MPO November 2020: School College Madrasha Technical Teacher
MPO November Update 2020: Non-Govt. School College Madrasha Technical Teacher. এমপিও শিক্ষকদের নভেম্বর ২০২০ মাসের বেতনের আপডেট।
Non-Govt. School College, Madrasha, Technical Teacher November MPO 2020 Update
এক নজরে...
এমপিওভুক্ত প্রতিষ্ঠান এর নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
সবশেষে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরেও নভেম্বরের এমপিও শিট প্রকাশ ও বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
ডিসেম্বর এমপিও ২০২০: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়
স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারী স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
নভেম্বর এর এমপিও শিটের কপি অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডারে আপলোড করা হয়েছে।
২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
নিচের লিংক হতে নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1Xbbj3u-jqxvKwdSC8TTz2PAuYF6Xcn4g?usp=sharing
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের নভেম্বর মাসের বেতন হস্তান্তর
বেসরকারি এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক ব্যাংক সমূহে হস্তান্তর করা হয়েছে।
নভেম্বর মাসের বেতনের সমুদয় অর্থ ০৩/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে, অনুদান বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক (শাখা ০৮) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেতন-ভাতা ছাড়ের বিজ্ঞপ্তি দেখা যাবে অধিদপ্তর এ ওয়েবসাইটের নোটিশ বোর্ডে।
নভেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১০/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
November Technical MPO Sheet 2020: নভেম্বর কারিগরি এমপিও শিট ২০২০
নভেম্বর মাসের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচে সংযুক্ত লিংক থেকে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/8171_File_November_2020.html
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়
সবশেষে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ০৬/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে, অনুদান বণ্টনকারী ব্যাংকে নভেম্বরের বেতনের সমূদয় অর্থ হস্তান্তর করে।
নভেম্বর মাসের বেতন-ভাতা শিক্ষক-কর্মচারীরা স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন ১০/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
মাদ্রাসার নভেম্বরের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিম্নোক্ত লিংক থেকে।
https://drive.google.com/drive/folders/1DfU5nfZHBHpzEfrePh0zbCNNYb6J06qq?usp=sharing
School College November MPO 2020: অনুষ্ঠিত হয়েছে স্কুল কলেজের এমপিও সভা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অধিন প্রতিষ্ঠানের এমপিও কমিটির সভা ১৭/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয়েছে। গত ১৫/১১/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে এই সভা আহবান করা হয়।
অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ সভায় সভাপতিত্ব করেন। করোনা ভাইরাস জনিত কারণে এ সভা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পরিচালিত হয়।
সকাল ১০টার সময় সভাটি অনুষ্ঠিত হয় অধিদপ্তরের কনফারেন্স রুমে। এ সময় কমিটি অন্যান্য সদস্যরা, স্ব-স্ব অবস্থানে থেকে মহাপরিচালকের সাথে সভায় যুক্ত হন।
স্কুল কলেজের নভেম্বর ২০২০ এমপিও সভায় আলোচিত বিষয়
সভায় আলোচিত বিষয়ের মধ্যে ছিলো, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি ও ইনডেক্স নম্বর প্রদান।
ইনডেক্সধারীদের উচ্চতর/সিলেকশন গ্রেড, বিএড/কামিল স্কেল, সিনিয়র স্কেল প্রদানের সিদ্ধান্ত।
কলেজ শিক্ষকদের সহকারী অধ্যাপক স্কেল প্রদান, নতুন নিয়োগপ্রাপ্ত প্রধানদের এমপিওভুক্তি ও অভিজ্ঞতার গ্রেড প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাদপড়া শিক্ষকদের এমপিওভুক্তি, সহকারী লাইব্রেরিয়ান পদের বেতন-ভাতা প্রদানের বিষয়টি আলোচিত হয়েছে।
সভায় নতুন করে এমপিওভুক্ত করা হচ্ছে প্রায় দেড় হাজারের মত শিক্ষক-কর্মচারীকে। সাড়ে চার হাজারের মত শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর বেতন-ভাতার গ্রেড। বিএড স্কেল ভুক্ত হয়েছে প্রায় আড়াইশো শিক্ষক।
আরো পড়ুন: নতুন এমপিও আবেদন করার আগে সতর্ক হোন
মাদ্রাসার নভেম্বর এমপিও সভা অনুষ্ঠিত
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন শিক্ষক কর্মচারীর, ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের এমপিও সভা অনুষ্ঠিত হয়েছে ১৮ নভেম্বর।
অধিদপ্তর এর মহাপরিচালক কে, এম, রুহুল আমীন এ সভার সভাপতিত্ব করেন। এর আগে, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশবোর্ডে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে সভাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কমিটির অন্য সকল সদস্য অনলাইনে, সভার কার্যক্রমে যুক্ত হন।
মাদ্রাসা এমপিও সভায় যে বিষয়ে আলোচনায় হয়েছে
সভায় মাদ্রাসার বিধিমোতাবেক নতুন নিয়োগ প্রাপ্তদের এমপিওভুক্তি করার বিষয়ে আলোচনা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের বিষয়টি নিষ্পত্তি বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, নতুন নিয়োগ পাওয়া প্রধানদের স্বপদে এমপিওভুক্তি ও অভিজ্ঞতার স্কেল প্রদান, সহকারী অধ্যাপক স্কেল সহ বিবিধ বিষয়ে আলোচনা হয় নভেম্বর এর এমপিও সভায়।
সভায় দেড় হাজারের বেশী শিক্ষক-কর্মচারীকে নতুন করে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শতাধিক শিক্ষক বিএড স্কেল পাচ্ছেন। আর সহকারী অধ্যাপক হচ্ছেন ৩৫ জন।
আরো দেখুন: IAU Recent Notice | Islamic Arabic University | iau.edu.bd
Technical November MPO 2020: কারিগরির নভেম্বরের এমপিও আপডেট
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অধিন শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তবে স্কুল-কলেজ ও মাদ্রাসার মত এমপিও সভার তথ্য ওয়েবসাইটে সচরাচর প্রকাশ করে না। এই বিষয়ে নতুন তথ্য পেলে আমারা সাথে সাথে জানানো চেষ্টা করবো।
বিঃ দ্রঃ- এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিওভুক্তির সভা সাধারণ এক মাস পরপর অনুষ্ঠিত হয়। প্রতি বিজোড় মাসে এই সভার মধ্য দিয়ে শিক্ষকগণ এমপিওভুক্তি, পদোন্নতি, সিনিয়র স্কেল সহ অন্যন্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এরপর ২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারী মাসে, পরের এমপিও সভা অনুষ্ঠিত হবে।
আর জানুন: Non-Govt. Teacher MPO | Monthly Pay Order News Update
তথ্যসূত্র-
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সবশেষ আপডেট: ০৬/১২/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ ০৭:৪০ অপরাহ্ণ।
যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা , সীতাকুন্ড, চট্টগ্রাম এর 2020 ইং সনের নভেম্বর মাসের এমপিও চাই
এই প্রতিবেদনে দেশের সকল এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের এসপিও শিটের গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে।
আপনি একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর এর সাহায্য নিয়ে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট সংগ্রহ করুন। ধন্যবাদ।