তিন বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা

তিন বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। বন্যার কারণে ৮ জুলাই তারিখ পর্যন্ত সিলেট বিভাগে এইচএসসি, মাদ্রাসা ও কারিগরির আলিম সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সিলেট বিভাগে তিন বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা

তিন বোর্ডের এইচএসসি আলিম সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে। ২০ জুন তারিখের এক নোটিশে সিলেট বিভাগে তিন বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা ৮ জুলাই তারিখ পর্যন্ত স্থগিত করা হয়।

সিলেট বিভাগে যেসব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে-

সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সিলেট বিভাগে উপরোক্ত বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই তারিখ থেকে পূর্বের প্রকাশিত রুটিন অনুসারে এই তিন বোর্ডের পরীক্ষা গ্রহণ করা হবে।

সতর্ক হোন

উল্লেখ থাকে যে, সিলেট বিভাগ ব্যতীত মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড এবং অন্য ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সব বোর্ডে পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হবে। (নিচের অনুচ্ছেদে যুক্ত নোটিশ পড়ুন)।

সিলেট বিভাগে তিন বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচী

সিলেট বিভাগে তিন বোর্ডের ৩০ জুন থেকে ৮ জুলাই তারিখ পর্যন্ত স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করা হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতির স্বাক্ষরিত সিলেট বিভাগের পরীক্ষা স্থগিতের নোটিশ দেখুন।

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিতের নোটিশ

আরো দেখুন:

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ (HSC Routine 2024)

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ৩০ জুন ২০২৪

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন