জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদনের নিয়মাবলী, ভর্তির যোগ্যতা, পরীক্ষার ফি ও সময়সূচী সম্পর্কে জানুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স ভর্তি সার্কুলার ২০২০-২০২১: NU Professional Admission 2021
এক নজরে...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্স সমূহের, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
০৬ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ভর্তি ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি (সার্কুলার) প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, প্রফেশনাল কোর্সের ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রফেশনাল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহন করা হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
বিঃ দ্রঃ– ১৩ ডিসেম্বর তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, ২য় পর্যায়ের প্রাথমিক অনলাইন আবেদন ও কলেজ নিশ্চয়নের সময়সূচি প্রকাশ করা হয়েছে। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।
ভর্তিকৃত প্রফেশনাল কোর্সের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হয়েছে ২০ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ থেকে।
উল্লেখ্য, এর আগে একবার প্রফেশনাল কোর্সের ভর্তির সময়সূচী প্রকাশ করেও, করোনা পরিস্থিতি কারণে বাতিল করা হয়।
স্নাতক (সম্মান) প্রফেশনালের ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন ও কলেজ কর্তৃক নিশ্চয়ন
উক্ত কোর্সের ২য় পর্যায়ের প্রাথমিক অনলাইন আবেদন ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
স্নাতক (সম্মান) প্রফেশনালের ১ম বর্ষ ভর্তিতে, ১ম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছে, তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
২য় পর্যায়ের অনলাইন আবেদন ওয়েবসাইটের ঠিকানা: www.nu.ac.bd/admissions
নিচের বিজ্ঞপ্তি থেকে প্রফেশনাল ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির, ২য় প্রাথমিক আবেদন ও কলেজ নিশ্চয়ন সম্পর্কীত তথ্য ভালোভাবে পড়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।
সতর্কতাঃ ভর্তির আবেদনের আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। ভর্তির কোন তথ্য পরিবর্তন হলে টিচার নিউজ বিডি কর্তৃপক্ষ দায়ী নয়। নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে ভর্তির আপডেট তথ্য জানুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স ১ম বর্ষ স্নাতক সম্মান অনলাইন ভর্তি আবেদনের সময়সূচী
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয় ১২/০৯/২০২১ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ টা থেকে।
ভর্তির প্রাথমিক আবেদনের শেষ সময় ছিলো ২৮/০৯/২০২১ খ্রি. তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।
প্রাথমিক ভর্তির আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০/= (তিনশত টাকা), সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়ার তারিখ ১৩/০৯/২০২১ থেকে ২৯/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
কলেজ কর্তৃক অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন নিশ্চয়ন করার তারিখ ১৩/০৯/২০২১ থেকে ৩০/০৯/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও অনলাইনে প্রাথমিক আবেদনের ঠিকানা:
www.nu.ac.bd/admissions
http://app1.nu.edu.bd/
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি | NU Exam Notice 2021
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্সে ভর্তির যোগ্যতা
যে কোন বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখা হতে ২০১৬, ২০১৭, ২০১৮ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫। ২০১৮, ২০১৯, ২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা হতে ২০১৬, ২০১৭, ২০১৮ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০। ২০১৮, ২০১৯, ২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্তরা ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবেন।
কারিগরি বোর্ডের শিক্ষার্থী ও ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের যুক্ত বিজ্ঞপ্তির ১ নং অনুচ্ছেদ (আবেদনের যোগ্যতা) দেখুন।
আরো পড়ুন: ২০১৯ সালের ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার রুটিন | NU Degree 2nd Year Routine
প্রফেশনাল কোর্স ১ম বর্ষ স্নাতক ভর্তি আবেদন ফি এর হার
অনলাইনে প্রাথমিক আবেদন করার সময় প্রার্থীকে ৩০০/= (তিন শত টাকা) কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। এই টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে।
কোর্স ভিত্তিক রেজিস্ট্রেশন ফি
নিচের কোর্সগুলোর জন্য রেজিঃ ফি বাবদ ১০৩৫/= (এক হাজার পঁয়ত্রিশ টাকা) পরিশোধ করতে হবে।
Bachelor of Business Administration (BBA)
Bachelor of Education (BEd)
Bachelor of Fine Arts (BFA)
Apparel Manufacture and Technology (AMT)
Fashion Design and Technology (FDT)
Knitwear Manufacture and Technology (KMT)
নিচের কোর্সগুলোর জন্য সর্বমোট ১৫৩৫/= (এক হাজার পাঁচ শত পঁয়ত্রিশ টাকা) পরিশোধ করতে হবে।
Computer Science and Engineering (CSE)
Electronics and Communication Engineering
(ECE)
Tourism and Hospitality Management (THM)
Theatre and Media Studies (TMS)
নিচের কোর্সগুলোর রেজিঃ ফি বাবদ মোট ১৫০৩৫ (পনের হাজার পঁয়ত্রিশ টাকা) প্রদান করতে হবে।
BBA in Aviation Management
BSc in Aeronautical and Aviation Science
এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ও ভর্তি পুনঃবহাল ফি বাবদ ৭০০/= (সাত শত টাকা) পরিশোধ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল কোর্স ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি নোটিশ দেখুন
২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রফেশনাল কোর্স ১ম বর্ষ অনার্স শ্রেণির ভর্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকরে জানাতে পারেন। যে কোন তথ্যের প্রয়োজনে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।
আর উপরোক্ত ভর্তি তথ্যে কোন ভুল-ত্রুটি বা তথ্যগত অসঙ্গতি লক্ষ্য করলে দ্রুত আমাদের জানান।
আরো দেখুন:
২০১৯ সালের ডিগ্রি পাস কোর্স ৩য় বর্ষ পরীক্ষার রুটিন | National University Routine
National University (NU) Notice | জাতীয় বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক নোটিশ
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৩/১২/২০২১ খ্রি. তারিখ ০৭:৩৮ অপরাহ্ন।