বর অনুচ্ছেদে বিস্তারিত বলা হয়েছে।

বোর্ডের সকল পাওনা পরীক্ষার্থীদের অনলাইনে সোনালী সেবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে অর্থ পরিশোধের যথাযথ প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।

পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে জানানো হয়েছে। এবিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

আরো পড়ুন: কারিগরি অ্যাসাইনমেন্ট: এসএসসি-দাখিল (ভোক) এইচএসসি (বিএম-ডিপ্লোমা)

BTEB HSC (Vocational) Exam Form Fill-up Notice 2021

কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফরম-ফিলাপ বিজ্ঞপ্তিতে ফরমফিলাপের যাবতীয় প্রক্রিয়া ও পদ্ধতির বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে ফরমপূরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

BTEB HSC (Vocational) Exam Form Fill-up Notice 2021

এইচএসসি (ভোকেশনাল) ফরম-ফিলাপ নোটিশ ২০২১

কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ফরম-ফিলাপ সম্পর্কে জানতে আমাদের কাছে লিখতে পারেন। আর লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: HSC Exam Online Form Fill-up 2021 (All Education Board)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১৪/০৯/২০২১ খ্রি. তারিখ ০৮:৩২ অপরাহ্ন।

“HSC (Vocational) Exam Form Fill-up 2021: এইচএসসি (ভোক) ফরম-ফিলাপ”-এ 20-টি মন্তব্য

  1. আমাদের কলেজ থেকে অনেক টাকা নিচ্ছে । তারা আমাদের কাজ থেকে ২৪০০ টাকা নিচ্ছে । আমি এখন কি করতে পারি ? দয়া করে আমাকে সাহায্য করেন ।

    জবাব
    • আমার বাসা নাটোর বনপাড়া
      আমি কালিকাপুর বনপাড়া কৃষিও কারিগরি কলেজের 2021 H.S.C. ছাএ
      আমাদের কলেজে 2200 টাকা চাছে
      এইখেতে আমরা কি করতে পারি
      আমাদেরকে জানানোর জনো অনুরোধ করা হলো ……?

    • এর মধ্যে প্রতিষ্ঠানের পাওনা আছে কীনা তা জানার চেষ্টা করুন। বোর্ড ফি এর বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে জানানো হয়েছে।

    • এর মধ্যে প্রতিষ্ঠানের পাওনা আছে কীনা তা জানুন। বোর্ড ফি এর অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট বোর্ড অথবা স্থানীয় প্রশাসনকে জানান্ ধন্যবাদ।

  2. আমি ২০২১ এইস এস সি পরীক্ষারথী , তো আমি কোনো এক সমস্যার কারনে সঠিক সময়ে ফরম ফিলাপ করতে পারি নাই। এখন আমি করতে চাই তো টাইম ওভার হয়ে গেছে, আমার কলেজর পিনসিবালকে বলছি ওরাও কিছু করছে না, তাহলে এখন কি আমি পরীক্ষা দিতে পারবো না,,, ?

    জবাব
  3. আমার কলেজ থেকে ১ বর্ষে ১২ মাসের বেতন নিছে
    এখন ২য় বর্ষে আবার ২৪ মাসের বেতন নিতেছে
    এখন কেউ কি বোডের দেওয়া নোটিশ টা দিতে পারবেন যেই নোটিশে ১ম ও ২য় বর্ষ মিলিয়ে ২৪ মাসের বেতনের কথা উল্লেখ আছে সেই নোটিশটা স্কিব শট দিয়ে দিতে পারলে খুবই উপকার হবে

    জবাব

মন্তব্য করুন