চবি বি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ (CU B-Unit Result)

২০২৩ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের (CU B-Unit Result) ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

চবির ভর্তি ওয়েবসাইট (admission.cu.ac.bd) ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বি ইউনিটের (CU B-Unit Result) ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

২৩ মে ২০২৩ খ্রি. তারিখ দুপুরের দিকে চবির ভর্তি ওয়েবসাইটে রেজাল্টের পিডিএফ কপি প্রকাশ করা হয়। বি-ইউনিটের বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।

উল্লেখ্য, এই ইউনিটে এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছিলেন ৫২ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী।

আরো জানুন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩ (CU Admission)

CU B-Unit Admission Test Result PDF Download 2022

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে B-ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।

নিচের লিংক থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মেধাস্কোর ও প্রাপ্ত নম্বর দেখা যাবে।

https://drive.google.com/file/d/1ZZcwd1P40SGH6fZfJ0TZl46ObqIKqv4e/view?fbclid=IwAR320EK2i0mXGaXD7mpJgBnw-ekzarEa8VIJ1vSt73PNjk76AEi-JpP4_1g

চবির ভর্তি রেজাল্ট দেখার নির্দেশনা: উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।

কিছু সময়ের মধ্যে পিডিএফ কপিতে প্রকাশিত বি-ইউনিটের রেজাল্টের কপি ব্রাউজারে লোড হবে। এখান থেকে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যবে।

আর পরীক্ষার্থীর নিজের প্রফাইলে লগইন করে বি-ইউনিট ফলাফলের বিস্তারিত জানা যাবে ।

২০২৩ সালের চবি বি ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩ [A B C D B1 D1 Unit]

তথ্যসূত্র-

CU Admission Portal.

“চবি বি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ (CU B-Unit Result)”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন