ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ভর্তি তথ্য ২০২৩-২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে।

ঢাবির ভর্তি আবেদনের যোগ্যতা, পরীক্ষার ফি ও ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ সহ ভর্তির যাবতীয় তথ্য দেখুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তথ্য ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঢাবির ভর্তি সম্পর্কীত এক বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা, অনলাইন আবেদন ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনের তারিখ, পরীক্ষার ফি সহ ভর্তি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে ঢাবির ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে। ভর্তি আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তির অনলাইন আবেদন ফি ১০৫০/= টাকা।

ঢাবি ভর্তি আবেদন সহ ভর্তির সকল তথ্য পাওয়ার ঠিকানা: admission.eis.du.ac.bd

আরো জানুন:

এমআইএসটি (mist) ভর্তি বিজ্ঞপ্তি 2023-2024 (আন্ডারগ্রাজুয়েট)

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের অনার্স ভর্তি আবেদন ১৮ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে থেকে শুরু হবে।

অনলাইনে সকল ইউনিটের ভর্তি আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৮ ফেব্রুয়ারী থেকে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে ০৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখে শেষ হবে।

প্রথমে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবারে।

ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা ০১ মার্চ ২০২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সবশেষ চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৯ মার্চ ২০২৪ শনিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ছাড়া অন্য সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

চারুকলা ইউনিট ছাড়া অন্য ৩ টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪

২০২৪ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ১ বর্ষে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে? এবারেও ঢাবি কর্তৃপক্ষ ভর্তিতে গত বছরের মত জিপিএ কমিয়ে ভর্তির যোগ্যতা নির্ধারণ করেছে।

বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৮ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে।

মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ থাকতে হবে। এখানে দুই পরীক্ষায় আলাদাভাবে জিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।

চারুকলা অনুষদভুক্ত ইউনিটে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৬ দশমিক ৫ থাকতে হবে। তবে আলাদাভাবে উভয় পরীক্ষায় জিপিএ ৩.০ থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য (সার্কুলার) ২০২৩ (PDF Download)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান (আন্ডারগ্রাজুয়েট) ১ম বর্ষ ভর্তির সার্কুলার প্রকাশ করা হয়েছে।নিচের অনুচ্ছেদে যুক্ত ঢাবির প্রেস বিজ্ঞপ্তি হতে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তথ্য সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

চবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪ [সকল ইউনিট]

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ [স্নাতক সম্মান ১ম বর্ষ]

তথ্যসূত্র-

ঢাকা বিশ্ববিদ্যালয়

17 Comments

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ কি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে কিনা তা বিজ্ঞপ্তিতে পরিস্কার নয় ।

    1. বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে যতটুকু বলা হয়েছে আর বাইরে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে হবে।

    1. Sir আমি ssc এবং H S C দুইটা মিলিয়ে 9.17 পেয়েছি আমি কি আবেদন করতে পারব

    2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি যোগ্যতা উল্লেখ করা আছে। তবে এবারের আবেদনের সময় শেষ হয়েছে গেছে।

    1. বোর্ডের তথ্য অনুসারে ১০ মার্চ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট হবে। আর ঢাবির ভর্তি আবেদনের শেষ সময় ২০ মার্চ। সে হিসাবে ভর্তি আবেদন করা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।