এমপিও মাদ্রাসার এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড়
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মাদ্রাসা এপ্রিল এমপিও ২০২২: শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের চেক হস্তান্তর
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০২২ সালের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসার এপ্রিল মাসের বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি, মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, এপ্রিল মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেসরকারি এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১০ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
তবে এপ্রিল মাসের বেতন-ভাতা ঈদের আগে তুলতে না পারায়, মাদ্রাসা শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ তাদের এবার যৎসামান্য ঈদ বোনাসের টাকা দিয়ে ঈদ উৎযাপন করতে হয়েছে।
আরো পড়ুন:
April MPO 2022: এমপিও শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের চেক ছাড়
ঈদ উৎসব ভাতা এমপিও ২০২২: বেসরকারি শিক্ষকদের বোনাসের চেক ছাড়
নিচের বিজ্ঞপ্তিতে, এপ্রিল মাসের বেতনের স্মারক নং উল্লেখ আছে। আর এপ্রিলের এমপিও শিট সংগ্রহের ঠিকানা নিচের অনুচ্ছেদে দেখুন।
Madrasah April MPO Sheet 2022: মাদ্রাসা এপ্রিল এমপিও শিট ২০২২
মাদ্রাসা অধিদপ্তরে প্রকাশিত এপ্রিলের এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।
https://drive.google.com/drive/folders/1vHTduGNy6pOue7ZDKZcrIbZoMeISM83Q?usp=sharing
উপরের গুগল ড্রাইভের ঠিকানাটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে এপ্রিলের ব্যাংক ভিত্তিক এমপিও শিট, টপ সিট ও ভাউচার লেখা ফোল্ডার দেখা যাবে। এসব ফোল্ডারে মাদ্রাসা শিক্ষকদের এমপিও শিটের কপি পাওয়া যাবে।
২০২২ সালের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও শিট ও বেতন-ভাতার আরো তথ্য জানতে আমাদের কাছে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা হস্তান্তর (জানু-মার্চ ২০২২)
২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান
তথ্যসূত্র-
একই দেশে দুই আইন।সরকারি কর্মকর্তা, ও কর্মচারীদের জন্য এক নিয়ম।আর বেসরকারি দের আরেক নিয়ম।কারণ ঈদ তো সবার জন্য। দেখার ও প্রতিবাদ করার কেহই নাই।