Home » রেজাল্ট » এইচএসসি রেজাল্ট ২০২৩: নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড করুন

এইচএসসি রেজাল্ট ২০২৩: নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড করুন

নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড ২০২৩

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ প্রকাশ করা হবে। এইচএসসির রেজাল্ট প্রকাশের পর হতে অনলাইনে eboardresults.com ওয়েবসাইট থেকে, নম্বর সহ HSC ফলাফলের মার্কশিট ডাউনলোড করার নিয়ম জানুন।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩: নম্বর সহ HSC Result 2023 মার্কশিট ডাউনলোড করুন

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রেজাল্ট, ২৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ বেলা ১১ টায় প্রকাশ করা হবে।

এইচএসসি সমমান রেজাল্ট প্রকাশের পর অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে হতে, প্রকাশিত রেজাল্ট মার্কশিট সহ নম্বরপত্র ডাউনলোড করা যাবে।

অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের মেসেজ এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট প্রাপ্ত জিপিএ পয়েন্ট সহ পূর্ণ নম্বর সহ জানা যাবে।

অনলাইন ও মোবাইল মেসেজে সকল বোর্ডের মার্কশিট নম্বরপত্র সহ এইচএসসি রেজাল্ট জানতে, প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

আরো জানুন:

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ (HSC Result 2023)

HSC Result 2023: অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

নম্বর সহ HSC Result 2023 মার্কশিট ডাউনলোড করার নিয়ম

এইচএসসি পরীক্ষার প্রকাশিত রেজাল্ট সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে শিক্ষা বোর্ড পরিচালিত নিচের দুটি সরকারি ওয়েবসাইট থেকে সকল প্রকার রেজাল্ট সরবরাহ করা হয়। এসব রেজাল্টের তথ্য সংরক্ষণ ও সরবরাহ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইটের ঠিকানা-

https://eboardresults.com

http://www.educationboardresults.gov.bd

উপরের দুই রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট সহজে জানা যাবে। তবে eboardresults.com ওয়েবসাইট থেকে পূর্ণ নম্বর সহ এইচএসসি রেজাল্ট দেখা যাবে।

eboardresults.com ওয়েবসাইট থেকে মার্কশিট সহ HSC ফলাফল দেখবেন যেভাবে

২০২৩ সালের প্রকাশিত এইচএসসি পরীক্ষার রেজাল্টের মার্কশিট ডাউনলোড করতে নিচের ওয়েবসাইট ঠিকানায় যেতে হবে।

https://eboardresults.com/v2/home

উপরের ঠিকানাটি কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে নিচের ছবির মত এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে।

আশা করি WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS লেখা পাতাটি দেখতে পাচ্ছেন।

এবার নিচের বোর্ডের রেজাল্ট সার্চ ফরমে পরীক্ষার ও পরীক্ষার্থীর তথ্য দিয়ে সবশেষের Get Result বাটনে ক্লিক করলে, এইচএসসি রেজাল্টের নম্বরপত্র মুহূর্তেই ডাউনলোড করা যাবে।

মার্কসীট সহ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

উপরের এবার জেনে নিন eboardresults.com ওয়েবসাইটের রেজাল্ট সার্চ পাতায় কোথায়, কোন কোন তথ্য নির্বাচন ও লিখে দিতে হবে।

Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন: HSC/Alim/Equivalent অপশনটি নির্বাচন করুন।

Board: পরীক্ষার্থীর নিজ বোর্ডের নাম নির্বাচন করুন। যেমন: Dhaka. পরীক্ষার্থী অন্য কোন বোর্ডের হলে সেই বোর্ড নির্বাচন করুন।

Year: পরীক্ষা যে সালের সে বছরটি নির্বাচন করুন। যেমন এবারের পরীক্ষা ২০২৩ সালের। তাই এখানে 2023 নির্বাচন করুন।

Result Type: পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট দেখতে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষার্থীর নিজ নিজ রেজাল্ট দেখতে অবশ্যই Individual টাইপ নির্বাচন করুন। এই অপশনটি নির্বাচন করা হলে নতুন কয়েকটি অপশন সার্চ পাতায় যুক্ত হবে।

Roll: এখানে পরীক্ষার্থীর নিজ রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।

Registration: এখানে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দিন।

Security Key (4 digits): এখানে দেখা ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। এখানে ভুল হলে এরর দেখা দিবে। তাই সতর্ক থাকুন।

Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও নাম্বার মার্কসীট সহ এইচএসসি রেজাল্ট দেখা যাবে।

২০২৩ সালে প্রকাশিত এইচএসসি রেজাল্ট নম্বর সহ মার্কশিট ডাউনলোড করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম জানুন

এইচএসসি নাম্বার সহ মার্কশিট রেজাল্ট ২০২৩ (সকল বোর্ড)

তথ্যসূত্র-

EDUCATION BOARD RESULT PUBLICATION SYSTEM.

4 Comments

    1. এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করে এইচএসসি পরীক্ষার মার্কসীট দেখতে পারবেন। আপনি অভিজ্ঞ এক ব্যক্তির সাহায্য নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।