এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জুন মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০ জুলাই ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক হস্তান্তর
এক নজরে...
দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়ছে। ৩ জুলাই ২০২৩ খ্রি. তারিখে বেতনের চেক অনুদান বন্টনকারী ব্যাংকে সমূহে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, জুন মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ জুন মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১০/০৭/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
জুন মাসের স্বারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২৩/২৩৭২/৪, তারিখ: ০৩.০৭.২০২৩।
আরো জানুন:
স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)
Teacher MPO Notice 2023: Monthly Pay Order এমপিও নোটিশ
স্কুল-কলেজ জুন এমপিও শিট ২০২৩ (School-College June MPO Sheet 2023)
২০২৩ সালের স্কুল-কলেজের জুন মাসের এমপিও শিট অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে পাওয়া এমপিও শিটের সফট কপি প্রিন্ট করে বেতন-ভাতা উত্তোলন করা যাবে।
স্কুল-কলেজের প্রধানদের emis.gov.bd ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিটের কপি ডাউনলোড করতে বলা হয়েছে।
নিচের সংযুক্ত লিংক থেকে এমপিও সীটের কপি সরাসরি সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1EtDgaNfFqLYDG31OsvOJFDf7mlQbAut-?usp=sharing
২০২৩ সালের এমপিওভুক্ত স্কুল-কলেজের জুন মাসের এমপিও শিট ও বেতনের আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf
এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান]
তথ্যসূত্র-