Home » এমপিও সংবাদ » অক্টোবর এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি চেক ছাড়

অক্টোবর এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি চেক ছাড়

অক্টোবর এমপিও ২০২১ (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি)

অক্টোবর এমপিও ২০২১ (October MPO 2021): বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের চেক ছাড় করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি অক্টোবর মাসের চেক ছাড়ের নোটিশ ২০২১

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের চেক ৩১ অক্টোবর ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

স্কুল-কলেজ এর অক্টোবর মাসের বেতনের চেক ১ নভেম্বর তারিখে হস্তান্তর করা হয়েছে।

সবশেষ ৪ নভেম্বর, কারিগরি অধিদপ্তরে শিক্ষক-কর্মচারীদের চেক ছাড় করা  (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।

আরো জানুন:

স্কুলের বার্ষিক পরীক্ষা নিতে শিক্ষা অধিদপ্তরের রুটিন (সময়সূচি)

মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রুটিন ২০২১ (দাখিল স্তর ৬ষ্ঠ-১০ম শ্রেণি)

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন চেক হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করেছে।

অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাসসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, অক্টোবর মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

৩১ অক্টোবর তারিখে, বেতন-ভাতার চেক হস্তান্তরের নোটিশ অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাদ্রাসার ২০২১ সালের অক্টোবর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ০৪/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে তা লিখে রাখুন। আর নিচের লিংক থেকে অক্টোবরের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

মাদ্রাসার অক্টোবর মাসের বেতন চেক ছাড়ের নোটিশ

আরো পড়ুন: MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখবেন কীভাবে?

Madrasah October MPO Sheet 2021: মাদ্রাসা অক্টোবর এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে অক্টোবরের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1MbZBo0xXx3_lJ5YCoEPXP26ZaEuS4rm4?usp=sharing

উপরের লিংকটি কপি করে ব্রাউজরে পেস্ট করে তা ব্রাউজ করলে এমপিও শিট পাওয়া যাবে। অধিদপ্তরের গুগল ড্রাইভে এমপিও শিট টপ সীট ও ভাউচার পাওয়া যাবে।

অক্টোবর এমপিও ২০২১: স্কুল-কলেজ এর অক্টোবর মাসের বেতনের চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।

১ নভেম্বর তারিখে অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি, অত্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ০৪/১১/২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

বেতন-ভাতার স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৮০৯১/৪ তারিখ : ১-১১-২০২১

নিচের অনুচ্ছেদে স্কুল-কলেজের অক্টোবরের এমপিও শিট সংগ্রহের লিংক দেখুন।

স্কুল-কলেজের অক্টোবর মাসের চেক ছাড়ের নোটিশ ২০২১

School-College October MPO Sheet 2021: স্কুল-কলেজের অক্টোবর মাসের এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে স্কুল-কলেজের অক্টোবরের এমপিও শিটের ভাউচার ও টপ সীট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1LlPYV7q-5fqLpDOMcMdrbvNPpA_bP6dd?usp=sharing

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়

কারিগরির বেতনের চেক ছাড় করা হয়েছে। ৪ নভেম্বর তারিখে, অধিদপ্তরের ওয়েবসাইটে অক্টোবর মাসের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে দেখুন। আর এমপিও শিট পাওয়া যাবে নিচের অনুচ্ছেদে যুক্ত লিংক থেকে।

কারিগরি অক্টোবর এমপিও শীট ২০২১: Technical October MPO Sheet 2021

নিচের লিংক থেকে এমপিও শিট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/

২০২১ সালের অক্টোবর মাসের বেতনের চেক ছাড়ের সবশেষ তথ্য জানাতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

Non-Govt. Teacher MPO | Monthly Pay Order News Update

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৪/১১/২০২১ খ্রি. তারিখ ০৪:৪০ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।