জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৩ মে ২০২৫ খ্রি. তারিখে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ জানুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের তারিখ, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার তারিখ বিষয়ে জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২১ জানুয়ারি থেকে। আবেদন গ্রহণ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি ৭০০/= টাকা।
অনলাইন আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ
অনলাইনে আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ সকাল ১০:৩০ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।
অনার্স ভর্তি পরীক্ষায় যেভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে। সকল বিভাগের শিক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
MCQ পদ্ধতিতে ১oo নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ০১ (এক) ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। পরীক্ষায় পাশের নম্বর ৩৫।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের SSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৪০% ও HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি হতে আবেদনের তারিখ, ভর্তি যোগ্যতা, পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির পিডিএফ কপি সরাসরি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন। কোন বিষয় বুঝতে সমস্যা হলে লিখে জানান।
আরো জানুন: