একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি, ফলাফল দেখবেন যেভাবে
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ৩য় পর্যায়ের ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি রাত ৮টার সময় প্রকাশ করা হবে।
মোবাইল এসএমএস ও অনলাইনে বোর্ডের xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ভর্তির ৩য় দফার মেধাতালিকার ফলাফল দেখুন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট প্রকাশ ১৮ জানুয়ারি, ফলাফল দেখবেন যেভাবে
এক নজরে...
কলেজ-মাদ্রাসার এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ৩য় দফার ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি প্রকাশ করবে বাংলাদেশ শিক্ষা বোর্ড।একই দিন, তারিখ ও সময়ে ভর্তি রেজাল্টে নির্বাচিতদের ২য় কলেজ মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে।
অনলাইনে বোর্ডের xiclassadmission.gov.bd ভর্তি ওয়েবসাইটে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে একযোগে ভর্তি ফলাফল দেখা যাবে।
একাদশ শ্রেণির আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, একটি কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।
আর ১৮ জানুয়ারি প্রকাশিতব্য ৩য় দফার ভর্তি রেজাল্টে যারা কোন কলেজে নির্বাচিত হবেন না, তাদের বোর্ডের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।
ভর্তি রেজাল্টের নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে এই নিশ্চায়ন করতে হবে।
শিক্ষার্থীদের নিজ থেকে অনলাইনে ৩২৮/= টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে কলেজের ভর্তি নিশ্চায়ন করতে হবে।
একাদশের ভর্তি রেজাল্ট জানা যাবে দুই ভাবে। এক. মোবাইল এসএমএস-এর মাধ্যমে। দুই. অনলাইনে ভর্তি ওয়েবসাইট থেকে। নিচের অনুচ্ছেদে ভর্তি রেজাল্ট দেখার নিয়ম বর্ণনা করা হয়েছে।
আরো জানুন:
একাদশ কলেজ চয়েস রেজাল্ট ২০২২ (মেধাতালিকা ও মাইগ্রেশন)
কলেজের একাদশ শ্রেণির মেধা তালিকার ভর্তি ফলাফল জানার নিয়ম
অনলাইনে xiclassadmission.gov.bd ওয়েবসাইট হতে একাদশের ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
2022-2023 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট বোর্ডের ভর্তি ওয়েবসাইটে ১৮ জানুয়ারি সন্ধায় প্রকাশ করা হবে। নিচের ওয়েবসাইটের ঠিকানা থেকে একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখা যাবে।
http://smart5.xiclassadmission.gov.bd/board/viewResult22_23
উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।
নিচের ছবির মত ভর্তি রেজাল্ট সার্চ পাতা আসবে।
উপরের ছবির মত একাদশ রেজাল্টের সার্চ পাতায় আবেদনকারীর শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার তথ্য দিয়ে সবশেষে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।
মোবাইল এসএমএস-এর মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি ফলাফল জানবেন যেভাবে
একাদশের ভর্তি রেজাল্ট প্রকাশের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আবেদন সময় দেওয়া মোবাইল নম্বর রেজাল্টের এসএমএস পাওয়া যাবে।
মোবাইল এসএমএস-এ সেখানে কোন কলেজের নির্বাচিত হয়েছে তার নাম দেখা যাবে।
মোবাইলে একাদশের ভর্তি রেজাল্ট পেতে, ভর্তি আবেদনকারীর মোবাইল নম্বর সচল থাকতে হবে।
তাই মোবাইল সংযোগ সচল না থাকলে এক্ষুনি সচল করুন।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশের ৩য় দফার ভর্তি রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC Admission 2022: একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি রেজাল্ট দেখুন
College Admission 2022: এইচএসসি ভর্তি রেজাল্ট ও নিশ্চায়ন
তথ্যসূত্র-
408