ডিসেম্বর এমপিও ২০২০: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়
ডিসেম্বর মাসের এমপিও ২০২০: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বেতনের চেক, ব্যাংকে ছাড় করা হয়েছে।
ডিসেম্বর এমপিও ২০২০ প্রকাশ: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি বেতনের চেক ছাড়
বেসরকারি এমপিও প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিদায়ী ২০২০ খ্রিষ্টাব্দের শেষ মাসের বেতনের চেক, বেতন-ভাতা বণ্টনকারী ব্যাংকের প্রধান/স্থানীয় শাখায় প্রেরণের নিশ্চিত খবর পাওয়া গেছে।
স্কুল-কলেজ ও কারিগরির ডিসেম্বর ২০২০ মাসের বেতনের চেক, ব্যাংকে হস্তান্তর হয়েছে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা সহ এমপিওভুক্ত সকল মাদ্রাসার বেতন হস্তান্তর করা হয়েছে বলে, সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে। (বিজ্ঞপ্তি ও এমপিও শিটের লিংক নিচে দেখুন)।
আরো পড়ুন: Shikkhok Batayon Registration & Login | শিক্ষক বাতায়ন নিবন্ধন
স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক
এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ রুহুল মহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বেতনের চেক ছাড়ার তথ্য নিশ্চিত হোয়া গেছে।
স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি দেখা যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট (www.dshe.gov.bd) এর নোটিশবোর্ডে।
শিক্ষক-কর্মচারীদের অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান/স্থানীয় শাখায়, চেক ছাড়ের বিজ্ঞপ্তি ০৩/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।
ডিসেম্বর মাসের বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব অ্যাকাউন্ট এর মাধ্যমে উত্তোলন করা যাবে ১০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতন-ভাতার বিজ্ঞপ্তি দেখুন
School-College December MPO Sheet 2020: স্কুল-কলেজ ডিসেম্বর এমপিও শিট ২০২০
স্কুল-কলেজের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিম্নোক্ত গুগল ড্রাইভ লিংক থেকে।
https://drive.google.com/drive/folders/1qw0IxOf-nnHc_3tl9QZf4nBrymPqK9eD?usp=sharing
আরো জানুন: Non-Govt. Teacher MPO | Monthly Pay Order News Update
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর ২০২০ মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় ও হস্তান্তর করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা-০৮) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, কারিগরির বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেতন_ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি ০৩/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
অধিদপ্তর অধিভূক্ত এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের বেতনের ১২টি চেক, অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়।
কারিগরি শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
কারিগরির ডিসেম্বর মাসের বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি দেখুন।
Technical December MPO Sheet 2020: কারিগরি ডিসেম্বর এমপিও শিট ২০২০
ডিসেম্বর মাসের কারিগরি এমপিও শিট সংগ্রহ করা যাবে নিম্নোক্ত লিংক থেকে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/1028_File_December_2020.html
মাদ্রাসা (এবতেদায়ি সহ) শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান/স্থানীয় শাখায় হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বেতন-ভাতা হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর অক্টোবর থেকে ডিসেম্বর ২০২০ মাসের বেতনও ব্যাংকে ছাড় করা হয়েছে।
সকল মাদ্রাসার ডিসেম্বরের চেক ছাড়ের বিজ্ঞপ্তি দেখা যাবে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের (www.dme.gov.bd) নোটিশবোর্ডে।
এবতেদায়ি সহ সকল মাদ্রাসা বেতন-ভাতা ব্যাংক হতে উত্তোলন করা যাবে ১১/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতন-ভাতার বিজ্ঞপ্তি দেখুন
মাদ্রাসার ডিসেম্বরের এমপিও শিট সংগ্রহ করতে হবে, অধিদপ্তর এর গুগল ড্রাইভ এর নিম্নোক্ত ফাইলের লিংক থেকে।
https://drive.google.com/drive/folders/1ie89feUqZbNeKnZPObnqv5c0vHvJyYV2?usp=sharing
আর স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার এমপিও শিট পাওয়া যাবে নিম্নের লিংক থেকে।
https://drive.google.com/drive/folders/1iZ5WrKBGy8EfHceirfWMCuAk984v15uE?usp=sharing
তথ্যসূত্র-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৬/০১/২০২১ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:২০ অপরাহ্ণ।