Home » ডিপ্লোমা সিলেবাস ২০২২ (ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার লাইভস্টক ফরেস্ট্রি ফিসারিজ)

ডিপ্লোমা সিলেবাস ২০২২ (ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার লাইভস্টক ফরেস্ট্রি ফিসারিজ)

ডিপ্লোমা সিলেবাস ২০২২

২০২২ সালের ডিপ্লোমা সিলেবাস (১ম পর্ব প্রবিধান) প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। ডিপ্লোমা কোর্সের ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, লাইভস্টক, ফরেস্ট্রি ও ফিসারিজ শিক্ষাক্রমের পাঠ্যসূচি প্রকাশ করা হয়।

Diploma Syllabus: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, লাইভস্টক, ফরেস্ট্রি ও ফিসারিজ সিলেবাস ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষের কারিগরি বোর্ডের ডিপ্লোমা কোর্সের সিলেবাস ও প্রবিধান প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

২৬ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bteb.gov.bd), ডিপ্লোমা কোর্সের সিলেবাসের পিডিএফ কপি আপলোড করা হয়।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌ. ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ সকল কোর্সের সিলেবাস প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকে ২০২২ সালের ডিপ্লোমার সকল কোর্সের সিলেবাস ও প্রবিধান সংগ্রহ করা যাবে।

নিচের অনুচ্ছেদ থেকে এসব কোর্সের সিলেবাসের পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে।

আরো জানুন:

Vocational (SSC-Dakhil) 2022: দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস

কারিগরি এইচএসসি সিলেবাস ২০২২ (বিএম, ভোকেশনাল ও কমার্স)

কারিগরি বোর্ডের ডিপ্লোমার যেসব কোর্সের সিলেবাস প্রকাশ করা হয়েছে (PDF)

২০২১-২০২২ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ০৪ চোর) বছর মেয়াদি নিম্নোক্ত কোর্সের ১ম পর্বের সিলেবাসের পিডিএফ কপি প্রকাশ করা হয়েছে।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমের সিলেবাস প্রকাশ করা হয়েছে।

পলিটেকনিক ডিপ্লোমা ২০২২ কোর্সের ১ম বর্ষের সিলেবাস সংগ্রহ করবেন যেভাবে

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ব্রাউজ করে ডিপ্লোমা সিলেবাস সহজে সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটের ডাউনলোড অপশনে সিলেবাস ও প্রবিধান মেন্যুতে প্রকাশিত সিলেবাস সংরক্ষিত আছে।

এছাড়া কারিগরি বোর্ডে না গিয়েও, এই প্রতিবেদনে দেওয়া নিচের লিংক থেকে সিলেবাসের  পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে।

কারিগরি বোর্ডের ডিপ্লোমা সকল কোর্সের সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

উপরের লিংকে ক্লিক করলে, গুগল ড্রাইভের পাতার প্রথম দিকে উপরোক্ত সকল ডিপ্লোমা কোর্সের নামে ফাইল দেখা যাবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল সংগ্রহ করতে পারবেন।

২০২২ সালের ডিপ্লোমা সিলেবাস (১ম পর্ব প্রবিধান) এর কপি সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (এসএসসি-এইচএসসি দাখিল-আলিম পরীক্ষা)

এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।