আলিম পরীক্ষার নম্বর বিভাজন ও প্রশ্নের সময় বন্টন নির্দেশিকা ২০২২

২০২২ সালের আলিম পরীক্ষার প্রতিটি বিষয়ের নম্বর বিভাজন ও সময় বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসার আলিমের বিষয় ভিত্তিক বিস্তারিত মানবন্টন দেখুন।

আলিম পরীক্ষার নম্বর বিভাজন ও প্রশ্নের সময় বন্টন নির্দেশিকা ২০২২ (সকল বিষয়)

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২২ সালের আলিম  পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রের নম্বর বিভাজন ও সময় বন্টন নির্দেশিকা প্রকাশ করেছে।

১০ মে ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে, আলিমের প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের পৃথক নম্বর বিভাজন করা হয়েছে।

সাথে প্রতিটি বিষয়ের পরীক্ষার নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্নের অংশের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এতদিন আলিম পরীক্ষার বিস্তারিত ও সুষ্পষ্ট নম্বর বন্টন না করায়, পরীক্ষার্থীরা বেশ অনিশ্চয়তার মধ্যে ছিলো। এবার আলিমের বিস্তারিত নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করায় পরীক্ষার্থীদের অনিশ্চয়তা দূর হলো।

আলিমের নতুন এই নম্বর বন্টন নির্দেশীকায় প্রতিটি বিষয় ও পত্রের আলাদা ভাবে MCQ (নৈর্ব্যক্তিক) ও CQ (রচনামূলক) প্রশ্নের নম্বর বিভাজন করা হয়েছে।

আরো জানুন:

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী)

আলিম পরীক্ষা 2022: সংক্ষিপ্ত সিলেবাস ও বিষয়-প্রশ্ন পত্রের নম্বর বিভাজন

২০২২ সালের মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষার প্রশ্নপত্রের নম্বর ও সময় বন্টন যেভাবে

২০২২ সালের প্রতিটি বিষয়ের আলিম পরীক্ষা ২ ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০ মিনিট নৈর্ব্যক্তিক এবং ১ ঘণ্টা ৪০ মিনিট রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাদ্দ থাকবে।

ব্যবহারিক আছে এমন বিষয়ের প্রতি পত্রে পরীক্ষার নম্বর হবে ৪৫। এসব বিষয়/পত্রে  রচনামূলকে ৩০ নম্বর ও নৈর্ব্যক্তিকে থাকবে ১৫ নম্বর।

আর ব্যবহারিক নেই এমন বিষয়ে প্রতিটি পত্রে ৫৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ৪০ নম্বর রচনামূলক পরীক্ষা ও ১৫ নম্বরের নৈর্ব্যত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর উচ্চতর গণিত দুই পত্রের পরীক্ষাই হবে ৪৫ নম্বরের।

আরবি ও ধর্মীয় বিষয়গুলোতে ৫০ থেকে ৬০ নম্বরের শুধু রচনামূলক পরীক্ষায় অংশ নিতে হবে পরীক্ষার্থীদের।

ব্যবহারিক ছাড়া বিষয় এ পত্রের রচনামূলক ৪০ নম্বরকে ৭০ নম্বরে রূপান্তর করা হবে। নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রস্তুত করা হবে।

আর ব্যবহারিকসহ বিষয়ও পত্রের রচনামূলক ৩০ নম্বরকে ৫০ নম্বরে রূপান্তর করা হবে। নৈর্ব্যক্তিকের ১৫ নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করে ফল প্রস্তুত হবে।

বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ৫০ নম্বরকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে।

উচ্চতর গণিতের দুই পত্রের ৪৫ নম্বরকে ৭৫ এ রূপান্তর করে ফল দেয়া হবে।ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর।

আর আরবি ও ধর্মীয় বিষয়গুলোর ১০০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে।

নিচের যুক্ত মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার নির্দেশিকা হতে এ বিষয়ে বিস্তারিত জানুন।

আলিম পরীক্ষার প্রশ্নের নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

আলিম পরীক্ষার প্রশ্নের সময় বন্টন নির্দেশিকা ২০২২

২০২২ সালের আলিম পরীক্ষার নম্বর বিভাজন ও প্রশ্নপত্রের নম্বর বন্টন সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

আলিম পরীক্ষার রুটিন ২০২২ (Alim Routine PDF Download)

কারিগরি এইচএসসি রুটিন ২০২২ (ভোকেশনাল, বিএম, কমার্স)

এসএসসি-এইচএসসি ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন