ডিসেম্বর এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

ডিসেম্বর এমপিও ২০২১ (December MPO): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চেক ছাড় শুরু হয়েছে।

December MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি ডিসেম্বর-২০২১ মাসের এমপিও, বেতনের চেক ছাড়

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে ডিসেম্বর মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করেছে।

শিক্ষা অধিদপ্তরের অধিন স্কুল-কলেজের, ২ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।

সবশেষ ৬ জানুয়ারি কারিগরি অধিদপ্তরের অধিন কারিগরি প্রতিষ্ঠানের বেতন ছাড় করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

আরো জানুন: এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

মাদ্রাসার ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়

দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও ও বেতনের চেক ছাড় করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ডিসেম্বর মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে। চেক ছাড়ের বিজ্ঞপ্তি ২৯ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে প্রকাশিত হয়।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৪ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে বেতন-ভাতা ছাড়ের স্মারক নম্বর উল্লেখ আছে। প্রয়োজনে লিখে রাখুন।

মাদ্রাসা ডিসেম্বর এমপিও শিট ২০২১: Madrasah December MPO Sheet 2021

নিচের লিংক থেকে মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

আরো পড়ুন: মাদ্রাসা এমপিও আবেদন করার সময়সূচি ও কাগজ পত্রের তালিকা

স্কুল-কলেজ ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতনের-চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্ত করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ডিসেম্বরের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের ডিসেম্বর মাসের বেতন-ভাতার অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৬/০১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের বেতনের স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০.০১/৪ তারিখ: ০২/০১/২০২২

নিচের অনুচ্ছেদ থেকে ডিসেম্বরের এমপিও সীট সংগ্রহ করা যাবে।

স্কুল-কলেজ ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর

School-College December MPO Sheet 2021: স্কুল-কলেজ ডিসেম্বর এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে স্কুল-কলেজের ডিসেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1Q2ZBQfAxv3Ys3YoGAbMTafLSVqgcKV50?usp=sharing

কারিগরি প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে ৬ জানুয়ারি তারিখে বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরির ডিসেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১০ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন

কারিগরি প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন

কারিগরির ডিসেম্বর মাসের এমপিও শিট পেতে এখানে ক্লিক করুন।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও আপডেটেড খবর জানতে টিচার নিউজ বিডি ওয়েবসাইটে যুক্ত থাকুন।

আরো দেখুন:

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখবেন কীভাবে?

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৭/০১/২০২২ খ্রি. তারিখ ০৫:৫৮ অপরাহ্ণ।

“ডিসেম্বর এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন