এসএসসি-দাখিল ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২০২২ (বোর্ড চ্যালেঞ্জ)
২০২২ সালের এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
দেশের ৯ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ রেজাল্ট এই প্রতিবেদন থেকে জানা যাবে। (নিচের অনুচ্ছেদে দেখুন)।
সদ্য সংবাদ: কলেজ ও মাদ্রাসার একাদশ শ্রেণির অনলাইন ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
২০২২ সালের এসএসসি-দাখিল ও সমমান ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট (বোর্ড চ্যালেঞ্জ)
এক নজরে...
দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ও কারিগরির ভোকেশনাল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে।
এসএসসি পুনঃ নিরীক্ষণ রেজাল্ট প্রকাশের পর হতে শিক্ষার্থীর নিজ বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট হতে রেজাল্ট দেখা যাচ্ছে।
প্রকাশিত এসএসসি-দাখিল ও কারিগরির সমমানের ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা নম্বর কম পেলে, পরীক্ষার্থীদের ফল পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, এসএসসি সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন গ্রহণের শেষ তারিখ ছিলো ৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। ২৪ ডিসেম্বর পুনঃনিরীক্ষণের রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
নিচের লিংকগুলো থেকে এসএসসি সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখুন।
ঢাকা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখুন এখান থেকে।
মাদ্রাসা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট পাওয়া যাবে এখানে।
যশোর শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
কুমিল্লা বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে এখানে।
বরিশাল বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
রাজশাহী বোর্ড এর পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখুন এখান থেকে।
চট্টগ্রাম বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে এখান থেকে।
দিনাজপুর বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
সিলেট বোর্ডের পুনঃনিরীক্ষণ রেজাল্ট দেখা যাবে এখান থেকে।
ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
কারিগরি বোর্ড এর এসএসসি-দাখিল ভোকেশনাল পুনঃনিরীক্ষণ ফলাফল দেখুন এখান থেকে।
এসএসসি-দাখিল ও ভোকেশনাল ফলাফল (উত্তরপত্র) পুনঃনিরীক্ষণ সময়সূচি
বোর্ডের বিজ্ঞপ্তিতে এসএসসি সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় বেঁধে দেওয়া হয়েছে। সকল বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন একই সাথে শুরু হবে।
সকল বোর্ডের এসএসসি, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের দাখিল ও ভোকেশনাল ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হয়েছে ২৯ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে।
সকল বোর্ডের পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
আরো জানুন:
BTEB Result 2022: SSC (Vocational) HSC (Voc-BM)
এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২২ (মার্কশীট নাম্বার সহ)
এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নিয়মাবলি ও ফি
লক্ষ্য করুন: এবারের এসএসসি-দাখিল সহ কারিগরির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফি এর হার প্রতি পত্রে ১২৫/= (একশত পঁচিশ) টাকা।
কেবলমাত্র টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে এই আবেদন করা যাবে। মোবাইলে প্রয়োজনীয় ব্যালেন্স যোগ করে তারপর আবেদন করুন। কারণ আবেদন প্রক্রিয়ার সময় মোবাইলে নির্ধারিত পরিমাণ ফি পরিশোধের জন্য ব্যালেন্স থাকতে হবে।
আর যে বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, সে বিষয়গুলোর সাবজেক্ট কোড নম্বর প্রয়োজন হবে। একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে।
মাদ্রাসা ও কারিগরি ও অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কেবলমাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ভিন্ন হবে।
বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের নাম অবশ্যই ইংরেজী অক্ষরে লিখতে হবে।
নিচের বিজ্ঞপ্তি পড়ে কোন অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় এই আবেদন করুন। কোন ভুল তথ্য বা ফরম্যাটে আবেদন করলে তা বাতিল হতে পারে।
কেবলমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে-এমন বিষয়গুলোর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
ঢাকা বোর্ডের এসএসসি উত্তরপত্র পুনঃ মূল্যায়ন বিজ্ঞপ্তি দেখুন
২০২২ সালের এসএসসি-দাখিল ও কারিগরির সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করতে অসুবিধা হলে আমাদের জানান।
আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
SSC Result 2022: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
SSC-Dakhil Result 2022 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১১/১২/২০২২ খ্রি. তারিখ ১১:৪৫ অপরাহ্ন।
RSC MAD 255839 101, 102
Send 16222
কিন্তু এখনো পিন নাম্বার আসে নাই।
দেখুন কোন ভুল হয়েছে কিনা। বিজ্ঞপ্তির তথ্যমত আবেদন করুন। এক্ষেত্রে অভিজ্ঞ কারো সাহায্য নিন। ধন্যবাদ।
করোনা পর ১২ সেপ্টেম্বরে স্কুল খুলছেন আমি হয়তো ১৫/২৫ দি মতো ক্লাস করার আমি খুব অসুস্থ হয়ে পরি তাই স্কুলের আর জেতে পারি নাই মাননীয় শিক্ষামন্ত্রী একটু বিবেচনা করবেন
মতামতের জন্য ধন্যবাদ।
রবি সিম দ্বারা করলে হবে না
না হবে না। কেবলমাত্র টেলিটক সিম দিয়ে এই আবেদন করতে হবে। ধন্যবাদ।
যশোর বোর্ডে বাংলা এবং ইংরেজি
খাতা চ্যালেঞ্জ করার জন্য সাব্জেক্ট কোড ১০১,১০২,১০৭ ও ১০৮ দিলেও SORRY, SUBJECT CODE (101) NOT ALLOWED এভাবে প্রত্যেক সাব্জেক্ট এর জন্য ম্যাসেজ আসছে। এর প্রতিকার কি?
যে সব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না-এমন তথ্য যশোর বোর্ডের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
English er jonno abedon kora jabe ki
Jodi english e A thakto JSC te tobe A+ ashto
পুনঃ নিরক্ষ রেজাল্ট কবে জানতে পারব ২০২১
এই প্রতিবেদনে পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পড়ুন। ধন্যবাদ।
কেউ যদি ১ বিষয়ে ফেল করেছে সেকি একাদশ শেনিতে ভর্তি হতে পারবে।
ফেল করা শিক্ষার্থী একাদশে ভর্তি হতে পারবে না। ধন্যবাদ।
এসএসসি পরীক্ষায় যারা এক বিষয়ে ফেইল করছে এবং রেজাল্ট পূনঃনিরীক্ষনের জন্য আবেদন করছে তারাও কি ১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবে?
রেজাল্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর রেজাল্ট পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবারো আবেদন নেওয়া হবে। ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। ধন্যবাদ।
ভোকেশনাল এর পুনঃনিরিখন ফলাফল দেখতে পাচ্ছি ব্না কেন
ভোকেশনাল পুনঃনিরীক্ষণ ফলাফল এখনো আমরা পায়নি।
যাদের এক বিষয়ে ফেল হয়েছে তারা কি ভতি হতে পারবে।
না, কোন ফেল শিক্ষার্থী ভর্তি হতে পারবে না।
আমার বোর্ড রাজশাহী আমার ইতিহাসে ফেল এসেছে আমি বোর্ড চ্যালেন্জ করেছি| এই রেজাল্ট কিভাবে দেখবো !আর কবে রেজাল্ট প্রকাশ হবে
রাজশাহী বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে ফলাফল পাওয়ার লিংক দেওয়া হয়েছে। প্রয়োজনে দেখুন।
মাদ্রাসা বোর্ডে, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করে? আর যেই গুলো পরিক্ষা হয় নায় সেই গুলো কি চ্যালেঞ্জ করা জাবে?
বরিশাল বোর্ডের বিজ্ঞপ্তিতে যে বিষয়ের পরীক্ষা হয় নি, সে বিষয়ে পুনঃনিরীক্ষণ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের পুনঃনিরীক্ষণ ফরম্যাটের নির্দেশনা জানতে বোর্ডের বিজ্ঞপ্তি দেখুন। ধন্যবাদ।
আমি প্রথম পরিক্ষাটায় বিষয়কোট লিখতে ভুল কইরা ফালাইছি,,জার কারণে আমার কুরআনমাজিদ পরিক্ষা খারাপ করেছি আমার বিস্বাস আমার পরিক্ষারখাতাটা দেখলে আমি পাস করে জাব
উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করে দেখতে পারেন। ধন্যবাদ।
বি এম বিভাগের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বিষয় কোড ও বোর্ড বসাতে পারছি না
কারিগরি বোর্ডে এখনো উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। একদিন অপেক্ষা করে দেখুন। ধন্যবাদ।
কারিগরি থেকে বোর্ড চ্যালেঞ্জ দেওয়া হলে জানাবেন প্লিজ
এখন পর্যন্ত কারিগরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রকাশ হলে আমরা এখানে তার নোটিশ যুক্ত করবো। ধন্যবাদ।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্টের চেঞ্জ করতে কিভাবে নিয়ম অনুসরণ করতে হবে? এবং কত টাকা ফি প্রদান করতে হবে? এই বিষয়ে আপনারা কোন গাইডলাইন দেননি
মাদ্রাসা বোর্ডের আলিম পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি যুক্ত করা হয়েছে। ধন্যবাদ।
টেকনিক্যাল বোর্ডের পুন নিরীক্ষণ অনেকে কলেজ থেকে করেছে। কিন্তু কম্পিউটার বা মোবাইল থেকে হচছে না কেন? টেকনিক্যাল বোর্ডের পুন নিরীক্ষণের সঠিক… উদাহরণ /ফরম্যাট টা দেন..
প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। দেখুন।
RSC Mym roll 176,177,178,179
আমার ফিরতি মেসেস আসে না কেনো।
এবিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তির সাহায্য নিন। ধন্যবাদ।
পুনঃ নিরক্ষনের আবেদনে মোবাইল নম্বর ভুল হলে করনীয়।
পুনঃনিরীক্ষণ আবেদন নতুন একটি মোবাইল নাম্বার দিয়ে করার চেষ্টা করুন।
পুন নিরীক্ষণ এর রেজাল্ট কবে ও কিভাবে পাব বলেন
ফেব্রুয়ারির ১৩ তারিখে দেওয়ার কথা আছে। বোর্ড ওয়েবসাইট বা এই প্রতিবেদন থেকে প্রকাশিত রেজাল্ট পাবেন।
পুনঃমূল্যায়ন পরীক্ষার ফলাফল কিভাবে জানা যাবে?
বোর্ডের বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ফল প্রকাশ হলে এই প্রতিবেদনে ফলাফলের লিংক সরবরাহ করা হবে। ধন্যবাদ।
স্যার ম্যনুয়াল সিস্টেম কি দেওয়া হবে,,, যদি একটু জানান ভাল হবে,,
যদি বোর্ডে ম্যানুয়ালি ভর্তির সুযোগ দেওয়া হয় তাহলে সংশ্লিষ্ট বোর্ডে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সবচেয়ে ভালো হয় যদি বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে এবিষয়ে যোগাযোগ করেন। ধন্যবাদ।
কত জন শিক্ষার্থী ভর্তির বাকি রয়েছে সরকার কি তাদের,, সুযোগ দেবেনা,,,
দেখা যাক বোর্ড এ বিষয়ে কি সিদ্ধান্ত দেয়। অপেক্ষা করুন অথবা বোর্ডে যোগাযোগ করুন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষনে রেজাল্ট কি প্রকাশ হয়েছে?
আজ হবে। অপেক্ষা করুন।
এইচএসসি বিএম এর পুনঃনিরীক্ষনের ফলাফল কি প্রকাশিত হয়েছে?
এখন পর্যন্ত ফল প্রকাশ হয় নি। অপেক্ষা করুন। এই প্রতিবেদন থেকে কারিগরি এইচএসসি পুনঃনিরীক্ষণ রেজাল্ট জানতে পারবেন।
এইচএসসি বিএম এর পুনঃনিরীক্ষনের ফলাফল কি প্রকাশিত হয়েছে?
হ্যাঁ, প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে যুক্ত লিংক থেকে কারিগরির পুনঃনিরীক্ষণ ফল জানতে পারবেন।
টেক্নিক্যাল বোর্ডের রেজাল্ট কবে দেবে জানাবেন।
কারিগরি বোর্ডের পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের লিংক থেকে সরাসরি রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ।
অনার্সে কি ভর্তি শুরু হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
নিরীক্ষণ এর ফলে রেজাল্ট কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে?
সম্ভবত না।
SSC re exam er result kivabe pabo, SSC exam 2022
এসএসসি পুনঃনিরীক্ষণ রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।