স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি অধিদপ্তর।

বিশেষ ঘোষণা: দেশের মাধ্যমিক স্কুল সমূহে সাপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ছুটির প্রজ্ঞাপন দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২১ সালের স্কুল ছুটির তালিকা PDF (সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপঞ্জি)

দেশের সকল সরকারি-বেসরকারি স্কুলের (৬ষ্ঠ-১০ম শ্রেণি) ছুটির তালিকা অনুমোদন দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা অধিদপ্তর ২০২২ সালের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫ দিন ছুটি রেখে মন্ত্রণালয়ের কাছে তা অনুমোদনের জন্য প্রেরণ করলে শিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি চুড়ান্ত তালিকা, ০৬ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের ছুটির তালিকায় স্কুলের ক্লাস পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।এছাড়া বিভিন্ন জাতীয় দিবস সমূহ পালনের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

নিচের অনুচ্ছেদে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত নিম্নমাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা দেখুন।

আরো জানুন:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি)

২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)

ব্যাংক ছুটির তালিকা ২০২২: সকল তফসিলি ব্যাংকের বন্ধের দিন

২০২২ সালের মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি

শিক্ষা মন্ত্রণালয়ের অধিন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে মোট ৮৫ দিন। এর মধ্যে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে ৩ দিন।

স্কুল ছুটির তালিকায় একটানা উল্লেখযোগ্য ছুটির মধ্যে থাকবে পবিত্র রমজান, বৈসাবি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটি। এখানে ০৩ এপ্রিল থেকে ০৮ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত মোট একসাথে ৩১ দিন স্কুল ছুটি থাকবে।

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলতে ০৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত।

দুর্গাপুজা, ঈদ-ই-মিল্লাদুন্নবী, লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমার ছুটি থাকবে ০১ অক্টোবর হতে ০৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। এখানে একটানা ৮ দিন প্রতিষ্ঠান বন্ধন থাকবে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৩ দিন স্কুল বন্ধ থাকবে। এই ছুটি থাকবে ১৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়াও বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস সমুহে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে।

নিচের অনুচ্ছেদে যুক্ত ছুটির তালিকা থেকে বিস্তারিত জানুন।

আরো পড়ুন:

স্কুল-কলেজের ক্লাস রুটিন ২০২২ (৬ষ্ঠ থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী)

শিক্ষা মন্ত্রণালয় অনুদান আবেদন ২০২২ (শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান)

সরকারি-বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের পরীক্ষার সময়সূচি (পিডিএফ) ২০২২

মাউশি শিক্ষা অধিদপ্তর দেশের মাধ্যমিক স্কুলের অর্ধ-বার্ষিক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে।

স্কুলের (৬ষ্ঠ-১০ম) শ্রেণির কখন কোন পরীক্ষা কত দিনের মধ্যে অনুষ্ঠিত হবে তারও নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

স্কুলের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ০২ জুন থেকে ১৫ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ০২ জুলাই ২০২২ খ্রি. তারিখে।

স্কুলের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ০৫ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে।

স্কুলের বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যস্ত অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর তারিখে।

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের যুক্ত ছুটির তালিকা হতে।

সরকারি-বেসরকারি স্কুলের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি ২০২২

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি ২০২২

বিঃ দ্রঃ– স্কুল ছুটির তালিকায় তারকা চিহ্নিত ধর্মীয় পর্বের ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২২ সালের স্কুল ছুটির তালিকা সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন। ছুটির তালিকাটি সংরক্ষণ করতে, আপনার ব্রাউজারের বুকমার্কে সেভ করে রাখুন।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি/দাখিল-এইচএসসি/আলিম ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ২৫/০৮/২০২২ খ্রি. তারিখ ০৮:৫৪ অপরাহ্ন।

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি”-এ 7-টি মন্তব্য

  1. খুব ভালো

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ।

  2. Shudhu Chutir talika alada kore din, jeno download kora jay.

    জবাব
    • ছুটির তালিকা সংরক্ষণ করতে আপনার পাতার ঠিকানাটি ব্রাউজারের বুকমার্কে সেভ করে রাখুন। ধন্যবাদ।

  3. ভালো লাগল

    জবাব
    • ধন্যবাদ।

  4. আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেবা।

    জবাব

মন্তব্য করুন