২০২২ সালের উপবৃত্তি বিতরণ শুরু (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি)

২০২২ সালের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেতে শুরু করেছেন।

২০২২ সালের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু

দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

১৯ জুন রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধিন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ সালের উপবৃত্তি বিতরণ শুরু হয়েছে।

২০২২ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ৫০ লক্ষ শিক্ষার্থীর মাঝে প্রায় ১২০০ কোটি টাকা উপবৃত্তি হিসাবে বিতরণ করা হবে।

উপবৃত্তির এসব টাকা পাবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাস ও সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা। মোবাইল অথবা অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, উপবৃত্তি আবেদনের সময় দেওয়া শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাংকিং-এর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে।

আরো জানুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবেন

শিক্ষা মন্ত্রনালয়ের অধিন মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তির টাকা পাবেন।

মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম শ্রেণি) পর্যায়ের চল্লিশ লাখের বেশি শিক্ষার্থীর পাবে উপবৃত্তির ৬৭৪ কোটি সাত লাখ ২০ হাজার টাকা।

উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি) পর্যায়ের ৮ লাখ ৮২ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে ৪৫০ কোটি ৩০ লাখ টাকা বিতরণ করা হবে।

স্নাতক পর্যায়ে ১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে ৭৪ কোটি ৮২ লাখ টাকার বেশি উপবৃত্তির টাকা বিতরণ করা হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতে ৫০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হবে।

২০২২ সালের উপবৃত্তি বিতরণ কার্যক্রম চলমান থাকা অবস্থায়, মোবাইল/অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের নির্ধারিত অংকে টাকা জমা হবে।

উপবৃত্তির টাকা পেতে আবেদনের সময় দেওয়া মোবাইল অ্যাকাউন্টটি সচল রাখুন। নির্ধারিত সময়ের মধ্যে উপবৃত্তির টাকা না পেলে, সঠিক পরামর্শের জন্য নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন।

আরো দেখুন:

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

ভোকেশনাল ছুটির তালিকা ২০২২ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“২০২২ সালের উপবৃত্তি বিতরণ শুরু (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি)”-এ 44-টি মন্তব্য

  1. নাম: হিপুরাজ ত্রিপুরা।
    কলেজ: মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ, খাগড়াছড়ি।
    শ্রেণী: একাদশ।
    আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে বিতরণ করা শিক্ষা উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি।

    জবাব
    • Yes

    • নাম: মোঃ- মোঃ মাহমুদুর রহমান
      কলেজঃ-মৌলভীবাজা সরকারি কলেজ
      শ্রেণী: একাদশ।
      আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে বিতরণ করা শিক্ষা উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি

  2. আমি একজন শিক্ষার্থী

    জবাব
    • আছছালামুআলাইকুম আমি জেই ইস্কুলে পরি সেই ইস্কুলে অনেকে টাকা পায় আমি পাচ্ছি নাম দেওয়ার পর ও পাচ্ছি না গত 4 বছর ধরে চেষ্টা করেও পারি না আমার বাবা একজন চাকরি জিবি আমার মা একজন গৃহিনী আমি দশম শ্রেনিতে পরি আমার একটা ছোট বোন আছে আমার বোন ক্লাস 4 এ পরে আমার বাবা ঢাকা থাকে আমাদের পরিবারে আমার বাবাই সব অনেক কষ্ট চলে আমাদের ফেমেলি আমার বাবার মাসিক আয় 20000 হাজার টাকা হলে ও আমার পরালেখার পিছে চলে জায় প্রায় 5 হাজার তারপর ঘর বারা 7 হাজার খাওয়া তো খরচ আছেই ইত‍্যাদিতেই চলে জায় সব আমাদের শেষে আয় থাকেই না

    • নাম: আরমান হোসেন
      কলেজ: চাটছিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে ;চাটখিল,নোয়াখালী
      শ্রেণী: একাদশ।
      আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে বিতরণ করা শিক্ষা উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি এরজন্য সুদৃষ্টি কামনা করছি।

  3. আমি একটি গরীব পরিবারের সন্তান আমরা 4ভাই দুই ভাই এবার দ্বাদশ শ্রেণির একজন ছাত্র

    জবাব
  4. আমি জানি না কথা গুলো কেউ কি শুনছে আমার উপবৃওির টাকা কেনো আসে নাই আমি জানতে চাই

    জবাব
  5. নাম: মোঃ- রিমন মিয়া
    কলেজঃ- মনোহরদী সরকারি কলেজ
    শ্রেণী: একাদশ।
    আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে বিতরণ করা শিক্ষা উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি।

    জবাব
  6. আমি একজন শিক্ষাথী
    যাদে উপবৃত্তি টাকা প্রয়োজন তারা পায় না এটা উচিত না।আমিও পায়নি

    জবাব
    • আমিও পাইনি

    • আমি পায়নি

  7. নাম: মোঃ- মোঃ ইমন
    কলেজঃ-চরফ্যাসন সরকারি কলেজ
    শ্রেণী: একাদশ।
    আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে বিতরণ করা শিক্ষা উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি

    জবাব
  8. বরাবরঃশিক্ষা মন্ত্রণালয়
    বিষয়ঃ উপবৃত্তি পাওয়ার জন্য আবেদন
    কলেজঃ হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ

    নামঃনিলুফা ইয়াসমিন নাভীলা
    বিনীত নিবেদন এই যে আমি 2022 সালে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্রী।বিজ্ঞান বিভাগের এসএসসিতে ফলাফল ছিল জিপিএ 5।
    এখন পর্যন্ত আমাকে কোন বৃত্তি বা উপবৃত্তি দেওয়া হয়নি।আমি বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী। আমার লেখাপড়ার খরচ অনেক ব্যয়বহুল।

    অতএব, সবিনয় নিবেদন এই যে,এই মুহূর্তে আমার পড়ালেখার খরচ চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। সুতরাং মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে উপবৃত্তি প্রদান করলে কৃতজ্ঞ থাকিব।
    জন্ম নিবন্ধন নম্বরঃ2005 61 12461 1084 17
    জন্ম তারিখঃ19 শে জানুয়ারি 2005
    নামঃ নিলুফা ইয়াসমিন নাভীলা
    হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজ।
    হালুয়াঘাট, ময়মনসিংহ।

    জবাব
    • স্যার আমি স্নাতক ৩য় বর্ষের ছা্ত্র,১ম ও ২য় বর্ষে আমি উপবৃত্তি পেয়েছি ৩য় বর্ষেও আবেদন করেছি,গত ১৯ তারিখ টাকা দেওয়া শুরু হলেও আমার অনেক বন্ধুরা উপবৃত্তি পেয়েছে কিন্তু আমিসহ আরো অনেকেই উপবৃত্তির টাকা পাইনি।যারা পেয়েছে তারাও একই সময়ে পায়নি, রাত ৮ টদয় কেউ ৯টায় কেউ রাত ১টায় আবার কেউ পরদিন দুপুর ২টায় পেয়েছে।কলেজ অফিসে যোগাযোগ করলে তাঁরা জানায় যে সরকার যদি বাদ দিয়ে দেয় তাহলে তাঁদের কিছু করার নেই।কথাটা আমার কাছে সন্দিহান মনে হয়েছিল।এখন উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কি আমার কিছু করণীয় আছে স্যার?দয়া করে জানালে উপকৃত হতাম।

    • আসরে উপবৃত্তি পাওয়া নির্ভর করে অনেকগুলো শর্তের উপর। শর্তগুলো পূরণ না হলে উপবৃত্তি পাওয়া যাবে না।

  9. Alhamdulillah taka paisi

    জবাব
  10. আমি ময়মনহিংস ফুলবাড়িয়া থানার কে আই ফাযিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাএ নাম ফাহিম রানা আমি উপবৃওির জন্য আবেদন আর সেই লিষ্টে আমার নাম ও আসছে কিন্তু আমি টাকা পাই নাই আমার বন্দুরা সবাই টাকা পাইছে

    জবাব
  11. নামঃ মোঃ আব্দুল্লাহ মাকতুম শুভ
    স্কুলঃ ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়
    শ্রেণিঃ নবম
    আসসালামু আলাইকুম, আমি বগুড়ার জেলার একটি স্কুলে মাধ্যমিকে পড়ি।
    আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান।
    উপবৃত্তি সরকার দেন গরীব, মেধাবী শিক্ষার্থীদের। কিন্তুু আমাদের স্কুলে আগে ম্যানেজিং কমিটির ছেলে মেয়ে দের দেওয়া হয়, এটা কোন নিয়ম।আমার রোলঃ ৭।
    ক্লাসে ছেলেদের মধ্যে আমি ২ য় ভালো ছাত্রের অবস্থানে আছি।যাই হোক উপজেলা /জেলা পর্যায়ের লোক গিয়ে যদি কার্ড করতো তাহলে ভালো হতো।
    অতএব আপনার এসকল বিষয় তদন্ত করে দেখতে পারেন। আমার মতে ১০০% সত্য হবে।
    আসসালামু আলাইকুম।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  12. নাম: মোঃ সেলিম আলী
    কলেজঃ সৈয়দপুর সরকারি কলেজ
    শ্রেণী: একাদশ।
    আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে বিতরণ করা শিক্ষা উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি

    জবাব
  13. আমার কলেজে উপবৃত্তি অনেকে পাইছে আবার কিছু ছাত্র ছাত্রী উপবৃত্তি পাইনি এখন আমরা কি করবো

    জবাব
    • শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  14. আমি এবার ইন্টার পরিক্ষাথী গত বছর টাকা পাইছিলাম কিন্তু এবার এখনো টাকা পাই নি আমি সরকারের দৃষ্টি কামনা করছি

    জবাব
    • একাদশ শ্রেণিতে উপবৃত্তি পেয়েছিলাম।
      কিন্তু দ্বাদশ শ্রেণীতে আমি উপবৃত্তি পায়নি।

  15. মানবিক বিভাগে উপবৃত্তি কত টাকা?

    জবাব
  16. একাদশ শ্রেনী‌তে অা‌বেদনকৃত চুড়ান্ত ছাত্র/ছাত্রী সবাই কি উপবৃ‌ত্তি অর্থ পা‌বে ?
    ১৯ জুন বিতরন শুরু হওয়া উপবৃ‌ত্তির অর্থ বিতর‌নের নির্ধা‌রিত শেষ তা‌রিখ কত ?

    জবাব
    • Bodrul Amin বলেছেন
      4-7-2022 9.52 অপরাহ্ন এ
      নাম: মো: বদরুল আমিন
      শ্রেণী:একাদশ
      কলেজ:মদন মোহন কলেজ সিলেট
      আমি ইনটার ফাস্ট ইয়ারে এর একজন ছাএ।আমি একজন দরিদ্র পরিবারের সন্তান।আমি এবছর উপবৃত্তির জন্য আবেদন করেছি। কিন্তু কোন টাকা পাইনি আমার সাথে পড়ে অনেকে টাকা পাইছে।
      তার জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি
      জনাব

  17. ভাইয়া আমরা ভাই বোন স্কুল ও কলেজের উপবৃত্তির টাকা এক বিকাশ একাউন্টে পাই, শুনলাম এইবার নাকি সেটা অকৃতকার্য হবে এটি কতটুকু সত্য জানাবেন প্লিজ

    জবাব
    • প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  18. Bai Ami upobrittir 1st payment 2,400 tk paice but 2nd payment 3,400 tk akhono painai karon ki bai please bolen…

    জবাব
    • কিছু দিন অপেক্ষা করে দেখুন অথবা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন।

  19. নাম: মোঃ- মোঃ মাহমুদুর রহমান
    কলেজঃ-মৌলভীবাজার সরকারি কলেজ
    শ্রেণী: একাদশ।
    আমি একজন দরিদ্র পরিবারের সন্তান। আমি এই বছরে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করি।এই বছরে উপবৃওির টাকা বিতরণ করা হলে উপবৃত্তি অন্য সকল ছাত্র-ছাত্রী পেলেও আমি উপবৃত্তির টাকা পাচ্ছি না। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি

    জবাব
  20. আমি একজন একাদশ শ্রেণি ছাত্র। আমি খুবই একজন গরিব পরিবারের সন্তান। আমরা তিন ভাই আমার বাবা খুবই কষ্ট করে পরাশুনা করারছে। আমি উপবৃত্তি আবেদন করচি

    জবাব
  21. আবেদন করেছি কিন্তু এখনো তো উপবৃত্তি পাইনি,জানিনা কি ভাবে চলবো,আল্লাহ ভরসা

    জবাব
  22. ২০২১ উপবৃত্তি পাস হয়েছে বলা হলো। কিন্তু তা পাওয়া যায় নি। বি এম স্কুল বরিশাল। ষষ্ঠ শ্রেণী।

    জবাব
    • অপেক্ষা করুন। আপনার নাম থাকলে আপনি পাবেন।

  23. আমি তানভীর আহমদ
    সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাএ,,,
    গত সপ্তাহে আমাদের স্কুলের আবেদনকারী সকলে উপবৃওি পাইছে কিন্তু আমার টাকা আসে নাই
    প্রধানমন্ত্রির সু-দৃষ্টি আকর্ষণ করছি,,
    আপনি একটা ব্যবস্থা করে দেন।

    জবাব
  24. আমি দাখিল পরীক্ষার্থী ২০২২ এর ছাএ কিন্তু আমরা উপবৃত্তির কোনো টাকা কেউ পাইনি আমরা কি টাকা পাব plese repply

    জবাব
  25. আমি উপবৃত্তি টাকা পাই নি

    জবাব
    • আপনার তালিকায় নাম আছে কি না তা প্রতিষ্ঠানে খোঁজ নিন।

  26. আমার নাম মো: রাইহান উদ্দিন
    আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কোনো উপবৃত্তি পাই নাই, স্যার দের অনেক বার বলেছি কিন্ত কোনো গুরুত্ব দেই নি, আমি খুব গরীব পরিবারের সন্তান, আমার বাবা প্যারালাইসিস রোগী, আমার পরিবারে কাজ করার মতো কেও নাই, কোনো রকম ভাবে আল্লাহ আমাদের দিন চালিয়ে নিয়ে যাচ্ছে, দয়া করে যদি উপবৃত্তি পেতাম তাহলে অনেক উপকার হতো

    জবাব
  27. উপবৃত্তি কয়বার দিবে?

    জবাব
  28. নাম জাফর ইকবাল
    কলেজ নিজামপুর সরকারী কলেজ চট্রগ্রাম
    শ্রেনী একাদশ
    আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। আমি এই বছরে শিক্ষা ঊপবৃওির জন‍্য আবেদন করি।
    এই বছরে বিতরন করা শিক্ষা ঊপবৃওি অন‍্য সকল ছাএছাএী পেলে ও আমি পাই নাই।আমি সরকারের দৃষ্টি আকর্ষন করচি।

    জবাব

মন্তব্য করুন