এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২৩ (বোর্ড চ্যালেঞ্জ)

২০২৩ সালের সকল বোর্ডের এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২৮ আগস্ট প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখা। এছাড়া রেজাল্ট প্রকাশমাত্রই নিচের প্রতিবেদনের ফলাফলের পিডিএফ কপির ডাউনলোডের লিংক প্রদান করা হবে।

সদ্য সংবাদ: এসএসসি সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২৮ আগস্ট প্রকাশ করা হয়েছে। ফলাফলের পিডিএফ কপি ডাউনলোড করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২৩ সালের এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট (বোর্ড চ্যালেঞ্জ)

এসএসসি-দাখিল সমমান পরীক্ষার ফলাফল ২৮ জুলাই ২০২৩ খ্রি. তারিখ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনলাইন ও মোবাইল মেসেজে দেখা যাচ্ছে।

এসএসসির ও দাখিলের কোন পরীক্ষার্থী তার নিজের ফলাফলে সতুষ্ট হতে না পারলে, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবেন।

নির্ধারিত পরিমান ফি জমা দিয়ে প্রতি পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করার পর বোর্ড আবেদনকারীর বিষয় ও পত্রের খাতা পুনঃ মূল্যায়ন করে দেখবে।

যদি দেখা যায় পরীক্ষার্থী তার খাতায় বেশী নাম্বার পেয়েছেন তাহলে পরীক্ষার্থীর প্রকাশিত ফলাফল আবারো নতুন করে প্রকাশ করা হবে।

এসএসসি দাখিল সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি প্রতি পত্রে ১২৫/= টাকা।

এসএসসি-দাখিল ও ভোকেশনাল ফলাফল (উত্তরপত্র) পুনঃনিরীক্ষণ তারিখ

বোর্ডের বিজ্ঞপ্তিতে এসএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বেঁধে দেওয়া হয়েছে। সকল বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন একই সাথে শুরু হচ্ছে।

সকল বোর্ডের এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের দাখিল ও ভোকেশনাল ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে ২৯ জুলাই ২০২৩ খ্রি. তারিখ থেকে।

সকল বোর্ডের পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে ৪ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। পুনঃনিরীক্ষণ ফি হিসাবে প্রতি পত্রে দিতে হবে ১২৫/= টাকা। দুই পত্র বিশিষ্ট বিষয়ে ফি ২৫০/= টাকা।

আরো জানুন:

BTEB Result 2023: SSC (Vocational) HSC (Voc-BM)

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ (মার্কশীট নাম্বার সহ)

এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নিয়ম ও ফি

২০২৩ সালের এসএসসি-দাখিল সহ কারিগরির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফি এর হার প্রতি পত্রে ১২৫/= (একশত পঁচিশ) টাকা।

কেবলমাত্র টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে এই আবেদন করা যাবে। মোবাইলে প্রয়োজনীয় ব্যালেন্স যোগ করে তারপর আবেদন করুন। কারণ আবেদন প্রক্রিয়ার সময় মোবাইলে নির্ধারিত পরিমাণ ফি পরিশোধের জন্য ব্যালেন্স থাকতে হবে।

আর যে বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, সে বিষয়গুলোর সাবজেক্ট কোড নম্বর প্রয়োজন হবে। একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে।

সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রে কেবলমাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ভিন্ন হবে।

বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের নাম অবশ্যই ইংরেজী অক্ষরে লিখতে হবে।

নিচের বিজ্ঞপ্তি পড়ে কোন অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় এই আবেদন করুন। কোন ভুল তথ্য বা ফরম্যাটে আবেদন করলে তা বাতিল হতে পারে।

কেবলমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে-এমন বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।

রাজশাহী বোর্ডের এসএসসি উত্তরপত্র পুনঃ মূল্যায়ন বিজ্ঞপ্তি দেখুন।

অন্য সব বোর্ডের আবেদনের ক্ষেত্রে কেবলমাত্র বোর্ডের নামে প্রথম তিন অক্ষর পরিবর্তন করতে হবে।

এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নিয়ম ২০২৩

২০২৩ সালের দাখিল পরীক্ষার বোর্ড চালেঞ্জ আবেদন করা নিয়ম জানুন নিচের যুক্ত মাদ্রাসা বোর্ডের নোটিশ থেকে।

দাখিল পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম নোটিশ ২০২৩

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করার নিয়ম জানুন নিচের যুক্ত নোটিশ থেকে।

কারিগরি বোর্ড এসএসসি-দাখিল ভোকেশনাল উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নোটিশ ২০২৩

২০২৩ সালের এসএসসি-দাখিল ও কারিগরির সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করতে অসুবিধা হলে আমাদের জানান।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

SSC Result 2023: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

SSC-Dakhil Result 2023 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ২৮/০৮/২০২৩ খ্রি. তারিখ ১১:৪৫ পূর্বাহ্ন।

“এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২৩ (বোর্ড চ্যালেঞ্জ)”-এ 69-টি মন্তব্য

  1. করোনা পর ১২ সেপ্টেম্বরে স্কুল খুলছেন আমি হয়তো ১৫/২৫ দি মতো ক্লাস করার আমি খুব অসুস্থ হয়ে পরি তাই স্কুলের আর জেতে পারি নাই মাননীয় শিক্ষামন্ত্রী একটু বিবেচনা করবেন

    জবাব
  2. এসএসসি পরীক্ষায় যারা এক বিষয়ে ফেইল করছে এবং রেজাল্ট পূনঃনিরীক্ষনের জন্য আবেদন করছে তারাও কি ১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবে?

    জবাব
    • রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর রেজাল্ট পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবারো আবেদন নেওয়া হবে। ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।

    • বরিশাল বোর্ডের বিজ্ঞপ্তিতে যে বিষয়ের পরীক্ষা হয় নি, সে বিষয়ে পুনঃনিরীক্ষণ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের পুনঃনিরীক্ষণ ফরম্যাটের নির্দেশনা জানতে বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন। ধন্যবাদ।

  3. আমি প্রথম পরিক্ষাটায় বিষয়কোট লিখতে ভুল কইরা ফালাইছি,,জার কারণে আমার কুরআনমাজিদ পরিক্ষা খারাপ করেছি আমার বিস্বাস আমার পরিক্ষারখাতাটা দেখলে আমি পাস করে জাব

    জবাব
  4. মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্টের চেঞ্জ করতে কিভাবে নিয়ম অনুসরণ করতে হবে? এবং কত টাকা ফি প্রদান করতে হবে? এই বিষয়ে আপনারা কোন গাইডলাইন দেননি

    জবাব
  5. টেকনিক্যাল বোর্ডের পুন নিরীক্ষণ অনেকে কলেজ থেকে করেছে। কিন্তু কম্পিউটার বা মোবাইল থেকে হচছে না কেন? টেকনিক্যাল বোর্ডের পুন নিরীক্ষণের সঠিক… উদাহরণ /ফরম্যাট টা দেন..

    জবাব
    • যদি বোর্ডে ম্যানুয়ালি ভর্তির সুযোগ দেওয়া হয় তাহলে সংশ্লিষ্ট বোর্ডে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সবচেয়ে ভালো হয় যদি বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয়ে যোগাযোগ করেন। ধন্যবাদ।

    • এখন পর্যন্ত ফল প্রকাশ হয় নি। অপেক্ষা করুন। এই প্রতিবেদন থেকে কারিগরি এইচএসসি পুনঃনিরীক্ষণ রেজাল্ট জানতে পারবেন।

    • কারিগরি বোর্ডের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের লিংক থেকে সরাসরি রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ।

    • জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

  6. ২০২৩ এসএসসি তে GPA-5 পেয়েছে,পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২৩ (একটি সাবজেক্টে ) এর রেজাল্ট কবে দিবে? রেজাল্ট না দেওয়া পর্যন্ত কি কলেজে ভর্তি হতে পারবে না

    জবাব
  7. মাদ্রাসা বোর্ড ঢাকা কতো জন bord challenge কোরেছে জদি একটু বোলতেন মাদ্রাসা থেকে কতজন ছাত্রছাত্রী বোর্ড চ্যালেঞ্জ করেছে??
    একটু বোলবেন pls

    জবাব
  8. আপনাদের দেওয়া নোটিশের ভিত্তিতে নির্দেশনা মোতাবেক আমি আমার বোনের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করেছিলাম।
    সেখানে একাধিক বিষয়ের জন্য চ্যানেল ছিল। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের পর দেখা যায় সেখানে বোনের রোল নাম্বার অনুপস্থিত।
    আমি এবং আমার বোন খুবই শিওর ছিলাম ফলাফল পরিবর্তন হবে।
    আমি নিজ টেলিটক সিম থেকে খাতা চ্যালেঞ্জে আবেদনটি করেছিলাম।
    পেমেন্ট ও কমপ্লিট হয়েছিল।
    এক্ষেত্রে কোনোভাবে কি পুনঃনিরক্ষণ অসম্পূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে?

    আর থাকলে সেটা যাচাই করা সম্ভব কি?

    জবাব

মন্তব্য করুন