Home » মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন ফরম পূরণ

মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন ফরম পূরণ

মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন

এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী অধ্যাপক ও জ্যৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন অনলাইনে প্রেরণের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

পদোন্নতির আবেদনের ফরম ডাউনলোড করে জন্য প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র ও ডকুমেন্ট সংযুক্ত করে MEMIS সফটওয়্যারে প্রেরণ করতে হবে। মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারি অধ্যাপক পদে অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম জানুন।

মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম

এমপিওভুক্ত মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন অনলাইনে প্রেরণের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসার সহকারী অধ্যাপক/ জ্যৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন ফরম ডাউনলোড করে তথ্য পূরণ করে অনলাইনে MEMIS সফটওয়্যারে করতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট সংযুক্ত করে অনলাইনে দাখিল করতে হবে।

১৬ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশের কামিল, ফাজিল ও আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের সহকারী অধ্যাপক এবং জ্যোষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ৫০% প্রভাষক ৮ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক/জ্যৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন।

মাদ্রাসার যোগ্যতা অর্জনকারী প্রভাষকদের প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টসহ অনলাইনে MEMIS সফটওয়্যারে দাখিল করতে হবে।

উল্লেখ্য যে, পদোন্নতির আবেদন প্রেরণে জ্যেষ্ঠতা লংঘন করা যাবে না। পদোন্নতির আবেদনের সাথে নিম্নবর্ণিত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে, যা যাচাইকালে প্রয়োজনে মূলকপি প্রদর্শন করতে হবে।

আরো জানুন:

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

মাদ্রাসার এমপিও শীট সংশোধন (পদবী ও বিষয়) আবেদন প্রেরণ

মাদ্রাসার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক/জ্যৈষ্ঠ প্রভাষক পদে আবেদনের কাগজপত্র (ডকুমেন্টস)

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেতে MEMIS সফটওয়্যারে আবেদন করতে হবে।

এই আবেদন নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। সাথে নিম্নোক্ত তথ্য, কাগজ-পত্র ও ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।

১। সংযুক্ত ফরমেটে আবেদন করতে হবে (আবেদন ফরমেটের নির্ধারিত স্থানে সভাপতি এবং অধ্যক্ষের স্বাক্ষর ও নাম, পদবী,
মোবাইল নম্বর উল্লেখসহ সীল থাকতে হবে)।

২। সভাপতির প্রতিস্বাক্ষর সহ অধ্যক্ষের ফরোয়ার্ডিং (এডহক কমিটি হলে সভাপতি, কোন কমিটি না থাকলে জেলা সদরের মাদ্রাসার
ক্ষেত্রে জেলা প্রশাসক/ অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাহিরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন)।

৩। জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরোয়ার্ডিং।

৪। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র / অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি।

৫। নিয়োগপত্র ও যোগদান পত্রের সত্যায়িত কপি।

৬। পদোন্নতির জন্য আবেদন কারীর প্রথম, বিভিন্ন স্কেল/গ্রেড প্রাপ্তির ও সর্বশেষ এমপিও কপি।

৭। কর্মরত সকল সহকারী অধ্যাপক/জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রভাষকের যোগদানের তারিখ ও এমপিওভুক্তির তারিখ উল্লেখসহ তালিকা।

৮। মাদ্রাসার প্রথম ও সর্বশেষ এমপিও কপি।

৯। গবেষণাকর্ম/শ্বীকৃত জার্নালে প্রকাশিত প্রবন্ধের কপি।

১০.সর্বশেষ স্বীকৃতি/ অধিভুক্তির কপি (না থাকলে হালনাগাদকরণের আবেদন দাখিলের প্রমাণক)।

১১। বোর্ড / বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ গভর্নিং বডির অনুমোদনপত্র।

১২। প্রস্তাবিত পদোন্নতির জন্য গভর্নিং বডির সুপারিশ সম্বলিত রেজুলেশন।

১৩। অন্যান্য/ বিবিধ।

মাদ্রাসার সহকারি অধ্যাপক পদে পদোন্নতির আবেদন ফরম PDF Download

মাদ্রাসার প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির জন্য নির্ধারিত ফরম ডাউনলোডের পর প্রিন্ট করে সকল তথ্য পূরণ করতে হবে।

পূরণকৃত আবেদন ফরমের সাথে উপরের অনুচ্ছেদে বর্ণিত ডকুমেন্ট যুক্ত করে, আবেদনপত্র মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

  • মাদ্রাসার জ্যৈষ্ঠ প্রভাষক/সহকারি অধ্যাপক পদের আবেদনের পিডিএফ ফরম ডাউনলোড করুন এখান থেকে

এ বিষয়ে আরো জানতে মাদ্রাসা অধিদপ্তরে প্রকাশিত সহকারি অধ্যাপক পদে পদোন্নতির আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি দেখুন।

মাদ্রাসার সহকারি অধ্যাপক পদে পদোন্নতির আবেদন

অনলাইনে MEMIS সেলে মাদ্রাসার সহকারি অধ্যাপক পদে পদোন্নতির আবেদন করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।