Home » কারিগরি উপবৃত্তি ২০২২: শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য সংশোধনের নির্দেশ

কারিগরি উপবৃত্তি ২০২২: শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য সংশোধনের নির্দেশ

কারিগরি উপবৃত্তি ২০২২

কারিগরি উপবৃত্তি ২০২২: কারিগরির শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয়ের সহায়তা পেতে উপবৃত্তির তথ্য সংশোধনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

শিক্ষার্থীর ব্লকড ও বাউন্স ব্যাক ৪৯ হাজার শিক্ষার্থীর অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। DTE Stipend MIS সফটওয়ারে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংশোধন করতে হবে।

কারিগরি উপবৃত্তি নোটিশ ২০২২: কারিগরি প্রতিষ্ঠানের ৪৯ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য সংশোধনের নির্দেশ

কারিগরি প্রতিষ্ঠানের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তার টাকা পেতে ৪৯ হাজার ৫৮৬জন শিক্ষার্থীর ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য সংশোধন করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

২০২১-২২ অর্থবছরের ১৫,৬১১ জন শিক্ষার্থীর ব্লকড অ্যাকাউন্ট এবং ৩৩,৯৭৫ জন শিক্ষার্থী বাউন্স ব্যাক অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এসব শিক্ষার্থীর অ্যাকাউন্টের তথ্য সংশোধন করতে হবে। DTE Stipend MIS সফটওয়ারে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংশোধন করতে হবে।

আরো জানুন:

নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষকদের বিষয় নির্ধারণ করবেন যেভাবে

DTE Stipend MIS সফটওয়ারে যেভাবে কারিগরি উপবৃত্তির তথ্য সংশোধন করবেন

DTE Stipend MIS সফটওয়ারের নির্ধারিত ওয়েবসাইটে (http://114.130.119.58/dte) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তথ্য সংশোধন করতে হবে।

নিচের বিজ্ঞপ্তি হতে কারিগরির উপবৃত্তির তথ্য সংশোধনের নিয়ম ও নির্দেশনা জানুন।

কারিগরি উপবৃত্তির তথ্য সংশোধন

DTE Stipend MIS Notice 2022

২০২২ সালের কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্নাতক (অনার্স-ডিগ্রি) ভর্তি সহায়তা উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 Comments

  1. Md Nishan ali বলেছেন:

    আমি এখনো উপবৃত্তি পায়নি

  2. Md Tarekul Islam বলেছেন:

    আমরা উপবৃত্তি টাকা পায় না কেন ১বছর হচ্ছে টাকা পাচ্ছি না

  3. OLIULL ISLAM বলেছেন:

    amar babar nid card ar nam poriborton korara hoisa…akon bekash ar sata nam o nid number mil nai…ki kora jay

    1. এসব ডকুমেন্টের তথ্য এক না হলে সমস্যা হবে।