২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিকের তৃতীয় ধাপের লিখিত (MCQ) পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। সবশেষ তৃতীয় এই ধাপের পরীক্ষায় অংশ নেবেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ২০২৪
প্রাথমিকের ৩য় ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ২৩ মার্চ থেকে প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড বিতরণ শুরু হবে। এ বিষয়ের বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
এবারে তিন ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের আবেদন গ্রহণ ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দুই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুই ধাপের চুড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক নিয়োগের ভাইভা পরীক্ষার নম্বর বিভাজন যেভাবে