কারিগরি (BTEB) ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২৩

২০২৩ সালের কারিগরি (BTEB) ভর্তি মেধা তালিকার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ও শিপ বিল্ডিং, টেক্সটাইল, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিসারিজ ও লাইভস্টক প্রোগ্রামে বোর্ড রেজিষ্ট্রেশন নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি সম্পর্কে জানুন।

কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ভর্তি নিশ্চায়ন শেষ তারিখ ও ফি প্রদান পদ্ধতি ২০২৩

কারিগরি শিক্ষা বোর্ডের ১ম পর্যায়ের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে ৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি, তারিখে। অনলাইন ও মোবাইল এসএমএস এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের রেজাল্ট জানা যাচ্ছে।

১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত

এখানে উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন বা বোর্ড ফি পরিশোধ না করা হলে, কলেজ সিলেকশন বাতিল করা হবে।

কারিগরি বোর্ডে প্রকাশিত নিচের সঠিক পদ্ধতির মাধ্যমে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করুন।

কারিগরি বোর্ডের ভর্তি, পরীক্ষা ও রেজাল্ট সহ যাবতীয় তথ্যের নোটিশ দেখতে, নিচের প্রতিবেদনটি সহায়ক হতে পারে।

কারিগরি ১ম পর্যায়ের নির্বাচিতদের ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২৩

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির রেজাল্ট ৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

কারিগরির সরকারি প্রতিষ্ঠানের সকল কোর্সের ভর্তি নিশ্চায়ন করতে হবে ০৭/০৯/২০২৩ থেকে ১১/০৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরি ভর্তির ১ম পর্যায়ের রেজাল্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মেরিন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের রেজিষ্ট্রেশন ফি ৩৯৫/= টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে৷

কারিগরির বাদবাকি কোর্সের জন্য ২৩৮/= টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া এইসএসসি সমমানে নিশ্চায়ন ফি দিতে হবে ১৯২/= টাকা।

উল্লেখ্য ভর্তি নিশ্চায়ন না করলে, কলেজ নির্বাচন বাতিল বলে গণ্য হবে৷ পরবর্তীতে আবারো ভর্তি ফি দিয়ে আবেদন করতে হবে। তবে পরবর্তীতে ভালো প্রতিষ্ঠান নাও পেতে পারেন।

  • ভর্তি নিশ্চায়ন ফি নগদ, রকেট ও বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যাবে। বোর্ডের রেজিস্ট্রেশন কোড ও ভর্তি ফি পরিশোধের সচিত্র পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

সতর্কতা: ভর্তির নিশ্চায়ন ভর্তি প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে বোর্ড রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চায়ন করুন। নিশ্চায়ন সম্পর্কে বোর্ডের নোটিশ দেখুন।

কারিগরি ভর্তি নিশ্চায়ন ২০২৩

২০২৩ সালের কারিগরি বোর্ড (BTEB) ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

BTEB Admission 2023 (HSC BM-Vocational, Polytechnic Diploma)

BTEB Result 2023: HSC (Voc-BM) SSC (Vocational) Diploma

তথ্যসূত্র-

btebadmission.gov.bd

“কারিগরি (BTEB) ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২৩”-এ 15-টি মন্তব্য

    • নিশ্চায়নের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাহায্যের জন্য হেল্প নম্বরে ফোন করতে পারেন। ধন্যবাদ।

  1. নিশ্চয়ন কারার সময় বিকাশ থেকে আবেদনকারীর নাম দেখাচ্ছে না। আমি কি করতে পারি?

    আমার আইডিতে একটু মেসেজ দিন প্লিজ
    9

    জবাব
  2. আমি কারিগরি বোর্ডে চান্স পেয়ে নিশ্চায়ন করেছি কিন্তু এখন আমি আর ভর্তি হতে চাই না আমি জেনারেলে ভর্তি হবো এখন কি আমার কোনো সমস্যা হবে?

    জবাব

মন্তব্য করুন