এমপিও শিক্ষক-কর্মচারীদের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়

২০২৩ সালের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১৪৩০ বঙ্গাব্দের বৈশাখী উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে ১১ এপ্রিল তারিখে, স্কুল-কলেজ ও কারিগরির বৈশাখী ভাতার চেক হস্তান্তর করেছে। সবশেষে ১৩ এপ্রিল মাদ্রাসার চেক হস্তান্তর করার নিশ্চিত খবর পাওয়া গেছে।
এমপিও স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরির বৈশাখী ভাতার চেক ছাড়ের খবর ২০২৩
এক নজরে...
১৪৩০ বঙ্গাব্দের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বৈশাখী ভাতার চেক হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
১১ এপ্রিল স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের বৈশাখী ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তরের নিশ্চিত খবর এখন পাওয়া যায়নি। তবে এসব প্রতিষ্ঠানের চেক দ্রুত হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান।
আরো জানুন:
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
২০২৩ সালের স্কুল-কলেজের বৈশাখী উৎসব ভাতার চেক হস্তান্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ২০২৩ সালের স্কুল-কলেজের বৈশাখী উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে।
শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, বৈশাখীর চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
১১ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে, শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে বৈশাখী ভাতার চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ বৈশাখীর উৎসব ভাতার অর্থ উত্তোলন করেতে পারবেন ১৬/০৪/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের অনুচ্ছেদে বৈশাখী ভাতার চেক ছাড়ের নোটিশ ও স্মারক নম্বর দেখুন।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৮৮৮/৪, তারিখ: ১১/০৪/২০২৩।
স্কুল-কলেজের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়ের নোটিশ দেখুন।
School-College Boishakhi Vata MPO Sheet 2023: বৈশাখী এমপিও শিট ২০২৩
নিচের লিংক থেকে বৈশাখী ভাতার এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1kJsxMwjDRsop7PHI4diRPouEaT1-0P4B?usp=share_link
আরো পড়ুন:
Eid Bonus MPO: স্কুল-কলেজ শিক্ষকদের ঈদ বোনাসের চেক হস্তান্তর
কারিগরি শিক্ষক কর্মচারীদের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ১১ এপ্রিল তারিখে ছাড় করা হয়েছে।
কারিগরির শিক্ষক-কর্মচারীগণ বৈশাখীর উৎসব ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন ১৩/০৪/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
বৈশাখী ভাতার স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-৫১৪,৫১৫,৫১৬,৫১৭ তারিখ: ১০.০৪.২০২৩।
কারিগরির বৈশাখী ভাতা হস্তান্তরের নোটিশ দেখুন।
নিচের লিংক থেকে এমপিও শিট সংগ্রহ করা যাবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/2475_File_mpo_sheet1.html
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ১৪৩০ সালের বৈশাখী ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বৈশাখী ভাতার চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ বৈশাখী ভাতার অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১৮/০৪/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৯৯ তারিখ : ১৩.৪.২০২৩।
মাদ্রাসার বৈশাখী ভাতার এমপিও শিট আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে মাদ্রাসার বৈশাখী ভাতার এমপি সিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1zGiAqt9sEwREoFp-BTzg2ZaQIOX3uK67?usp=sharing
২০২৩ সালের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়
এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান]
Teacher MPO Notice 2023: Monthly Pay Order এমপিও নোটিশ
তথ্যসূত্র-
Thanks a lot for your updates
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
বোনাসের কি খবর? এখনো বোনাসের কোন খবর পাচ্ছি না। ঈদের আগে কি বোনাস পাব?
ঈদের বোনাস এখনো ছাড় হয়নি। এবিষয়ে নিশ্চিত খবর পেলে জানাবো। ধন্যবাদ।