Home » এমপিও সংবাদ » আগস্ট এমপিও ২০২৩: শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের চেক হস্তান্তর

আগস্ট এমপিও ২০২৩: শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের চেক হস্তান্তর

এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের বেতন ২০২৩

আগস্ট এমপিও ২০২৩ (August MPO 2023): এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের চেক হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের নোটিশ ও এমপিও শিট প্রকাশের আপডেট খবর জানুন।

আগস্ট এমপিও ২০২৩: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের চেক হস্তান্তরের খবর

এমপিওভুক্ত বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের এমপিও শিট প্রকাশ ও বেতন-ভাতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর।

এরই মধ্যে ৩০ আগস্ট তারিখে, স্কুল-কলেজের আগস্ট মাসের বেতন-ভাতার চেক ছাড় ও এমপিও শিটের কপি প্রকাশ করা হয়েছে।

৫ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরে, আগস্ট মাসের চেক ছাড়ের নোটিশ ও এমপিও শিট প্রকাশ করেছে কারিগরি অধিদপ্তর।

সবশেষ ৫ সেপ্টেম্বর তারিখে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্টের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চেক ছাড়ের নোটিশ ও এমপিও শিট ডাউনলোডের লিংক প্রকাশ করা হয়েছে।

আরো জানুন:

Teacher MPO Notice 2023: Monthly Pay Order এমপিও নোটিশ

এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান]

August MPO 2023: স্কুল-কলেজের আগস্ট মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

৩০ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে আগস্ট মাসের বেতন-ভাতা হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত নোটিশে, আগস্টের বেতন-ভাতা হস্তান্তরের খবর নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ আগস্ট মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৭/০৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের আগস্ট মাসের বেতনের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭,০০১.২০২৩/৩৩৮১/৪, তারিখ:৩০/০৮/২০২৩ ইং।

স্কুল-কলেজের বেতনের চেক ছাড়ের নোটিশ দেখুন।

স্কুল-কলেজ আগস্ট এমপিও নোটিশ ২০২৩

School-College August MPO Sheet 2023: স্কুল-কলেজের আগস্ট এমপিও শিট ২০২৩

স্কুল-কলেজের আগস্ট মাসের এমপিও শিট শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া নিচের লিংক থেকে সরাসরি এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1Za9zftgzvqO0tC_5WHdL8z5f0_RGTqmE?usp=sharing

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক হস্তান্তর

দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার  চেক হস্তান্তর করা হয়েছে। ৫ সেপ্টেম্বর তারিখে মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ আগস্ট মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

মাদ্রাসার আগস্ট মাসের এমপিও স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২১৪ তারিখ ৫-৯-২০২৩ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসা আগস্ট মাসের এমপিও চেক ছাড়ের নোটিশ ২০২৩

মাদ্রাসার আগস্ট মাসের এমপিও শিট ২০২৩

মাদ্রাসার আগস্ট মাসের এমপিও শিট কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নিচের লিঙ্ক থেকে এমপিও সিটের কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/mobile/folders/156qp8YeYpEoFY2V53D4utdCFW9bJxZWr?usp=sharing

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের চেক ছাড়

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।

৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে, আগস্ট মাসের চেক ছাড়ের নোটিশ ও এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তবে কারিগরির আগস্টের বেতন-ভাতা হস্তান্তরের নোটিশে, ব্যাংক থেকে বেতন উত্তোলনের কোন তারিখ দেওয়া হয়নি।

কারিগরির বেতনের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-১০৯০,১০৯১,১০৯২,১০৯৩ তারিখ: ০৫/০৯/২০২৩ খ্রি.।

কারিগরির আগস্ট মাসের বেতনের নোটিশ দেখুন।

কারিগরি আগস্ট মাসের বেতনের নোটিশ ২০২৩

কারিগরির আগস্ট মাসের এমপিও সীট ২০২৩

প্রতিষ্ঠান প্রধানগণ তাঁর প্রতিষ্ঠানের এমপিও সীট ওয়েবসাইট হতে ডাউনলোড পূর্বক বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বরে জানানো হয়েছে।

নিচের লিংক থেকে সরাসরি আগস্ট মাসের এমপিও শিট ডাউনলোড করা যাবে।

https://dteportal.xyz/notice_dte/images/MPO_Sheet_August.html

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের খবর

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আগস্ট মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়নি। আমরা এই বিষয়ে আপডেট খবর পেলে এই প্রতিবেদনে তা তৎক্ষনাৎ প্রকাশ করবো।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট-২০২৩ মাসের চেক হস্তান্তর ও এমপিও শিট প্রকাশের আপডেট খবর জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখুন

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

2 Comments

  1. বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার মন্তব্য সংক্ষেপ এইযে, মাধ্যমিক স্কুলগুলোর সহকারী শিক্ষকরা ২য় উচ্চতরস্কেল পেয়েছেন কিন্তু দুঃখের বিষয় দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষকরা আজ পর্যন্ত ২য় উচ্চতরস্কেল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানাবেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।