প্রাথমিক বিদ্যালয়ের রমজানে ক্লাসের সময়সূচি প্রকাশ

প্রাথমিক বিদ্যালয়ের রমজানে ক্লাসের সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সময়সূচি অনুসারে ক্লাস পরিচালনার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রমজান মাসের ক্লাসের নতুন সময়সূচি প্রকাশ

৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে, প্রাথমিকের রমজান মাসের শ্রেণি কার্যক্রম পরিচালনার নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত চলবে।

উক্ত সময়সূচি সকল ধরণের বিদ্যালয়ের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি প্রদান করে শ্রেণি কার্যক্রমের রুটিন প্রণয়ন করবেন।

এ সময়সূচি শুধুমাত্র পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ দেখুন।

প্রাথমিক বিদ্যালয়ের রমজানে ক্লাসের সময়সূচি

প্রাথমিক বিদ্যালয়ের রমজানে ক্লাসের সময়সূচি সম্পর্কে আরো জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার তারিখ ২০২৪

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৫ম শ্রেণির বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৪

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন