বুটেক্স ভর্তি পরীক্ষা ২০২৩: পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন
বুটেক্স ভর্তি পরীক্ষা ২০২৩: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন প্রকাশ করেছে।
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন চলবে ১২ এপ্রিল থেকে ১৩ মে তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন ২০২৩ খ্রি. তারিখে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি পরীক্ষা ২০২৩: পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন
এক নজরে...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সূচি, ভর্তি ফি, পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশ করা হয়েছে।
বুটেক্স ভর্তি আবেদন শুরু হবে ১২ এপ্রিল থেকে। ভর্তি আবেদন করা যাবে ১৩ মে ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফি ২০০/= টাকা। যোগ্য প্রার্থীদের ৮০০/= টাকা ভর্তি ফি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
বুটেক্স ভর্তি পরীক্ষা ১৬ জুন সকাল ৯:৩০ টা হতে ১১:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৬ জুন ২০২৩ খ্রি. তারিখে। বুটেক্সে ভর্তিযোগ্য আসন ৬০০টি (কোটা সহ)।
আরো জানুন:
বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: আবেদনের যোগ্যতা ও পরীক্ষার তারিখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩ (CU Admission)
২০২৩ সালের বুটেক্স ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন
২০২৩ সালের বুটেক্স ভর্তি পরীক্ষা ২০২২ সালের বোর্ড কর্তৃক প্রকাশিত সিলেবাস অনাযায়ী অনুষ্ঠিত হবে।
দুই ঘন্টায় মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণিত পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ ও ইংরেজীতে (Functional English) ২০ নম্বরের প্রশ্নপত্র থাকবে।
প্রশ্ন বাংলা ও ইংরেজী উভয় ভার্সনে থাকবে। ভর্তি পরীক্ষার সময় কোন ধরণের প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ইলেকট্রনিক সীম/ডিভাইস যুক্ত ঘড়ি, কলম, ও অন্যন্য উপকরণ সাথে রাখা যাবে না।
তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোন প্রার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে ভর্তি পরীক্ষা বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে।
নিচের বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানুন।
২০২৩ সালের বুটেক্স ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন ২০২৩ (২২ বিশ্ববিদ্যালয়)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার মানবন্টন (এ, বি, সি ইউনিট)
জাবি ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি) ও প্রশ্নের নতুন মানবন্টন ২০২৩
তথ্যসূত্র-