স্কুলের নতুন কারিকুলামের ইন হাউজ প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন করতে নির্দেশ দিয়ছে শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রমের ইন হাউজ প্রশিক্ষণ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছে।

মাধ্যমিক স্কুলের নতুন কারিকুলাম ইন হাউজ প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে অধিদপ্তর

নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে “ইন হাউস” প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

৯ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে সকল স্কুলের বিষয় ভিত্তিক শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।শিক্ষা অধিদপ্তরের অধিন সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, নতুন কারিকুলাম (জাতীয় শিক্ষাক্রম-২০২১) বিস্তরণ বিষয়ক বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিষয় ভিত্তিক শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে এই প্রশিক্ষণ, প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হবে।

আরো জানুন:

নৈপুণ্য অ্যাপ ব্যবহার করার নিয়ম (noipunno app download)

অনলাইনে চিকিৎসা অনুদান আবেদন করার নিয়ম (৬ষ্ঠ-স্নাতক)

এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।

স্কুলের ইন হাউজ প্রশিক্ষণের নোটিশ

মাধ্যমিক স্কুলের জাতীয় শিক্ষাক্রম ২০২১ অনুযায়ী নতুন কারিকুলামের ইন হাউজ প্রশিক্ষণ নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার (সরকারি ছুটির তালিকা)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন