মাদ্রাসার ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ১-৩০ মার্চ ২০২৩ পর্যন্ত

মাদ্রাসার একাদশ শ্রেণির ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ১ মার্চ থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত।

২০২৩ সালের ভর্তিকৃত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে।

মাদ্রাসার ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ১-৩০ মার্চ ২০২৩ পর্যন্ত [একাদশ শ্রেণী)

মাদ্রাসার একাদশ শ্রেণীতে ২০২৩ সালের ভর্তিকৃত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন অনলাইন ১ মার্চ থেকে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাদ্রাসার একাদশের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হবে। অনলাইনে ভর্তি সহায়তা পেতে ৩০ মার্চ ২০২৩ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের নোটিশ প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা প্রধানের সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোডের পর সুপারিশ গ্রহণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট দিয়ে এই আবেদন করতে হবে।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা হিসাবে ৮,০০০/= টাকা করে প্রদান করা হয়। আবেদনের পর নির্বাচিত শিক্ষার্থীদের এই টাকা দেওয়া হয়।

আরো জানুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ভর্তি সহায়তা আবেদন করার নিয়ম

প্রথমে মাদ্রাসা প্রধানের কাছ থেকে সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। এরপর প্রিন্ট করে তথ্য পূরণ করুন ও আপনার মাদ্রাসা প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।

এরপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

অনলাইনে আবেদন করার জন্য ই-ভর্তি সহায়তা সিস্টেমে নিবন্ধন করতে হবে। তবে পূর্বে নিবন্ধন করা থাকলে আর প্রয়োজন হবে না।

উপরোক্ত প্রক্রিয়া শেষ হলে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করুন। অনলাইনে আবেদনের ফরমে যে সব তথ্য ও ডকুমেন্টের প্রয়োজন হবে সেসব তথ্য ও ডকুমেন্ট দিন।

অনলাইনে আবেদনের ঠিকানা: https://www.eservice.pmeat.gov.bd/admission/

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভর্তি সহায়তা আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি দেখুন।

মাদ্রাসার ভর্তি সহায়তা উপবৃত্তি ২০২৩

ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র pdf

নিচের লিংক থেকে মাদ্রাসার ভর্তি সহায়তার জন্য প্রতিষ্ঠান প্রধানের প্রত্যায়ন পত্রের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

https://www.eservice.pmeat.gov.bd/admission/public/files/recommendation.pdf

২০২৩ সালের মাদ্রাসার একাদশ শ্রেণীর ভর্তি সহায়তা আবেদন করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

উপবৃত্তির জন্য আবেদন ২০২৩: আবেদন ফরম পূরণ করার নিয়ম

উপবৃত্তির আবেদন ফরম pdf download 2023 [৬ষ্ঠ ও একাদশ শ্রেণি]

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

“মাদ্রাসার ভর্তি সহায়তা উপবৃত্তি আবেদন ১-৩০ মার্চ ২০২৩ পর্যন্ত”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন