Home » মুক্তপাঠ বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রশিক্ষণ (৬ষ্ঠ-৭ম শ্রেণি)

মুক্তপাঠ বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রশিক্ষণ (৬ষ্ঠ-৭ম শ্রেণি)

মুক্তপাঠ বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রশিক্ষণ

জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বিষয় শিক্ষকদের, এই প্রশিক্ষণ নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মুক্তপাঠের nctb.muktopaath.gov.bd ওয়েবসাইটে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় শিক্ষকদের এই প্রশিক্ষণ করতে হবে ৪-১০ মে ২০২৩ তারিখের মধ্যে।

সদ্য সংবাদ: মাধ্যমিক স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এসব শ্রেণির সকল বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা্র পিডিএফ কপি ডাউনলোড করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

মুক্তপাঠ বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ওরিয়েন্টেশন প্রশিক্ষণ (৬ষ্ঠ-৭ম শ্রেণি)

জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষামূলক সংস্করণ হিসেবে প্রণীত শিখন শেখানো সামগ্রী, ২০২৩ শিক্ষাবর্ষ হতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রবর্তন করা হয়েছে।

শিখনকালীন মূল্যায়ন কৌশল বিদ্যালয় পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে শিক্ষকদের জন্য বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা’ অনুযায়ী প্রতিটি বিষয়ের শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য একটি ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

মাধ্যমিক স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল শিক্ষকের জন্য ওরিয়েন্টেশন কোর্সটি ৪ মে থেকে ১০ মে ২০২৩ খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

৩ মে তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, মাধ্যমিকের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইনে প্রশিক্ষণ গ্রহণের ঠিকানা: https://nctb.muktopaath.gov.bd

উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের রুটিন সহ সুনির্দিষ্ট গাইডলাইন এনসিটিবি হতে প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে প্রেরণ করা হবে।

বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা কোর্সের প্রশিক্ষণ

আরো জানুন:

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

মুক্তপাঠ ওয়েবসাইটে বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রশিক্ষণ গ্রহণের নিয়ম

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন নির্দেশনা বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন প্ল্যাটফর্ম- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর ই-লার্নিং প্ল্যাটফর্ম https://nctb.muktopaath.gov.bd ভিজিট করলে কোর্সটি দেখা যাবে।

এছাড়া https://netb.muktopaath.gov.bd/course-details/1135 এই লিংকে ভিজিট করে সরাসরি কোর্সে প্রবেশ করতে পারবেন।

মুক্তপাঠ ওয়েবসাইটে লগইন করার নিয়ম

প্রথমে অনলাইনে https://nctb.muktopaath.gov.bd তে ভিজিট করুন।

মুক্তপাঠ প্ল্যাটফর্মে পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন থাকলে সরাসরি লগইন বাটনে ক্লিক করে আপনার ইউজার আইডি (রেজিস্ট্রেশন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর / মেইল আইডি) ও পাসওয়ার্ড ব্যবহার করে কোর্সটি শুরু করুন।

পাসওয়ার্ড ভুলে গেলে ‘পাসওয়ার্ড রিসেট করুন’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় ব্যবহারকৃত মোবাইল নম্বর/মেইল আইডি যুক্ত করে সিস্টেমের নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করে নিন এবং লগইন সম্পন্ন করুন।

মুক্তপাঠ প্লাটফর্মে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

মুক্তপাঠ প্ল্যাটফর্মে পূর্বে রেজিস্ট্রেশন না থাকলে, ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে কিছু প্রাথমিক তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

মুক্তপাঠে রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট করার সময় আপনার সার্টিফিকেটের নামটি সঠিকভাবে লিখতে হবে। আপনার আইডি থেকে একবার সার্টিফিকেট তৈরী হওয়ার পর সার্টিফিকেটের নাম পরিবর্তন করা যাবে না।

রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল/ইমেইল যে কোন একটি ব্যবহার করা যাবে। মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে মোবাইলে একটি OTP আসবে আর ইমেইল ব্যবহার করলে ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। OTP / ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ।

বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা মুক্তপাঠ প্রশিক্ষণ শুরু করার নিয়ম

https://netb.muktopaath.gov.bd ভিজিটি করলে কোর্সটি দেখতে পারবেন।

অথবা সরাসরি https://netb.muktopaath.gov.bd/course-details/1135 এই লিংকে ভিজিট করে কোর্সে প্রবেশ করুন।

কোর্সে প্রবেশ করে ‘কোর্সটি শুরু করুন’ বাটনে ক্লিক করুন।

যেভাবে মুক্তপাঠে কোর্সটি সম্পন্ন করবেন

এই কোর্সে মোট ৫টি মডিউল রয়েছে। পাঠ গুলোতে রয়েছে নির্ধারিত বিষয়বস্তুর উপর পাঠ সহায়িকা (পিডিএফ), ভিডিও কনটেন্ট স্ব-মূল্যায়ন (কুইজ), ও মতামত।

স্ব-মূল্যায়ন (কুইজ) অংশে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন।

প্রত্যেকটি পাঠ/লেসনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করলে ডান পাশে সবুজ টিক মার্ক দেখা যাবে। পাঠ সম্পন্ন না হলে বা টিক মার্ক দেখা না গেলে নির্দেশনা খেয়াল করুন।

বিষয় ভিত্তিক মূল্যায়ন প্রশিক্ষণ সার্টিফিকেট ডাউনলোড করবেন যেভাবে

সকল পাঠ (১০০%) সম্পন্ন করলে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

সার্টিফিকেট তৈরী করার জন্য মুক্তপাঠ ওয়েবসাইটে মেন্যু থেকে আমার পাতা-তে ক্লিক করুন।

বামপাশের সার্টিফিকেট মেন্যুতে ক্লিক করুন।

এবার আবেদন বাটনে ক্লিক করুন।

আপনার সার্টিফিকেটটি তৈরী করুন বাটনে ক্লিক করুন।

সার্টিফিকেট ডাউনলোড বাটনে ক্লিক করুন। (আপনার ডিভাইসে সার্টিফিকেট ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে)।

মুক্তপাঠ ওয়েবসাইট হতে বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রশিক্ষণ গ্রহণে সমস্যা হলে আমাদের লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

Shikkhok Batayon Registration Login [শিক্ষক বাতায়ন নিবন্ধন]

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 Comments

  1. Md. Shariful Islam. বলেছেন:

    I have tried to answer the quize in the subject of Islam of class six.But I am failed.please tell me the way how I solve the problem.

    1. আপনি পুনরায় কুইজটি করার চেষ্টা করুন।

  2. A. H. M. FARUQUE HOSSAIN বলেছেন:

    It’s a very useful content.