আলিম পরীক্ষা 2022: সংক্ষিপ্ত সিলেবাস ও বিষয়-প্রশ্ন পত্রের নম্বর বিভাজন
আলিম পরীক্ষা 2022 এর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার বিষয় নির্ধারণ এবং প্রশ্ন পত্রের নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে। এবারের আলিম পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার বিষয়, সময় ও প্রশ্ন পত্রের পূর্ণমান কমিয়ে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে আলিমের রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
আলিম পরীক্ষা 2022: পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার বিষয় এবং প্রশ্ন পত্রের নম্বর বিভাজন
এক নজরে...
বৈশ্বিক কোভিড-১৯ প্রেক্ষিতে, ২০২২ সালের আলিম পরীক্ষা পুনর্বিন্যাসকৃত বিষয় ভিত্তিক পাঠ্যসূচি (সিলেবাস) অনুসরণ করে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
শুধু তাই নয়, আলিম পরীক্ষার বিষয়, সময় ও প্রশ্নপত্রের পূর্ণমান কমিয়ে এবারের পরীক্ষা অনুষ্ঠানের তথ্য বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে।
আলিম পরীক্ষার অনুষ্ঠানের বিষয়ে বোর্ড থেকে পরীক্ষার বিষয়, প্রশ্নপত্রের মানবন্টন, সময় ও নম্বর বন্টন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশীকায়, আলিমের সকল বিষয়ের নম্বর বিভাজনের তথ্য জানা গেছে।
২০২২ সালের আলিম পরীক্ষার নম্বর বন্টনের নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে, ৩ মার্চ ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।
আলিম পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেসব বিষয়ের নম্বর বন্টন ও পরীক্ষার সময়ের ব্যাপ্তি নির্দেশীকায় উল্লেখ করা হয়েছে। (বিস্তারিত দেখুন নিচের অনুচ্ছেদে)।
আরো জানুন:
আলিম পরীক্ষার মানবন্টন ২০২২: প্রশ্ন পত্রের সময় ও নম্বরবন্টন
দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী ৩ পত্র)
আলিম পরীক্ষার সিলেবাস 2022 (নতুন পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস )
২০২২ সালের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (নতুন পুনর্বিন্যাসকৃত) প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাস জনিত কারণে নতুন সংক্ষিপ্ত সিলেবাসে, আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বোর্ডের ওয়েবসাইটের আলিমের সকল বিভাগ/বিষয়ের সিলেবাসের পিডিএফ কপি, ২৭/০৫/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রথম আপলোড করা হয়।
এরপর ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে, আলিম পরীক্ষার বাংলা-ইংরেজী বিষয়ের ৩ পত্রের সিলেবাস আরো সংক্ষিপ্ত করে প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড।
আলিম পরীক্ষার সিলেবাস বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। (নিচের লিংক থেকেও সরাসরি বোর্ডের সিলেবাস সংগ্রহ করা যাবে)।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
উপরের লিংক থেকে কোন কারণে সিলেবাস পেতে সমস্যা হলে, নিচের গুগল ড্রাইভ লিংক থেকে তা সংগ্রহ করতে পারেন।
গুগল ড্রাইভে সংরক্ষিত আলিম পরীক্ষার সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।
আলিমের সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ কপি, মোবাইল ও কম্পিউটারে পড়তে সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে ইমেজ ভার্সনের কপি সংগ্রহ করুন নিচের লিংক থেকে।
আলিম সিলেবাসের ইমেজ কপি সংগ্রহ করা যাবে এখান থেকে।
আরো পড়ুন:
Alim Assignment 2022: আলিম পরীক্ষার এসাইনমেন্ট ২০২২
২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
আলিম পরীক্ষা 2022 এর বিষয় নির্ধারণ এবং প্রশ্ন পত্রের নম্বর বিভাজন নির্দেশিকা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চলতি বছরের আলিম পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন, সময় ও নম্বর বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে।
আলিম পরীক্ষার MCQ/বহুনির্বাচনী ও CQ/রচনামূলক- এই দুই ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তবে প্রশ্নের সংখ্যা ও পরীক্ষার সময় কমিয়ে দেওয়া হয়েছে।
MCQ/বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে ২০ মিনিটে। আর CQ/রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে ০১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে। মোট ২ ঘন্টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
আলিমের সব বিষয়ে একই সংখ্যক এমসিকিউ ও সিকিউ প্রশ্ন থাকবে না। বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য এখানে MCQ ও CQ প্রশ্নের সংখ্যা কম আছে।
আলিম পরীক্ষার প্রতিটি বিষয়ের প্রশ্ন পত্রের নম্বর বন্টন ও মান বিভাজন সম্পর্কে বিস্তারিত জানুন নিচের নির্দেশিকা থেকে।
2022 সালের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও বিষয়-প্রশ্ন পত্রের নম্বর বিভাজন সম্পর্কে আরো জানার থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
Vocational Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস
কারিগরি এইচএসসি সিলেবাস ২০২২ (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স)
তথ্যসূত্র-
আমার আলিম ২০২৩ পরিক্ষার শর্ট সিলাবাস প্রয়োজন।
এখানে ২০২২ সালের আলিমে শর্ট সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসে ২০২৩ সালের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে এই প্রতিবেদনে দেওয়া লিংক থেকে আলিমের সিলেবাস সংগ্রহ করুন।
আলিম পরীক্ষার্থী ২০২২ (চলমান)
১)আলিমের অফশনাল সাবজেক্ট উর্দু ১ম ও ২য় পত্রের বিস্তারিত মানবন্টন প্রয়োজন ।
২) আলিমের এই উর্দু ১ম ও ২য় পত্রের বোর্ড বই বা গাইব কীভাবে? কোত্থেকে সংগ্রহ করবো?
কারণ এখন আলিমে অফশনাল সাবজেক্ট উর্দু ছাত্ররা তেমন কেউ পড়ে না,ফলে লাইব্রেরিয়ানরা নাকি ছাপায় না, তো আমার এখন জানার বিষয় বোর্ড যেহেতু উর্দু কে এখনও সিলেবাসে রাখছে, অতএব, নিশ্চয় বই ও কোথাও পাওয়া যাবে!
এখন আমি কীভাবে পেতে পারি? প্রয়োজনে NCTB এর সাথে যোগাযোগ করে আমাকে জানানোর বিশেষ ভাবে অনুরোধ করছি,
উর্দু ১ম পত্রের নাম نوروز اردو
উর্দু ২য় পত্রের নাম مفيد الطلبہ
جزاك الله خيرا