HSC (BM) Diploma-in-Commerce Form Fill-up 2021 (Technical Board)

HSC (BM) Diploma-in-Commerce Exam Form Fill-up 2021 (Technical Education Board-BTEB): এইচএসসি (বিএম) ডিপ্লোমা-ইন-কমার্স ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১।

একই সাথে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ফরমপূরণ শুরু হচ্ছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

HSC (Vocational) Exam Form Fill-up 2021: এইচএসসি (ভোক) ফরম-ফিলাপ ২০২১

Technical Education Board HSC (BM) Diploma-in-Commerce Form Fill-up 2021

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ সালের এইচএসসি (বিএম), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এইচএসসি (বিএম) এর একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষের চুড়ান্ত পরীক্ষার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনলাইনে ফরমপূরণ করতে হবে।

কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌঃ মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এইচএসসি (বিএম) ও ডিপ্লোমার পরীক্ষার্থীদের ফরমফিলাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) ফরম পূরণের বিজ্ঞপ্তি ১২/০৮/২০২১ খ্রি. তারিখে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে পরীক্ষার্থী নির্ধারণ, ফরমফিলাপের নিয়ম, পরীক্ষার্থীদের ফি পরিশোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

তবে ১৪ সেপ্টেম্বর, এইচএসসি (বিএম, ভোক) ও ডিপ্লোমা-ইন-কর্মাস পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে

আরো পড়ুন: কারিগরি অ্যাসাইনমেন্ট: এসএসসি-দাখিল (ভোক) এইচএসসি (বিএম-ডিপ্লোমা)

HSC (BM) Diploma-in-Commerce Form Fill-up 2021: ফরমফিলাপের সময়সূচী (বর্ধিত সময়)

২০২১ সালের এইচএসসি (বিএম), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফরমপূরণ ২০ আগস্ট ২০২১ খ্রি. তারিখ শুরু হয়।

বর্ধিত সময়সূচী অনুযায়ী, প্রতিষ্ঠান কর্তৃক এসএমএস প্রেরণ করা যাবে ১৬/০৯/২০২১ থেকে ২২/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

এসএমএস প্রাপ্তির পর হতে ২৬/০৯/২০২১ খ্রি. তারিখের মধ্যে ফরম পূরণের ফি অনলাইনে প্রদান করতে হবে।

এইচএসসি (বিএম, ভোকেশনাল) ও ডিপ্লোমা ফরমফিলাপের সময়সূচী (বর্ধিত সময়)

আরো জানুন: Alim Exam Form Fill-up 2021 | আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১

কারিগরি বোর্ডের ২০২১ সালের এইচএসসি (বিএম) ডিপ্লোমা-ইন-কমার্স ফরম ফিলাপ ফি এর হার

বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফরমফিলাপের ফি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এখানে নিয়মিত/অনিয়মিত ও পরিপূরক পরীক্ষার্থীদের ফি এর হারে কিছুটা পার্থক্য রয়েছে।

পরীক্ষার্থীদের নিকট থেকে বোর্ড ফি সমূহের হার (মোট টাকা)

১ম ও ২য় বর্ষের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মোট ১০৬৫/= (এক হাজার পয়ষট্টি টাকা) পরিশোধ করতে হবে।

১ম বর্ষের পরিপূরক পরীক্ষার্থীদের ৩৬৫/= (তিন শত পয়ষট্টি টাকা) বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এখানে কেবলমাত্র ১ ও ২য় বর্ষের নিয়মিত/অনিয়মিত ও পরিপূরক পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের মোট ফি এর হার দেখানো হলো।

অন্যান্য পরীক্ষার্থী ও খাতওয়ারি ফরমফিলাপের ফি এর হার দেখুন বিজ্ঞপ্তির ২ নম্বর অনুচ্ছেদ হতে।

ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে। এবিষয়ে বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে।

২০২১ সালের এইচএসসি (বিএম) ডিপ্লোমা-ইন-কমার্স ফরম ফিলাপ বিজ্ঞপ্তি

নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে ফরম পূরণের যাবতীয় নির্দেশনা ও তথ্য দেওয়া আছে। ফরমপূরণ প্রক্রিয়ায় অংশগ্রহণের আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

HSC (BM) Diploma-in-Commerce Form Fill-up Notice 2021

এইচএসসি (বিএম) ডিপ্লোমা-ইন-কমার্স ফরম ফিলাপ বিজ্ঞপ্তি ২০২১

এইচএসসি (বিএম) ডিপ্লোমা-ইন-কমার্স ফরম ফিলাপ সম্পর্কীত তথ্যের প্রয়োজনে, বিজ্ঞপ্তির শেষে একটি ফোন নম্বর যুক্ত করা আছে। অফিস চলাকালীন সময়ে ফোন করে ফরমপূরণ সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন।

আরো পড়ুন: HSC Exam Online Form Fill-up 2021 (All Education Board)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ১৪/০৯/২০২১ খ্রি. তারিখ ০৯:২২ অপরাহ্ন।

“HSC (BM) Diploma-in-Commerce Form Fill-up 2021 (Technical Board)”-এ 33-টি মন্তব্য

  1. আমাদের ২৬৫০ টাকা ফরম ফিলাপের জন্য দিতে বলছে। ফুলবাড়ী বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজ দিনাজপুর। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি

    জবাব
    • আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন। আপনি চাইলে সংশ্লিষ্ট বোর্ড কিংবা স্থানীয় প্রশাসনে অভিযোগ করতে পারেন। ধন্যবাদ।

  2. আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা একজন সি এন জি চালক, সিটি আইডিয়াল স্কুল এন্ড বি এম কলেজ (রামপুরা বাজার) থেকে আমি এবার এইচ এস সি দিচ্ছি, ওখানকার অধ্যাক্ষ নিশি কান্ত দাস ৫০০০ টাকা ফর্ম ফিলাপের জন্য দাবি করছে, যেটা দেয়া আমাদের সাধ্যের বাইরে, তার মন্তব্য হচ্ছে তিনি ৫০০০ টাকা না পেলে পরিক্ষা দিতে দিবেন না, আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, উপরোক্ত বিষয়টি নজরে আনার জন্য।

    জবাব
    • আপনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বোর্ডে অভিযোগ করতে পারেন। এছাড়া স্থানীয় প্রশাসনে জানিয়ে এর প্রতিকার চাইতে পারেন। ধন্যবাদ।

  3. আমি আদিতমারী সরকারি কলেজের বিএম দ্বাদশ শ্রেণি একজন ছাত্র আমাদের কলেজে ১৭৮৫ টাকা ফরম ফিলাপ এর টাকা ধরছে। কিন্তু বোর্ড কত টাকা ধরছে তা একটু জানাবেন।

    জবাব
    • বোর্ডের নির্দেশনার বাইরে বেশী অর্থ আদায় করলে, সংশ্লিষ্ট বোর্ড অথবা স্থানীয় উপজেলা প্রশাসনে অভিযোগ করুন। ধন্যবাদ।

    • বোর্ড ফি ও প্রতিষ্ঠানের পাওনা ধরে হিসাবটা করা হয়েছে কীনা-তা জানুন। বোর্ড ফি এর অতিরিক্ত নিলে সংশ্লিষ্ট বোর্ডে অভিযোগ করুন। ধন্যবাদ।

  4. আমাদের থেকে ২৯৬০ টাকা নিতে চায় । আমিকি করতে পারি ১০৬৫ কোথায় আর ২৯৬০ কোথায়।৩৩৩ এ অথবা ৯৯৯ কল করে অভিযোগ দিলে কি সঠিক বিচার পাবো??? এরা তো ডাকাতি করলে তাও মানাইতো দিন দুপুরে জবাই করতেছে আমাদের

    জবাব
    • বোর্ডের নির্ধারিত ফি এর বেশী নিলে, সংশ্লিষ্ট বোর্ড অথবা স্থানীয় উপজেলা প্রশাসনে অভিযোগ করতে পারেন। তবে মোট অর্থের মধ্যে প্রতিষ্ঠানের পাওনা আছে কীনা তা জানার চেষ্টা করুন। ধন্যবাদ।

  5. সরকার ১০৬৫ টাকা নেওয়ার নির্দেশ দিয়েছে,কিন্তু রাজশাহী বোর্ডে নওগাঁ জেলার,মাতাজি হাট করেছে ১৯০০ টাকা করে নিচ্ছে,আমি মধ্যবৃত্ত পরিবারের ছেলে,আমি এত টাকা কই পাবো,,,আপনাদের কাছে অনুরধ এই বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করেন

    জবাব
  6. এইচএসসি বিএম ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা 2021 ফরম পূরণ নোটিশ কাগজে আমার নাম আসে নাই। আরও অনেকেরই নাম আসে নাই। আবার যাদের এসেছে তারা ফরম করেছে।উক্ত বিষয়টিকে দেখার জন্য ঊর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

    জবাব
    • প্রতিবেদনে যুক্ত বিজ্ঞপ্তিতে ফোন নম্বর দেওয়া আছে। এছাড়া কারিগরি বোর্ডে ওয়েবসাইট থেকে তাদের ফোন নম্বর সংগ্রহ করে বিষয়টি বোর্ডে জানাতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন