এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৩ [ssc hsc 2023]

২০২৩ সালের সকল বোর্ডের এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ২০ ফেব্রুয়ারি তারিখে এসএসসির সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সদ্য সংবাদ: এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। নিচের প্রতিবেদন থেকে রুটিনের কপি সংগ্রহ করা যাবে।

এসএসসি-এইচএসসি ২০২৩ পরীক্ষা কবে? পরীক্ষার তারিখ জানানো শিক্ষাবোর্ড

এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। সকল বোর্ডের এসএসসি পরীক্ষা সমমান পরীক্ষা ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।

আর এইচএসসি পরীক্ষা আগস্ট মাসের দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

২৯ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে, ঢাকা বোর্ড চেয়ারম্যান বোর্ডের পরীক্ষাগুলোর অনুষ্ঠানের তারিখ সম্পর্কে এসব তথ্য জানান।

সবশেষ ২০ ফেব্রুয়ারি তারিখে এসএসসির রুটিন বা সময়সূচি প্রকাশ করা হয়েছে। নিচের অনুচ্ছেদে রুটিন সংগ্রহের লিংক দেখুন।

এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার তারিখ ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। ৩০ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে পূর্ণ নম্বর ও সময়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ও সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৩ সংক্ষিপ্ত সিলেবাস (সকল বোর্ড)

এসএসসি-এইচএসসি ২০২৩ পরীক্ষা সব বিষয়ে ও সংক্ষিপ্ত সিলেবাসে

২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন

২০২৩ সালের এসএসসি সমমান পরীক্ষা ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। ঢাকা বোর্ডে ২০ ফেব্রুয়ারি তারিখে এসএসসি সমমান পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আরো জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার তারিখ [ssc hsc 2023]

২০২৩ সালের কলেজের এইচএসসি পরীক্ষা সালের আগস্ট মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে ৩০ মে থেকে। পরীক্ষা চলবে ২১ জুন ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। এরপরই এইচএসসির ফরমপূরণ কার্যক্রম শুরু হবে।

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার দিন-তারিখ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

দাখিল-আলিম ২০২৩ পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস ও সব বিষয়ে

দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (Dakhil Syllabus 2023)

Alim Short Syllabus 2023: আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

3 Comments

  1. Prionti tashfia বলেছেন:

    এইএসসি পরীক্ষা অন্তত সেপ্টেম্বর মাসে নেয়া হোক কেননা, টেস্ট পরীক্ষার রেজাল্ট পেতে জুলাই ১০ তারিখ হয়ে যাবে কুরবানী ঈদের ছুটি যেহেতু আছে!
    টেস্ট পরীক্ষারপর একজন শিক্ষার্থীর নিজের প্রস্তুতি বাড়ানোর জন্য অন্তত ২ মাস দরকার, সেই হিসেবে সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হওয়া সাফল্যজনক
    আমার শেষ অনুরোধ পরীক্ষা টির তারিখ আমাদের আগে সঠিক ভাবে জানিয়ে দেয়া হোক এবং সেপ্টেম্বরে নেয়া হোক

    1. মতামতের জন্য ধন্যবাদ।

    2. Dalim Kumar বলেছেন:

      এইচএসসি পরীক্ষা September মাসে নেওয়া হোক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =