Madrasah September MPO 2020 (Non-Govt.Teacher): এমপিওভুক্ত মাদ্রাসার সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড় ও ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
September Madrasah MPO 2020: মাদ্রাসার সেপ্টেম্বরের চেক ছাড়, এমপিও শিট প্রকাশ
এমপিও ভুক্ত বেসরকারী মাদ্রাসা শিক্ষকের সেপ্টেম্বর মাসের বেতনের চেক, ০৬/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে।
বেতন-ভাতা বণ্টনকারী ব্যাংক সমূহের প্রধান শাখায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার টাকার ০৪টি চেক হস্তান্তর করা হয়।
সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা চেক ছাড় ও হস্তান্তরের এই তথ্য, অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ০৬/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।
অধিদপ্তর এর উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বেতন-ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে, সেপ্টেম্বর মাসের বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২০-২০২১ অর্থ বছরের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১১/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত।
বেতন-ভাতা হস্তান্তরের সাথে সেপ্টেম্বর মাসের নতুন ও আপডেট এমপিও শিট প্রকাশ করা হয়েছে। এমপিও শিট পাওয়া যাবে অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডারে।
আরো দেখুন: MPO November 2020: School College Madrasha Technical Teacher
Madrasah September MPO Sheet 2020: মাদ্রাসা শিক্ষক সেপ্টেম্বর এমপিও শিট ২০২০
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক সেপ্টেম্বর মাসে এমপিও আপডেট করা হয়েছে। এখানে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, উচ্চতর স্কেল/সিলেকশন গ্রেড, সহকারী অধ্যাপক স্কেল সহ প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাস জনিত কারণে অনলাইনে এমপিও শিট পাওয়া যাবে। তাই অযথা ঝুঁকি না বাড়িয়ে, অনলাইনে এমপিও শিট সংগ্রহ করুন।
এমপিও শিট সংগ্রহের লিংক-
নির্দেশনা: লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করুন। এরপর ব্রাউজ করুন। অধিদপ্তর এর গুগল ড্রা্ইভ এর ঠিকানায় পৌঁছালে ব্যাংকে নাম লেখা কতকগুলো ফোল্ডার পাবে।
এবার আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা উত্তোলন করে সে ব্যাংকের নামের ফোল্ডারে ক্লিক করুন। সেখানে এমপিও শিট, টপ শিট ও ভাউচার নামের কতগুলো ফাইল পাবেন।
এখানে জেলা ও থানা/উপজেলা ভিত্তিক প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। এখানে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট খুঁজে বের করে তা প্রিন্ট করুন।
Madrasah Teacher-Employer MPO Sheet Correction Notice
মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এমপিও শিটে ভুল তথ্য সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এর আগে MEMIS Cell এর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, MEMIS Cell Software এর মাধ্যমে এমপিও শিটের ভুল সংশোধন করা যাবে না।
কোন শিক্ষক-কর্মচারীর এমপিও শিটে নাম, জন্ম তারিখ, পদবী, ব্যাংক হিসাব নম্বর ভুল হলে, সরাসরি অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে।প্রয়োজনীয় কাগজ-পত্র সংযুক্ত আবেদনপত্র, অধিদপ্তরে সরাসরি পৌছাতে হবে।
এর মধ্যে ০৬/১০/২০২০ খ্রিষ্টাব্দ তারিখে, এমপিও শিটের ভুল সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এমপিও শিট সংশোধন কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে। প্রয়োজনে একাধিকবার বা সপ্তাহে একবার সভা করবে বলে জানানো হয়।
আরো পড়ুন:
নতুন এমপিও আবেদন করার আগে সতর্ক হোন
Shikkhok Batayon Registration & Login | শিক্ষক বাতায়ন নিবন্ধন
এমপিও শিটের ভুল সংশোধনের কমিটির গঠনের আদেশের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।
তথ্যসূত্র-