এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৮ নভেম্বর ২০২২ তারিখে

২০২২ সালের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট (সকল বোর্ড) ২৮ নভেম্বর তারিখ সোমবার প্রকাশ করা হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। ওই দিন বেলা ১১টার পর থেকে অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

সকল বোর্ডের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রকাশ ২৮ নভেম্বর

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট, নভেম্বর মাসের ২৮ তারিখে প্রকাশ করা হবে বলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

২০২২ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর তারিখে পরীক্ষা শুরু হয়ে, সকল বিষয়ের (তত্ত্বীয়) পরীক্ষা শেষ হয়েছে ১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে।

স্কুল-মাদ্রাসা গুলোকে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক খাতার নম্বর, ১৭ অক্টোবরের মধ্যে শিক্ষা বোর্ডে পাঠানো নির্দেশ দেওয়া হয়েছিলো। অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠান সহ ব্যবহারিক খাতার নম্বর প্রেরণের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে মধ্যে শেষ হয়েছে।

এছাড়া প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠানের পরপর উত্তরপত্র মূল্যায়নের জন্য, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দেওয়া হয়েছিলো। উত্তরপত্র মূল্যায়নের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে রেজাল্ট প্রকাশের চুড়ান্ত প্রক্রিয়া।

এমতাবস্থায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ দ্রুততম সময়ের মধ্যে করার কথা বলেছেন বোর্ড কর্তৃপক্ষ। ঢাকা বোর্ডের চেয়ারম্যান এসএসসি সমমান রেজাল্ট প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ তারিখে এসএসসি সমমানের রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরো  জানুন:

SSC Result 2022 (All Board): অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

BTEB Result 2022: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma

২০২২ সালের এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ২৮ নভেম্বর

এসএসসির রেজাল্ট ২৮ নভেম্বর সোমবার প্রকাশ করা হবে। ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসএসসি রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত রেজাল্ট অনলাইন ও মোবাইলে এই রেজাল্ট দেখা যাবে।

তিনি জানান, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রেজাল্ট আগামী ২৮ নভেম্বর সোমবার বেলা ১১টায় প্রকাশ করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী ২৮ নভেম্বরে এসএসসি রেজাল্ট প্রকাশের বিষয়টিতে সম্মতি দিয়েছেন। ওই দিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ফলাফল উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টার পর থেকে অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। পরীক্ষার কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই রেজাল্ট জানা যাবে।

এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা পূর্ণ নম্বর ও সময় কমিয়ে অনুষ্ঠিত হওয়ায়, খুব দ্রুত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হচ্ছে।

করোনার কারণে পরীক্ষার বিষয়, সময় ও পূর্ণমান কমিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তাই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে খুব দ্রুততার সাথে।

সাধারণ সময়ের পরীক্ষা অনুষ্ঠানের ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হলেও, এবারে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে ৬০ দিনের মধ্যে।

শিক্ষামন্ত্রী সহ বোর্ডের একাধিক কর্মকর্তা, দ্রুততম সময়ের মধ্যে এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের ইঙ্গিত আগেই দিয়েছিলেন।

টিচার নিউজ বিডি কর্তৃপক্ষ এসএসসির রেজাল্ট প্রকাশের হালনাগাদ তথ্য, এই প্রতিবেদনে তা যুক্ত করবে। তাই এবিষয়ে আপডেট তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

উল্লেখ্য, এবারের এসএসসি দাখিল সমান পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

আরো পড়ুন:

মার্কশীট (নাম্বার) সহ এসএসসি দাখিল রেজাল্ট ২০২২ (সকল শিক্ষা বোর্ড)

SSC-Dakhil Result 2022 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ২৫/১১/২০২২ খ্রি. তারিখ ১১:৫৫ অপরাহ্ণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।