Home » এমপিও সংবাদ » এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি]

এমপিও নীতিমালা (সংশোধিত) [স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি]

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত)

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, পদোন্নতি ও উচ্চতর স্কেল/গ্রেড প্রাপ্তির নীতিমালা।

এই প্রতিবেদন থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশিত এমপিও সংক্রান্ত যাবতীয় নীতিমালার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

বেসরকারি স্কুল-কলেজ মাদ্রাসা কারিগরি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত)

দেশের সকল এমপিওভুক্ত বা এমপিও প্রত্যাশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সম্প্রতি সংশোধন করে প্রকাশ করা হয়েছে।

নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, উচ্চতর গ্রেড সহ অভিজ্ঞতার স্কেল প্রাপ্তি, বর্তমান এমপিও নীতিমালা ও জনবল কাঠামো আলোকে পরিচালিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বিভাগ ও অধিদপ্তর সমূহ এমপিও নীতিমালা প্রণয়নের কাজ করে থাকে। যখন নীতিমালায় কোন অসঙ্গতি ধরা পড়ে বা পরিবর্তনের প্রয়োজন হয় তখন এই নীতিমালার সংশোধন করা হয়।

বর্তমানে প্রচলিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সম্প্রতি সংশোধন করা হয়েছে। এরপরও কিছু বিষয়ে অসঙ্গতি ধরা পড়ায় কিছু অনুচ্ছেদের সংশোধনী আনা হয়েছে।

এই প্রতিবেদন থেকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে ও এর কপি সংগ্রহ করতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

আরো জানুন:

Non-Govt. Teacher MPO – Monthly Pay Order News Update

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো কী?

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তির জন্য সরকার নির্দেশীত শর্ত সমূহকে এমপিও নীতিমালা বলে।

আর জনবল কাঠামো হলো, স্তর ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্যাটার্ন বা শিক্ষক-কর্মচারীদের সংখ্যা ও সংশ্লিষ্ট পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণকে বোঝায়।

শিক্ষা মন্ত্রনালয় প্রণীত এমপিও নীতিমালাতে, এমপিও প্রাপ্তির জন্য সকল শর্ত ও যোগ্যতার বিবরণ সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়।

বর্তমানে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য তিনটি পৃথক এমপিও নীতিমালা আছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নীতিমালার আলোকে, শিক্ষক-কর্মচারীগণের এমপিওভুক্তি ও প্রতি মাসে তারা বেতন-ভাতা প্রাপ্ত হন।

আরো পড়ুন:

নতুন এমপিও আবেদন করার আগে সতর্ক হোন

স্কুল-কলেজ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো PDF [২৮ মার্চ ২০২১ সংশোধিত]

স্কুল-কলেজের এমপিও নীতিমালাটি সবশেষ ২৮ মার্চ ২০২১ খ্রি. তারিখে সংশোধন করে প্রকাশ করা হয়েছে। এই নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের উচ্চতর গ্রেড ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্র নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

যেমন- ৮বছর পূর্তিতে কলেজ প্রভাষকদের ৫০% সহকারী অধ্যাপক/জৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির ব্যবস্থা করা। তবে কলেজের এসব পদের পদোন্নতির রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হলেও, এখন চুড়ান্ত রূপরেখা প্রণয়ন করতে পারেনি শিক্ষা অধিদপ্তর।

১৬ বছর পূর্তিতে সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির উদ্যোগ গ্রহণ করা হয়। গ্রন্থাগারিক পদকে শিক্ষকের পদমর্যাদায় উন্নীত করা হয় এই নীতিমালায়।

এছাড়া স্কুল শিক্ষকের বিএড/সমমান স্কেল ছাড়াও উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা নিরসন করে চাকুরী জীবনে দুটি উচ্চতর গ্রেড প্রাপ্তির ব্যবস্থা করা হয়। এই নীতিমালার জনবল কাঠামোতেও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়।

স্কুল-কলেজের সংশোধিত এমপিও নীতিমালার পিডিএফ কপি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তবে নীতিমালার পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

  • স্কুল-কলেজ এমপিও নীতিমালা সংগ্রহ করুন এখান থেকে

মাদ্রাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পিডিএফ [২৩ নভেম্বর ২০২০ তারিখ সংশোধিত]

স্কুল-কলেজের মত মাদ্রসার শিক্ষক-কর্মচারীদের একই সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালায়।

সম্প্রতি মাদ্রাসার এমপিও নীতিমালায় আরো কিছু অসামঞ্জস্যতা ধরা পড়ায়, এর সংশোধনে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে সুপারিশ প্রদান করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।

২২ মার্চ ২০২২ খ্রি. তারিখে মাদ্রাসা অধিদপ্তর এমপিও নীতিমালার অসামঞ্জস্যতা নিরসনে কমিটি গঠন করে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মাদ্রাসা শিক্ষকদের জন্য এমপিও নীতিমালা আরো শিক্ষক বান্ধব করা হবে।

  • মাদ্রাসা অধিদপ্তরের এমপিও নীতিমালার অসামঞ্জস্যতা নিরসনের কমিটি গঠনের বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে

মাদ্রাসা এমপিও নীতিমালায়, ৮ বছর পূর্তিতে মাদ্রাসার প্রভাষকদের ৫০% সহকারী অধ্যাপক/জৈষ্ঠ্য প্রভাষক হিসাবে পদোন্নতির ব্যবস্থা রাখা হয়েছে। তবে স্কুল-কলেজের মত এখানেও কিছু সমস্যার কারণে পদোন্নতি আটকে আছে।

দাখিল পর্যায়ের শিক্ষকদের স্কুলের মতই দুটি উচ্চতর গ্রেড/স্কেল প্রাপ্তির কথা বলা হয়েছে। বর্তমানে পদগুলোর উচ্চতর স্কেল প্রদান করা হচ্ছে।

বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত এমপিও নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা অধিদপ্তরে পাওয়া যাবে। তবে মাদ্রাসার এমপিও নীতিমালার পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

এখানে উল্লেখ্য যে, মাদ্রাসা এমপিও নীতিমালায় বর্ণিত এক অনুচ্ছেদের কিছু অংশ পরবর্তীতে বাতিল করা হয়েছে। বাতিলকৃত অনুচ্ছেদের পরিপত্র দেখা যাবে নিচের লিংক থেকে।

এছাড়া এবতেদায়ী মাদ্রাসার এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংগ্রহে করা যাবে নিচের লিংক থেকে।

মাদ্রাসার নতুন এমপিও আবেদনের সময়সূচী ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচের প্রতিবদেন থেকে জানা যাবে।

এছাড়া মাদ্রাসা অধিদপ্তরে প্রকাশিত শিক্ষক-কর্মচারীদের এমপিও শিট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

কারিগরি এমপিও নীতিমালা ও জনবল কাঠামো [ভোকেশনাল, বিএম, কৃষি ও মৎস্য ডিপ্লোমা]

বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২৩ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে সংশোধন করে প্রকাশ করা হয়।

স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কারিগরির এমপিও নীতিমালা প্রকাশিত হয়।

নিচের লিংক থেকে কারিগরির এমপিও নীতিমালা সংগ্রহ করা যাবে।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ০২/১০/২০২৩ খ্রি. তারিখ ১১:৩২ পূর্বাহ্ন।

40 Comments

    1. প্রভাষক হতে সহকারী অধ্যাপকের পদোন্নতির বিষয়ে আমরা আপডেট কোন তথ্য পায়নি। পেলে আমারা জানানো চেষ্টা করবো। ধন্যবাদ।

  1. কলেজ নীতিমালা 2021.
    কলেজের সকল প্রভাষকগন 16 বছরে সহকারী অধ্যাপক হিসেবে 3/4 মাস যাবত বেতন ভাতা পাচ্ছেন। আমাদের মাদ্রাসার প্রভাষকদের বঞ্চিত করা হচ্ছে কেন?? আমরা কবে থেকে পাবো?? প্লিজ জানাবেন —–“””!!!

  2. মাদ্রাসা কবে নাগাদ ১৬ বছর পুর্তিতে সহকারী অধ্যাপকদের বিল দিবে….. কলেজ তো পাচ্ছে???????

  3. স্যার কারিগরি জানুয়ারি ২০২১ এর সংশোধিত এমপিও নিতীমালার অনুমোদন কবে নাগাদ হতে পারে?এই চলতি মার্স মাসের শেষ সপ্তাহের মধ্য বেতন ভাতা ছাড় করা হবে বলে কি আশা করা যায়?প্লিজ বলুন স্যার

  4. 2018 সালে সরকারি হওয়া কলেজের গ্রন্থাগারিক পদবীর পরিবর্তন হলে জানাবেন।
    বেসরকারী পরিপত্র28/3/ 2021 সালে পদটি প্রভাষক: গ্রন্থাগার করা হয়েছে। সত্য কোনটি জানতে চাই। 01714504178

    1. টাইম স্কেল ভিন্ন বিষয়। নতুন এমপিও নীতিমালা অনুসারে সহকারী অধ্যাপক হবে মোট প্রভাষকের ৫০%।

  5. মাদরাসার প্রভাষক গণ ১৬ বছর পূর্তিতে কলেজের মতো সহকারী অধ্যাপক হতে পারবে কি না? জুলাই এ আবেদন করলে হতে পারবে কি না।

  6. নতুন এমপিও ভূক্ত থেকে বাদপরা মাদরাসার তালিকা জানাবেন কি। ২৫০০ স্কুল কলেজের তালিকা পাওয়া গেছে অথচ বাদপরা মাদরাসার তালিকা প্রকাশ করা হয় নাই।জানালে উপকৃত হতাম।

  7. আপিলের শুনানীর তারিখ হয়েছ কিন্তু সেখানে মাদরাসার কথা বলা নাই মাদরাসার প্রধানরা কি আপিল শুনানীতে অংশ গ্রহণ করবে। জানালে আমরা ঢাকা যেতাম না।

  8. এমপিও থেকে বাদপরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণকে ২১ জুলাই এর মধ্যে আপিল আবেদন করতে বলা হয়েছিল সে এমপিও ভূক্তির জন্য আপিল আবেদন করা হয়েছিল। এখন তা শুনানোর জন্য আগামী ২,৩,৪আগষ্ট তারিখ দিয়েছে কিন্তু সেখানে মাদরাসার কথা বলা নাই শুধু স্কুল আর কলেজের কথা বলা হয়েছে।এখন কথা হচ্ছে যে মাদরাসার সুপাররা সেখানে যাবেন কি না।

    1. স্কুল-কলেজের বাদ পড়া প্রতিষ্ঠানের আপিল আবেদন শুনানী ২,৩,৪ আগষ্ট তারিখে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার বিজ্ঞপ্তি এখনো চোখে পড়েনি। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসার আপিল আবেদন নিশ্চয় করেছেন। করে থাকলে নিয়মিত যোগাযোগ রাখুন।

  9. স্যার বেসরকারি শিক্ষক নিতীমালার ৯.৩ অনুযায়ী পদ সমন্বয় করা যাবে কি? আমি একজন ডিগ্রি শাখার নন এমপিও শিক্ষক কিন্তু আমার কলেজের ইন্টার শাখা এমপিও এবং ইন্টার শাখার একই বিষয়ের পদটি শূন্য হয়েছে। আমি কি পদ সমন্বয় করে এমপিও পাব, স্যার।

  10. স্যার ,ফাযিলপাশ বলে বি এড ভর্তির সুযোগ দেয়নি বিধায় সহকারী মৌলভী পদে যোগদানের নবম বছরে বি এড করে দশম কোড প্রাপ্ত হয়েছি।আমি যোগদানের দশ
    বছর পূর্ণ হলে,উচ্চতরর স্কেলের আবেদন করতে পারব।

  11. 2021এ ১১.৪অনূচ্ছেদে ৮বছর পূর্তিতে প্রভাষকের ৫০% ও ০.৫/তার বেশী হলে ১০০ নম্বরের ভিত্তিতে কলেজে ৯টি (www.shed.go v.bd)তাং 6-5-2021 এবং মাদ্রাসায় ৫টি(ww w.tmed.rov.bd)তাং 22-8-2022 সূচকের ন্যায় (বাকাশিঅ) কারিগরিতে ও নির্ধারিত বিভি ন্ন সূচকে যত দ্রুত সম্ভব জৈষ্ঠ্যতা নির্নয়ে নীতি মালা প্রনয়নে জৈষ্ঠ্য প্রভাষক পদোন্নতি চাচ্ছি..

  12. আমি ১৯৯৭ইং সালে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস পিয়ন পদে নিয়োগ প্রাপ্ত। এখন বর্তমানে অফিস সহায়ক পদে রেজুলেশন করলে কি কোনো আইনি জটিলতা আছে।

  13. আমি ১৯৯৭ইং সালে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস পিয়ন পদে নিয়োগ প্রাপ্ত এবং এখন পর্যন্ত ঐ পদে বহাল আছি। এখন বর্তমানে আমি কি অফিস সহায়ক পদে রেজুলেশন করলে কোনো আইনি জটিলতা আছে? জটিলতা না থাকলে প্রমাণীত তথ্য যানা থাকলে দয়া করে যানাবেন।

    1. বেসরকারী শিক্ষা প্রতিষ্টানে ৩য় শ্রেনির কর্মচারি যদি ম্যানেজিং কমি/ গভর্নিং বডির রেজুলেশন করে পদায়ন দেয়। কোন জটিলতা হবে কি না।

  14. স্যার, আসসালামু আলাইকুম। ১৯৯৫ অথবা ১৯৯৬ সালে সম্ভবত “সহশিক্ষা চালু থাকলে আয়া নেওয়া যাবে” এইরকম কি কোন নীতিমালা ছিল? থাকলে সেটা কোথায় পেতে পারি। বিষয়টি জরুরী ( আমাদের বিদ্যালয়ের জন্য ), অনুগ্রহপূর্বক জানালে কৃতজ্ঞ থাকবো।

  15. স্কুল কলেজের গভর্নিংবডির সদস্যদের ক্ষেত্রে একটি স্কুলে কোন অভিভাবক সদস্য থাকার পর ও তিনি কী আর কোন স্কুল বা কলেজের অভিভাবক সদস্য হতে পারবেন।

  16. আমি সিভিল নিয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করেছি মাদ্রাসা বোর্ড এ কম্পিউটার ল্যাব অপারেটর পদের কি এমপিও হবে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।