কারিগরি উপবৃত্তি ২০২২: কারিগরির শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয়ের সহায়তা পেতে উপবৃত্তির তথ্য সংশোধনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
শিক্ষার্থীর ব্লকড ও বাউন্স ব্যাক ৪৯ হাজার শিক্ষার্থীর অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। DTE Stipend MIS সফটওয়ারে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংশোধন করতে হবে।
কারিগরি উপবৃত্তি নোটিশ ২০২২: কারিগরি প্রতিষ্ঠানের ৪৯ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য সংশোধনের নির্দেশ
কারিগরি প্রতিষ্ঠানের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তার টাকা পেতে ৪৯ হাজার ৫৮৬জন শিক্ষার্থীর ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য সংশোধন করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
২০২১-২২ অর্থবছরের ১৫,৬১১ জন শিক্ষার্থীর ব্লকড অ্যাকাউন্ট এবং ৩৩,৯৭৫ জন শিক্ষার্থী বাউন্স ব্যাক অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এসব শিক্ষার্থীর অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে হবে। DTE Stipend MIS সফটওয়ারে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংশোধন করতে হবে।
আরো জানুন:
নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষকদের বিষয় নির্ধারণ করবেন যেভাবে
DTE Stipend MIS সফটওয়ারে যেভাবে কারিগরি উপবৃত্তির তথ্য সংশোধন করবেন
DTE Stipend MIS সফটওয়ারের নির্ধারিত ওয়েবসাইটে ) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তথ্য সংশোধন করতে হবে।
নিচের বিজ্ঞপ্তি হতে কারিগরির উপবৃত্তির তথ্য সংশোধনের নিয়ম ও নির্দেশনা জানুন।
২০২২ সালের কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্নাতক (অনার্স-ডিগ্রি) ভর্তি সহায়তা উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২
তথ্যসূত্র-
আমি এখনো উপবৃত্তি পায়নি
আমরা উপবৃত্তি টাকা পায় না কেন ১বছর হচ্ছে টাকা পাচ্ছি না
amar babar nid card ar nam poriborton korara hoisa…akon bekash ar sata nam o nid number mil nai…ki kora jay
এসব ডকুমেন্টের তথ্য এক না হলে সমস্যা হবে।