এমপিও স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতনের চেক হস্তান্তর
এমপিও স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতনের চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অক্টোবর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ৭ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
এমপিও স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর
দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের অক্টোবর মাসের এমপিও বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, অক্টোবর মাসের বেতনের চেক হস্তান্তরের নোটিশ প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক নোটিশে, অক্টোবরের বেতন-ভাতা ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা অক্টোবর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৭/১১/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
আরো জানুন:
Teacher MPO Notice 2023: এমপিও নোটিশ দেখার নিয়ম
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
October MPO Sheet 2023 (School-College)
স্কুল-কলেজের অক্টোবর মাসের বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৪১৯৫/৪ তারিখ : ০১/১১/২০২৩।
অক্টোবর মাসের এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে এমপিও শিটের কপি ডাউনলোড করা যাবে।
https://drive.google.com/drive/folders/149MwwPl6WW3Q7XTN4c3TC787MmVz_n5I
২০২৩ সালের স্কুল-কলেজের অক্টোবরের এমপিও সহ বেতনের চেক ছাড়ের আরো খবর জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ এমপিও শীট দেখুন
২০২৪ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার (সরকারি ছুটির তালিকা)
তথ্যসূত্র-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।