ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য (সার্কুলার) ২০২২-২০২৩
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদনের যোগ্যতা, পরীক্ষার ফি ও তারিখ সহ ভর্তির সার্কুলার দেখুন।
সদ্য সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তথ্য (সার্কুলার) শিক্ষাবর্ষ ২০২২-২০২৩
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঢাবির ভর্তি সম্পর্কীত এক বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা, অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
১২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও ভর্তি আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
এবারে ৫ ইউনিটের পরিবর্তে ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অনার্স ভর্তি পরীক্ষার নাম পরিবর্তন করে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা নামকরণ করা হয়েছে।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাবি ভর্তি আবেদন সহ ভর্তির সকল তথ্য পাওয়ার ঠিকানা: admission.eis.du.ac.bd
আরো জানুন:
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২২-২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি (তারিখ)
সকল (ক, খ, গ, ঘ) ইউনিটের ভর্তি আবেদন ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। অনলাইনে সকল ইউনিটের ভর্তি আবেদন করা যাবে ২০ মার্চ ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
ঢাবির ক, খ, গ, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৮ এপ্রিল থেকে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে ২০২৩ খ্রি. তারিখে শেষ হবে।
ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে ২০২৩ শনিবার অনুষ্ঠিত হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৬ মে ২০২৩ শনিবার।
বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা ১২ মে ২০২৩ শুক্রবার অনুষ্ঠিত হবে।
চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ২০২৩ শনিবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ইউনিট ছাড়া অন্য ৩ টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
ঢাবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি যোগ্যতা ২০২৩
২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ১ বর্ষে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? এবারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাবি ভর্তিতে গত বছরের মত জিপিএ কমিয়ে ভর্তির যোগ্যতা নির্ধারণ করেছে।
বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৮ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে।
মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ থাকতে হবে। এখানে দুই পরীক্ষায় আলাদাভাবে জিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।
চারুকলা অনুষদভুক্ত ইউনিটে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৬ দশমিক ৫ থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি সার্কুলার ২০২৩ (PDF)
সতর্কতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তির দাপ্তরিক (বিজ্ঞপ্তি) সার্কুলার এখনো প্রকাশ করা হয়নি। তবে গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি হতে ভর্তির যাবতীয় বিষয় সম্পর্কে সাধারণ তথ্য জানা যাবে।
এছাড়া ইউনিট ভিত্তিক ভর্তি নির্দেশীকায় প্রতি ইউনিটের ভর্তির তথ্য আরো বিস্তারিতভাবে জানা যাবে। নিচের ভর্তি বিজ্ঞপ্তি হতে ভর্তি তথ্য জানুন। আর ইউনিট ভিত্তিক ভর্তি তথ্য জানতে নিচের অনুচ্ছেদ লিংকগুলোতে ক্লিক করুন।
ঢাবি ভর্তির ইউনিট ভিত্তিক ভর্তি নির্দেশিকা ২০২৩ (ক, খ, গ, ঘ ও চ ইউনিট)
ঢাবির ইউনিট ভিত্তিক ভর্তি নির্দেশীকার পিডিএফ কপি সরাসরি দেখা যাবে নিচের লিংকগুলো থেকে। ভর্তির আবেদন থেকে শুরু করে ভর্তির সকল তথ্য এই ভর্তি নির্দেশীকায় স্পষ্ট করা হয়েছে।
ক-ইউনিটের ভর্তি নির্দেশিকা সংগ্রহ করুন এখান থেকে।
খ – ইউনিট ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে এখান থেকে।
গ-ইউনিট ভর্তি নির্দেশিকা সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
ঘ-ইউনিট ভর্তি নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
চ-ইউনিট এর ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে এখানে।
২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (বিডিএস ১ম বর্ষ)
তথ্যসূত্র-
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ কি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে কিনা তা বিজ্ঞপ্তিতে পরিস্কার নয় ।
বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে যতটুকু বলা হয়েছে আর বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে হবে।
এখন আবেদন করতে পারবো?
ঢাবি ভর্তি আবেদন করা যাবে ১০ মে ২০২২ খ্রি. তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত।
এখন কি আবেদন করতে পারবো?
১০ মে পর্যন্ত আবেদনের সময় ছিলো। এখন আর আবেদন করতে পারবেন না।
Sir আমি ssc এবং H S C দুইটা মিলিয়ে 9.17 পেয়েছি আমি কি আবেদন করতে পারব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি যোগ্যতা উল্লেখ করা আছে। তবে এবারের আবেদনের সময় শেষ হয়েছে গেছে।
ঢাবির ক ইউনিট ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ কবে? মেধাক্রম ১২৩৪
চবির ভর্তি ওয়েবসাইটের নোটিশ বোর্ডে চোখ রাখুন।