কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি-২০২৩ মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরির শিক্ষক-কর্মচারীগণ ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৯ মার্চ তারিখ পর্যন্ত।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক হস্তান্তর

এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি বেতন-ভাতাদির সরকারি অংশ চেক ০৫ মার্চ তারিখে হস্তান্তর করা হয়েছে।

৫ মার্চ ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরে প্রকাশিত চেক হস্তান্তরের নোটিশ থেকে, বেতন-ভাতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীগণ ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ৯ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

কারিগরির ফেব্রুয়ারি এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-১৩৭,১৩৮,১৩৯,১৪৯ তারিখ : ২-৩-২০২৩।

কারিগরি ফেব্রুয়ারি এমপিও ২০২৩

আরো জানুন:

স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

এমপিও মাদ্রাসার ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড় ২০২৩

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিও সীট ২০২৩

শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে ফেব্রয়ারি মাসের এমপিও সীটের সফট কপি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের এমপিও পোর্টালের নোটিশ বোর্ডে আপলোড করা হয়েছে৷

নিচের লিংক থেকে সরাসরি অধিদপ্তরের প্রকাশিত ফেব্রুয়ারি মাসের এমপিও সীটের কপি সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/5067_File_mpo_sheet.html

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

Teacher MPO Notice 2023: Monthly Pay Order এমপিও নোটিশ

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 3 =