বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইনে আবেদন ২৪ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড ২১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে, ভর্তির যোগ্যতা, অনলাইন আবেদনের সময়সীমা, প্রশ্নের মানবন্টন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ থেকে। ভর্তি আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ব্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে। ৬টি বিভাগে ও একটি জেলার কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে।

আরো জানুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

মেডিকেল কলেজ ভর্তি ২০২৪ (এমবিবিএস ১ম বর্ষ)

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়: এক নজরে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সমুদ্র বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। নীল অর্থনীতির জ্ঞান অর্জনের লক্ষ্যে এখানে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকার মিরপুর ১২-তে (পল্লবী) অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে।চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ১০৬.৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক নির্মাণ কাজ চলছে।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট: https://bsmrmu.edu.bd/

ভর্তি ওয়েবসাইট: https://applyonline.bsmrmu.edu.bd

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের যে সব ফ্যাকাল্টিতে ভর্তি করা হবে

দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নিম্নের ফ্যাকাল্টি গুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স।

ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন।

ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

ফ্যাকাল্টি ভিত্তিক ভর্তির বিষয় সমূহের তালিকা নিচের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানুন।

ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি (তারিখ)

বরাবরের মত এবারও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পাদন করা হবে।

ভর্তি আবেদনের ঠিকানা: https://applyonline.bsmrmu.edu.bd

এবার প্রতিটি ফ্যাকাল্টির আবেদন ফরমের মূল্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ হতে। অনলাইনে ভর্তি আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

মেরিটাইম বিশ্ববিদ্যালের ভর্তি পরীক্ষা ২ ও ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। ৬টি বিভাগে ও ১টি জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১০ মার্চ ২০২৪ খ্রি. তারিখ থেকে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিচের ফ্যাকাল্টি ভিত্তিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা  উল্লেখ করা হলো-

ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স

বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি

বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ

(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম G.P.A- 4.00 সহ উত্তীর্ণ হতে হবে।

(খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে “A” Grade এবং অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি

বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশাের ইঞ্জিনিয়ারিং

(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানে পরীক্ষায় ন্যূনতম GPA- 4.00 সহ উত্তীর্ণ হতে হবে।

(খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে “A” Grade থাকতে হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।

ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি

এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’

যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA- 3.5 সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।

ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন

বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস

যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA- 3.5 সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।

বিঃ দ্রঃ ভর্তির যোগ্যতা সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে নিচের যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি পড়ুন।

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এইচএসসি সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রতিটি অনুষদে ৯০ মিনিটের মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধরণ হবে নৈর্ব্যত্তিক ও সংক্ষিপ্ত রচনামূলক।

bsmrmu admission circular 2024pdf: মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪

সতর্কতা: ২০২৪ সালের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। এখানে অনলাইন ভর্তি আবেদনের তারিখ, ভর্তি যোগ্যতা সহ ভর্তির যাবতীয় তথ্য দেওয়া আছে। ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তিতে চোখ রাখুন।মেরিটাইম বিশ্ববিদালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আরো জানতে আমাদের লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪ [সকল ইউনিট]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি তথ্য ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য (সার্কুলার) ২০২৩-২০২৪

তথ্যসূত্র-

BSMRMU.

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪”-এ 21-টি মন্তব্য

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ সেশনে সম্পূর্ণ সিলেবাসে না HSC ২০২১ সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে হবে।Please একটু জানাবেন।

    জবাব
    • ভর্তি বিজ্ঞপ্তিতে সকল তথ্য প্রকাশ করা হয়েছে। এর বাইরে আমাদের কাছে নতুন কোন তথ্য নেই।

  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি লিখিত আছে? যদি থাকে তাহলে কোনটায় কত এবং কিভাবে একটু জানাবেন কেউ।

    জবাব
    • 60 mark wr written aca.
      bangla..20
      eng.. 20
      general knowledge..20

    • মেরিন ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কস আছে কি?

    • মেরিটাইম ভর্তি বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা নেই। প্রশ্নপত্রে বিষয়টি লক্ষ করতে পারেন।

  3. মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি ইংলিশ ভার্সনে করে নাকি বাংলা ভার্সন? নাকি মিক্সড ভার্সন থাকবে?

    জবাব
    • ভর্তি বিজ্ঞপ্তি দেখুন। সেখানে মেরিটাইম ভর্তি পরীক্ষার বিষয় ও পদ্ধতি নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

  4. মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের খরচ কেমন?

    জবাব
    • এই বিষয়ে সঠিক তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে তথ্যগুলো সার্চ করুন।

  5. এখানে পড়তে খরচ কেমন হয়।

    জবাব
    • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিষয়ের তথ্য খোঁজ করুন।

  6. চট্রগাম এর কোন জায়গায় এই এক এক্সাম টা হয়ে থাকে?

    জবাব
    • প্রবেশপত্রে এ বিষয়ে তথ্য থাকবে।

  7. আমার HSC te 4.75…. biology তে A-….. আমি কি বঙ্গবন্ধু মেরিটাইম এ পরিক্ষা দিতে পারব…?

    জবাব
    • ভর্তি সার্কুলারে যোগ্যতা নির্ধারন করা আছে। পড়ে দেখুন।

  8. আমি একটি আবেদন করি কাজী আফসানা নামে টাকা জমা দেই সব ঠিকঠাক। কিন্ত কনফার্ম মেসেজ আসে শিরিন শিলা নামে হট লাইন নাম্বারে কল দিলে কল রিসিভ করে নাই কেউ। এখন আমি কি করতে পারি

    জবাব
    • অফিস চলাকালীন সময়ে ফোন করে দেখুন। আর ইমেইলে যোগাযোগ করার ঠিকানা থাকলে প্রমাণ সহ ইমেইল করুন।

  9. calculator কি ব্যবহার করা যাবে?

    জবাব
  10. আসসালাম অলাইকুম
    বাংলা, ইংরেজি ও সাধারণজ্ঞানে কত করে মার্ক যদি বলতেন তাহলে উপকৃত হতাম।

    জবাব
    • বিজ্ঞপ্তি পদে দেখুন অথবা ভর্তি ওয়েবসাইটে তথ্য খোঁজ করুন।

মন্তব্য করুন