Home » January MPO 2022: স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

January MPO 2022: স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

January MPO 2022 (স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি)

January MPO 2022: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের এমপিও প্রকাশ ও বেতনের চেক ছাড় করা হয়েছে।

January MPO 2022 (জানুয়ারি এমপিও): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতন-ভাতা হস্তান্তর

২০২২ সালের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড় করেছে অধিদপ্তরগুলো। এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের নতুন বছরের প্রথম এমপিও সহ বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

২৭ জানুয়ারি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২২ মাসের বেতন-ভাতা ব্যাংকে হস্তান্তর করেছে।

২ ফেব্রুয়ারি, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতনের চেক ছাড়ের নিশ্চিত খবর পাওয়া গেছে।

সবশেষ ৭ ফেব্রুয়ারি, কারিগরি প্রতিষ্ঠানের বেতন-ভাতা ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বেতন-ভাতা ছাড়ের নোটিশ নিচের অনুচ্ছেদে দেখুন।

আরো পড়ুন:

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখবেন কীভাবে?

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

জানুয়ারি এমপিও ২০২২: মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হস্তান্তর

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

২০২২ সালের জানুয়ারি মাসের এমপিও সহ বেতনের চেক ২৭ জানুয়ারি অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত চেক ছাড়ের বিজ্ঞপ্তি, অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাদ্রাসার জানুয়ারি মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে থেকে উত্তোলন করা যাবে ৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

Dakhil Assignment 2022: দাখিল পরীক্ষার্থীদের সাপ্তাহিক এসাইনমেন্ট

Alim Assignment 2022: আলিম পরীক্ষার্থীদের সাপ্তাহিক এসাইনমেন্ট

বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নং উল্লেখ আছে। আর এপিও শিট সংগ্রহের লিংক পাওয়া যাবে নিচের অনুচ্ছেদ থেকে।
জানুয়ারি মাদ্রাসা এমপিও ২০২২

Madrasah January MPO Sheet 2022: মাদ্রাসা জানুয়ারি এমপিও সীট ২০২২

নিচের লিংক থেকে জানুয়ারি মাসের এমপিও সীট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/129_fEw50jz57ShC9aEcA91lIMmAjAL3d?usp=sharing

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের চেক ছাড় ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ শিক্ষা অধিদপ্তরে জানুয়ারি মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়।

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের বেতন-ভাতার স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৭৬৪/৪, তারিখ: ০২/০২/২০২২

স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতনের নোটিশ ২০২২

স্কুল-কলেজ জানুয়ারি এমপিও শিট ২০২২: School-College January MPO Sheet 2022

নিচের লিংক থেকে স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1xJ1R0tHFylmWMYF29bXhU6qAehh0I6im?usp=sharing

কারিগরি প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

কারিগরি প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতন ও এমপিও সিট প্রকাশ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে কারিগরি জানুয়ারি মাসের বেতনের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে এখান থেকে তা সংগ্রহ করুন।

কারিগরি প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের বেতন ২০২২

Technical January MPO Sheet 2022: কারিগরি জানুয়ারি মাসের এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে জানুয়ারি মাসের এমপিও শিটের কপি সংগ্রহ করা যাবে।

http://www.techedu.gov.bd/site/view/notices

২০২২ সালের জানুয়ারি মাসের বেতন ও এমপিও সংক্রান্ত যে কোন তথ্যের জন্য প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

মাদ্রাসা-কারিগরি শিক্ষা অনুদান ২০২২ (শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান)

মাদরাসা এমপিও শীট সংশোধন আবেদনে অধিদপ্তরের নতুন নির্দেশনা

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৮/০২/২০২২ খ্রি. তারিখ ০৯:১০ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।