একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি
২০২৩ সালের এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ ও বোর্ড রেজিষ্ট্রেশন পেমেন্ট যাচাই পদ্ধতি সম্পর্কে জানুন। ভর্তি রেজাল্ট পরবর্তী কলেজ নিশ্চায়ন করা খুবই গুরুত্বপূর্ণ।
একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ ও বোর্ড রেজিষ্ট্রেশন পেমেন্ট যাচাই পদ্ধতি ২০২৩
এক নজরে...
এইচএসসি-আলিম ভর্তির ৩য় পর্যায়ের মেধা তালিকার ফল ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ সন্ধার সময় প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশের পর হতে মোবাইল এসএমএস ও অনলাইনে দ্বিতীয় দফার কলেজ ভর্তির রেজাল্ট পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, ৩য় পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে।
এই নিশ্চয়নের অর্থ হলো, নির্বাচিত কলেজের ভর্তির জন্য বোর্ডের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা। নিশ্চয়ন ফি পরিশোধ করা মানে, নির্বাচিত কলেজ শিক্ষার্থী ভর্তি হবেন এটা নিশ্চিত করা।
কলেজ নিশ্চয়ন না করলে, সংশ্লিষ্ট কলেজের নির্বাচন ও ভর্তি আবেদন বাতিল হবে। উল্লেখ্য এটাই শেষ ভর্তি আবেদন। আর নতুন করে ভর্তি আবেদন গ্রহণ করা হবে না। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।
একাদশ শ্রেণির ভর্তির নিশ্চায়ন ফি ৩২৮/= (তিন শত আঠাশ) টাকা। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতির মাধ্যমে এই বোর্ড ফি পরিশোধ করতে হবে।
৩য় পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ১৯/০১/২০২৩ থেকে ২০/০১/২০২৩ খ্রি. তারিখের মধ্যে।
(ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী। এর সঠিক সময় জানতে প্রতিনিয়ত ভর্তি ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) ভিজিট করুন)।
নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২২/০১/২০২৩ হতে ২৬/০১/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। একাদশের ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ থেকে।
সতর্কতা: নিচের যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি হতে ভর্তির সময়সূচি ভালোভাবে দেখে সকল প্রক্রিয়া অনুসরণ করুন।
আরো জানুন:
একাদশ শ্রেণির ভর্তি ফলাফল জানার নিয়ম (মোবাইল এসএমএস ও অনলাইনে)
College Admission Result 2022: এইচএসসি ভর্তি রেজাল্ট, কলেজ নিশ্চয়ন
একাদশ শ্রেণির কলেজ ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি
অনলাইনে ফি পরিশোধ করে কলেজ ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট, ইউপে, ট্যাপ ও ওকে ওয়ালেটের মাধ্যমে।
এখানে বিকাশ এর মাধ্যমে কলেজ নিশ্চায়ন করার পদ্ধতি দেখানো হলো। অন্য মাধ্যমে পেমেন্ট করতে চাইলে নিচের ঠিকানা থেকে এর পদ্ধতি সমূহ জানুন।
সকল মাধ্যমে নিশ্চায়ন ফি পরিশোধের তথ্য পাওয়া যাবে এই ঠিকানায়- http://xiclassadmission.gov.bd/payment.html
একাদশ ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি (বিকাশ এর মাধ্যমে)
লক্ষ্য করুন: একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় কলেজ নিশ্চায়ন ফি পরিশোধ করা ভর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা না হলে, কলেজ নির্বাচন বাতিল হতে পারে। তাই অভিজ্ঞ ও দক্ষ কারো সাহায্য নিয়ে কলেজ নিশ্চায়ন ফি পরিশোধ করুন।
নিচের ছবিতে বিকাল মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নিশ্চায়ন ফি পরিশোধের উপায় বর্ণনা করা হয়েছে। অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে নিশ্চায়ন করুন।
আপনার পরিশোধ করা একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ফি বোর্ডে সঠিকভাবে জমা পড়েছে তা যাচাই করার পদ্ধতি জানুন।
একাদশ ৩য় দফার ভর্তি নিশ্চায়ন বোর্ড রেজিস্ট্রেশন জমাদান যাচাই
আপনার জমাকৃত অর্থ বোর্ডে জমা হলে আপনি নিচের ঠিকানা থেকে তা যাচাই করে দেখতে পারেন।
http://smart2.xiclassadmission.gov.bd/board/viewRegPayment22_23
উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।
নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফি পরিশোধ যাচাই ফরম আসবে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তথ্য দিলে দেখা যাবে সঠিকভাবে বোর্ড ফি জমার তথ্য।
উপরের ছবির মত পাতায় শিক্ষার্থীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে বোর্ডে টাকা জমা পড়ার তথ্য জানা যাবে।
২০২৩ সালের একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC Admission 2022 (XI Class): একাদশ শ্রেণিতে ৩য় দফার কলেজ ভর্তি
BTEB Admission 2022 (HSC BM-Vocational, Polytechnic Diploma)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৬/০১/২০২৩ খ্রি. তারিখ ১১:৩৫ পূর্বাহ্ন।
আমি ভতি নিশায়ন করে পেলেছি, আমার কি মাইগ্রেশন অটোমেটিক অন হয়ে যাবে???
কাঙ্খিত কলেজে সিট খালি হলে অটো মাইগ্রেশন অটোমেটিক হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে স্বয়ংক্রিয়ভাবে এটা হবে বলে বলা হয়েছে। ধন্যবাদ।
আপনি বাংলা বানানের অপমৃত্যু ঘটিয়েছেন আগে তা সংশোধন করুন।
মোবাইলে লিখতে অনেকের সমস্যা হয়। তাই হয়তো ভুল হয়েছে।
নিশ্চায়ন কেমনে বাতিল করব?
এই তথ্যটি আমাদের জানা নেই। তবে আপনি বোর্ডের ভর্তি ওয়েবসাইটের হেল্প নম্বরে ফোন করে বিষয়টি জানতে পারেন। অফিস চলাকালীন সময়ে ফোন করুন। ধন্যবাদ।
একবার নিশ্চায়ন করে ফেলার পর বাতিলের আর কোনো সুযোগ নাই।
না, কলেজ নিশ্চায়নের পর আর বাতিলের সুযোগ নেই।
আমার ও নিশ্চয়ন কেমনে ভাতিল করবো
আমি টেলিটকে মেসেজের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করতে চাচ্ছি, কিন্তু মেসেজ দেয়ার পর ফিরতি এসএমএস এ রোল নং কনফার্ম লিস্টে নাই বলতেছে, কি করতে পারি, হেল্প প্লিজ।
কলেজ নিশ্চায়ন ফি পরিশোধের ক্ষেত্রে আপনি অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিন। মানে যারা এবিষয়ে কাজ করছে। কোথাও অবশ্য ভুল হচ্ছে। ধন্যবাদ।
পেমেন্ট করলে কি নিশ্চায়ন কাজ সম্পূর্ণ।
নিশ্চায়ন যাচাই করে দেখুন, বোর্ডে টাকা জমা হয়েছে কীনা। নিশ্চায়ন সম্পন্ন হলে এই ধাপের কাজ শেষ। পরে নির্বাচিত কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ধন্যবাদ।
কলেজ নিশ্চায়ন করলে দ্বিতীয়বারকি আবার চয়েস দেওয়া যাবে
না, এবার অটো মাইগ্রেশন হলেও হতে পারে। ধন্যবাদ।
আমি আমার পছন্দের কলেজ পাইনি, এখন যদি আমার অপছন্দের কলেজে নিশ্চায়ন করি, তবে কি পরবর্তীতে যদি পছন্দের কলেজে সুযোগ না পাই তাহলে কি অপছন্দের কলেজে ভর্তি হতে পারব?
নিশ্চায়ন করা মানে আপনি নির্বাচিত কলেজে ভর্তি হচ্ছেন। অটো মাইগ্রেশনে উপরের নির্বাচিত কলেজে দিকে এমনিতেই যাবে, যদি সেখানে কোন সুযোগ থাকে। এখানে আপনার পছন্দ-অপছন্দের সুযোগ নেই।
College vortir jonno ki ki attachments lagbe?plz bolben
কলেজ ভর্তিতে যে সব ডকুমেন্টস লাগবে তার তালিকা সংশ্লিষ্ট কলেজ দিতে পারবে। তবে এসএসসি পরীক্ষার সংক্রান্ত তথ্য ও ডকুমেন্টস সাথে জন্মনিবন্ধন নিতে পারে। ধন্যবাদ।
Accha kar priority besi migration Jara korse Tara naki Jara 2nd choice er naki same
এখানে বিবেচ্য বিষয় উক্ত কলেজে শূন্য সিট ও আবেদনকারীদের প্রাপ্ত নম্বর। যার নম্বর বেশী হবে সেই এগিয়ে থাকবে। আর মাইগ্রেশন নিজের থেকে করতে হবে না। এটা অটো উপরের দিকের কলেজে যাবে। ধন্যবাদ।
হ্যালো স্যার কেমন আছেন? আশা করি ভাল আছেন আর ভালো থাকবেন। আমার একটা প্রশ্ন আছে-আমার রেসিডেনসিয়াল মডেল কলেজ মর্নিং এসেছে এটা আমার এক নাম্বার ছিল। কিন্তু আমি এখানে ভর্তি হতে সাহস পাচ্ছিনা। এখন আমি সেকেন্ড পর্যায়ে আবেদন করতে চাই। এখন প্রশ্নটা হল-যারা সেকেন্ড বার আবেদন করবে তারা বেশি গুরুত্ব পাবে নাকি যারা মাইগ্রেশন করেছে তাদের বেশি অগ্রাধিকার প্লিজ একটু জানাবেন।
আমার মোট মার্ক ১২২৩
বিষয়টা খুব ঝুঁকির। দ্বিতীয়বার আবেদন করলে পছন্দের কলেজ নাও পেতে পারেন। পাশাপাশি আগের কলেজটিও আর থাকছে না। মাইগ্রেশন আর দ্বিতীয় আবেদনের মধ্যে গুরুত্ব পাবে সিট ও প্রত্যেক প্রাপ্ত নম্বর। আপনি এবিষয়ে কোন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন। ভুল হলে সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ।
যারা মাইগ্রেশন করে তাদের নাকি বেশি অগ্রাধিকার যারা দ্বিতীয়বার আবেদন করবে তাদের থেকে। এটা কি ঠিক বলেছেন?
প্রাপ্ত জিপিএ ও মোট নম্বর এখানে মুখ্য। এছাড়া সংশ্লিষ্ট কলেজের সিট খালি হওয়া একটা বিষয়। ধন্যবাদ।
আচ্ছা কলেজ চয়েস সেকেন্ড টাইম দিলে কার প্রিয়রিটি বেশি থাকে যারা সেকেন্ড টাইম করছে তাদের নাকি যারা অটো মাইগ্রেশন করছে ওদের? নাকি দুইজনেরই সমান গুরুত্ব? প্লিজ একটু জানাবা?
এখানে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও মোট নাম্বার গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ সে কলেজে সিট খালি হওয়া। ধন্যবাদ।
আসসালামুআলাইকুম স্যার কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমি মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়েছি আমি আমার পছন্দের কলেজে আবেদন করেছি কিন্তু আমি সার্চ পাইনি আমার পছন্দের কলেজে তবে আমি যে কলেজে চান্স পেয়েছি সেটাতে নিচ্ছেন করে ফেলেছি এখন আমি যদি ওই কলেজে ভর্তি না হয়ে মাদ্রাসা বোর্ডের কোন একটি মাদ্রাসায় ভর্তির জন্য আবেদন করতে পারবো বা ভর্তি হতে পারবো প্লিজ স্যার দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো দিলে আমার জন্য অনেক উপকার হবে
নিশ্চায়ন করার পর অপেক্ষা করতে হবে মাইগ্রেশনে উপরের দিকের নির্বাচিত কলেজে চান্স হয় কীনা। এখন অনলাইন ছাড়া অন্য কোন উপায়ে ভর্তি হওয়া যাবে না। ধন্যবাদ।
Md didarul islam ..unar moto ami o niscaon korce geanarel a korar por ami aber karigoritea borti hoisea sei khetrea ki amer reajisteason. 2 ta hobea
আমি ২য় ধাপে চয়েচ পেয়েছি। আর রাতেই বিকাশে পেমেন্ট করেছি কিন্তু নিশ্চয়ন চেক করে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ন কিভাবে দেখবো?
এই লিংকে ক্লিক করে আপনি আপনার কলেজ ণিম্চায়ন যাচাই করে নিতে পারেন।
আমি যে কলেজটি নিশ্চায়ণ করেছি সেটি এখন আমার পছন্দ না।এখন এটি পরিবর্তন করার কি কোনো সুযোগ আছে?
খুব সম্ভবত নিশ্চায়ন করলে আর আবেদনের সুযোগ নেই। তবে অটোমাইগ্রেশনে একটা সুযোগ থাকলেও থাকতে পারে। ধন্যবাদ।
ভাই আমি ৩বার আবেদন করলাম ৩বারই সিলেকশন হয়ছি এখন ১ম যেখানে সিলেকশন হয়ছি সেখানেই ভর্তি হতে চাই
৩য় মেধাতালিকায় নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। ১ম দিকে যাওয়ার আর সুযোগ নেই।
ভর্তি নিশ্চায়ন সীট কিভাবে পাবো ?
এ বিষয়ে অভিজ্ঞ কারো সাহায্য নিন।
তারিখ শেষ গতকাল। নিশ্চয়ন করি নাই ভুলে।
এখন কি কোনোই বিকল্প বাকি নাই? এক বছর অপেক্ষা?
নিম্চায়ন না করে কলেজ সিলেকশন বাতিল হয়েছে। এখন বোর্ড যদি মানুয়ালি ভর্তির সুযোগ দেয় তাহলেই ভর্তি হতে পারবেন। বোর্ডের নোটিশ বোর্ড বা যে কলেজে ভর্তি হতে চান (সিট ফাঁকা থাকখা সাপেক্ষে) সেখানে যোগাযোগ করুন। থন্যবাদ।
ভাই আমার বোন ১ম বার এডিমিশন কলেজ সিলেক্ট করে ১ম চয়েজ পেয়েছে, কিন্তু আমাদের ভুলে এখনো অবদি কনফার্ম এডিমিশন করা হয়নি। এখন কলেজে ভর্তিও নিচ্ছে না। কি করা যাবে বা ভর্তি হওয়ার উপায় কি? প্লিজ হেল্প আস
এখন অফিসিয়ালি কোন সুযোগ নেই। তবে বোর্ড ম্যানুয়ালি ভর্তির সুযোগ দিলে, সিট ফাঁকা থাকা সাপেক্ষে কোন একটি কলেজে ভর্তি হতে পারবেন। যদিও এটি নির্ভর করছে বোর্ডে ও সংশ্লিষ্ট কলেজের উপর। ধন্যবাদ।
৪র্থ ধাপে এডমিশন শুরু হতে পারে আর্টিকেলে গতকাল নিউজটি হয়েছে। Link : https://www.jagonews24.com/m/education/news/740556
আসলেই কি উপরমহল থেকে নোটিশ এসেছে বা আসবে?
এটা ভর্তির প্রক্রিয়ায় বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর। আমরা এবিষয়ে বোর্ডের বিজ্ঞপ্তি পেলে প্রকাশ করবো।
আমি নিশ্চায়ন করেছি কিন্তু অই কলেজে ভর্তি হইনাই,এখন কি ৪তম আবেদন করতে পারবো? আবার শুনলাম ভর্তি না হলে নিশ্চায়ন অটো বাতিল হইয়া যাবে.
হ্যাঁ, পারবেন। এখনই আবেদন করুন।
Amer ak e prosno jodi volten
Ami 24 tarikh a vorti hote pari nai akhon ki vorti Hoya jabe
Kintu confirm korechi
আমি নিশ্চায়ন করেছি কিন্তু ওই কলেজে ভর্তি হইনাই,এখন কি ৪তম আবেদন করতে পারবো আগে জে সব কলেজ দিয়ে ছিলাম সেই গুলা বাত দিয়ে নতুন করে কি কলেজের নাম দিতে পারবো কি না
হ্যাঁ পারবেন।
Amer o aki prosno
আমি নিশ্চায়ন করেছি কিন্তু কলেজে ভর্তি হইনাই এখন কি আগের কলেজ বাত দিয়ে নতুন করে কলেজের নাম দিতে পারবো কি না
হ্যাঁ, পারবেন। নতুন করে কলেজ সিলেকশন দিতে পারবেন। ধন্যবাদ।
Late FI মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির সময় পার হয়ে গেলে ভর্তি সম্ভব ২০২২ যশোর বোর্ড
আমি ৩য় ধাপে নিশ্চয়ন করে ছিলাম কিন্তু ভর্তি হই নাই আমার নিশ্চয়ন টা কি বাতিল করা জাবে
ভর্তি না হলে নিশ্চায়ন বাতিল হবে। নতুন করে আবেদন করতে হবে।
Ami nicaon korse kintu 24 tarik last date silo ami borti hotea pare nai … Sei khetrea ki amer borti cancel hoisea ..jodi volten vai …
একাদশের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ছে। এখন আর নতুন কোন তথ্য আমাদের কাছে নেই। আপনি বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন।
নিশ্চায়ন হয়েছে চেক করেছিলাম।কিন্তু এখন নিশ্চায়নের পিডিএফ টা ডাউনলোড করার আর অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না।এইক্ষেত্রে কি করনীয়?
আপনি যদি নিশ্চিত হন যে, নিশ্চায়ন আপনার হয়েছে গেছে। তাহলে আর পিডিএফ এর দরকার নেই।
ভর্তি নিশ্চায়ন এর পর সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ রয়েছে?
কমার্স চয়েস দেয়া হয়েছিল এখন আর্টসে ভর্তি হতে চাই
কলেজে ভর্তি হওয়ার পর বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে।
আমি নিশ্চায়ন সম্পন্ন করেছি তবে মোবাইলে কোনো মেসেজ আসে নি,তাহলে আমার নিশ্চায়ন সুষ্ঠুভাবে হয়েছে কী???
নিশ্চায়ন যাচাই করার অপশন ছিলো। তবে আজ যে রেজাল্ট প্রকাশ হবে সেখানে আপনার ভর্তি রেজাল্ট দেখে নিতে পারবেন।
কলেজ নিশ্চায়ন করার পর যদি আমি ওই কলেজে ভর্তি না হই তাহলে কি আমি পরবর্তীতে অন্য কলেজে ভর্তি হতে পারবো