Home » ভোকেশনাল ফরমপূরণের টাকা ফেরতের বিজ্ঞপ্তি (এসএসসি-দাখিল)

ভোকেশনাল ফরমপূরণের টাকা ফেরতের বিজ্ঞপ্তি (এসএসসি-দাখিল)

ভোকেশনাল (এসএসসি-দাখিল) ফরমপূরণের টাকা ফেরতের বিজ্ঞপ্তি

ভোকেশনাল (এসএসসি-দাখিল) ফরমপূরণের অব্যয়িত অংশের টাকা ফেরতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ড ও কেন্দ্র ফি ফেরতের হিসাব জানুন।

২০২১ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) ফরমপূরণের অব্যয়িত বোর্ড ও কেন্দ্র ফি এর টাকা ফেরতের বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষা বোর্ড চলতি সালের এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরমপূরণের অব্যয়িত অংশের টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড ও কেন্দ্র ফি এর আংশিক টাকা ফেরত দিতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কারিগরি বোর্ড। বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ০৭/১‌১/২০২১ খ্রি. তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করোনা সংক্রমণের কারণে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণে বাড়তি টাকা ফেরত দেওয়া হচ্ছে। এতে যে বিষয়গুলোর পরীক্ষা হবে না, সে বিষয়ের আদায়কৃত টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের বোর্ডের আদায়কৃত টাকার কিছু অংশ ফেরত দেওয়ার নির্দেশ দেন।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে, বোর্ড ও কেন্দ্র ফি বাবদ আদায় করা টাকার ফেরতকৃত অংশের টাকার হিসাব দেওয়া হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত টাকার হিসাব পাবেন।

আরো জানুন:

দাখিল ফরম পূরণের টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

এসএসসি ফরম ফিলাপের যত টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

ভোকেশনাল (এসএসসি-দাখিল) ফরম পূরণের অব্যয়িত বোর্ড ও কেন্দ্র ফি এর হিসাব

এখানে দুই খাত থেকে শিক্ষার্থীরা টাকা ফেরত পাবেন। এক. বোর্ডের কাছ থেকে বোর্ড ফি, আর দুই. কেন্দ্রের কাছ থেকে কেন্দ্র ফি বাবদ আদায় করা টাকা।

বোর্ড ফি হতে শিক্ষার্থী যত টাকা ফেরত পাবেন

২০২১ সালে বোর্ডে যারা ফরমপূরণ করেছে তাদের সকলকে, বোর্ড ফি বাবদ আদায় করা টাকার মধ্য থেকে ১০০/= (এক শত টাকা) ফেরত প্রদান করা হবে।

বোর্ডের ফেরত দেওয়া টাকা পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। ফেরত টাকা কখন পাওয়া যাবে তার সময় পরবর্তীতে বোর্ড জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্র ও ব্যবহারিক ফি বাবদ ফেরতকৃত টাকার হিসাব

এবছরের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের কেন্দ্র ফি হতে ১১২/= (এক শত বারো টাকা) ফেরত দেওয়া হবে।

আর যাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, তাদের পরীক্ষার্থী প্রতি ৪৫০/= (চার মত পঞ্চাশ টাকা) ফেরত প্রদান করা হবে।

পরীক্ষার্থীদের যে সব ব্যবহারিক বিষয়ে পরীক্ষা দিতে হবে না, সে সব বিষয়ের বিষয় প্রতি ১৬/= (ষোল টাকা) ফেরত পাওয়া যাবে।

ব্যবহারিক ফি বাবাদ কেন্দ্রের আদায়কৃত টাকার মধ্যে যে সব পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না, তাদের ১০০/= (এক শত টাকা) ফেরত দেওয়া হবে।

আর সেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ৫০/= (পঞ্চাশ) টাকা ফেরত প্রদান করা হবে।

এবিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি হতে।

ভোকেশনাল ফরম পূরণের অব্যয়িত বোর্ড ও কেন্দ্র ফি এর হিসাব

২০২১ সালের এসএসসি-দাখিল (ভোকেশনাল) ফরমপূরণের টাকা ফেরতের হিসাব জানতে উপরোক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন। আর কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

আরো দেখুন:

২০২১ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রুটিন

কারিগরি অ্যাসাইনমেন্ট: এসএসসি-দাখিল (ভোক) এইচএসসি (বিএম-ডিপ্লোমা)

ভোকেশনাল ছুটির তালিকা (কারিগরি জেএসসি, এসএসসি ও দাখিল শিক্ষা বর্ষপঞ্জি)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 Comments

  1. শেখ মোঃ জাকিরুল ইসলাম বলেছেন:

    মাওলানা মোঃ আবু হানিফ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বোয়াইলমারী কামিল মাদরাসা, সাঁথিয়া, পাবনা, দশম ভকেশনাল পরীক্ষার ফরম ফিলাফের টাকা নেওয়ার পরও অ্যার্ডমিট কার্ড দেওয়ার সময় ভকেশনাল পরীক্ষার্থীদের থেকে 13/11/2021 খ্রিঃ তারিখ কেন্দ্র ফি বাবদ 450/- এবং সেশান ফি বাবদ 50 টাকা করে নিয়েছে।

    1. বিষয়টি স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট বোর্ডে প্রমাণ সহ জানাতে পারেন। ধন্যবাদ।